NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

9 April (2022) Bangla Binge Web Series Review Download / ৯ এপ্রিল বাংলা ওয়েবসিরিজ রিভিউ ২০২২

9 April (2022) Bangla Binge Web Series Review Download / ৯ এপ্রিল বাংলা ওয়েবসিরিজ রিভিউ ২০২২

 

9 April (2022) Bangla  Binge S01 WEB-DL – 480P | 720P | 1080P – x264 – 350MB | 950MB | 1.6GB – Download 


9 April (2022)

Director : Kushik Sankar Das
Cast(s) : Shohel Mondol,Zakia Bari Mamo,Tropa,Mojumder,Tama Mirza

Language : (Bengali)


অনৈতিক গোপন ভালোবাসা, লোভ, প্রতারণা, অহংকার, ক্ষমতার অপব্যবহার মানুষের হিতাহিত জ্ঞান কিভাবে নষ্ট করে সেই বার্তা দিতেই সেলুলয়েডে নিয়ে আসলো ‘৯ এপ্রিল’।  সাথে খুনের মতো একটি নৃশংস-ভয়ংকর অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চাইতে ঘটনার আগে ও পরে তাদের মানসিক অবস্থা, কোন পরিস্থিতিতে একজন মানুষ, যে কি না অপরাধী নয়, এরকম একটি ঘটনায় নিজেকে জড়িয়ে এবং তার পরিণতি কি হয়, সেই গল্প নিয়ে তৈরি বিঞ্জ অরিজিনাল ছয় এপিসোডের ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’।

ওয়েব সিরিজঃ "৯ এপ্রিল"
পরিচালনায়ঃ কৌশিক শংকর দাশ
অভিনয়েঃ সোহেল মন্ডল, জাকিয়া বারি মম, তমা মীর্জা, ত্রপা মজুমদার সহ আরো অনেকে.


"৯ এপ্রিল" ট্রেলার রিয়্যাকশন:


ট্রেলারের শুরুতেই ভয়ংকর একটি মুহুর্তে চোখ আটকে যায়। দেখা যায় একটি নারীর লাশ টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। পায়ে নখপলিশ দেয়া একজন নারী! আর এর পরের দৃশ্যে দেখা যায় গোসলে মগ্ন মাহের। লাশ টেনে নিয়ে যাওয়া ও গোসলের দৃশ্য দেখে বুঝা যায় মাহেরই ভয়ংকর কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন। যিনি ক্ষমতাধর পরিবারের একজন সদস্য। বাস্তবে এমন ক্ষমতাওয়ালাদের দাপট, তাদের ক্ষমতার অপব্যবহার আমরা দেখে থাকি। মাহের চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক মেহেরিন হকের ছেলে। ট্রেলারে তার মেয়েদের প্রতি দূর্বলতা দেখতে পাই। মেয়েদের প্রতি তার এই আকর্ষণ পরিবারে গিয়ে আঘাত হানে। আঘাত হানে সংসারে। যেখানে তার স্ত্রী রিনি এমন অনৈতিক সম্পর্কে বাধা হয়ে দাড়ায়। সেটাই কি কাল হয়ে দাড়ায় রিনির? নাকি ঘটনার পেছনেও ঘটনা রয়েছে? 




অনৈতিক গোপন প্রেম, প্রতারণা, অহংকার, ক্ষমতার অপব্যবহার মানুষের হিতাহিত জ্ঞান নষ্ট করে দেয়, আর তখনই ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা! কি এমন সব ভয়ংকর দুর্ঘটনা ঘটে যায় মেহেরিন হক, মাহের, রিনি ও কুহুর জীবনে? কেন নৃশংসভাবে খুন করা হয় একজন নারীকে? কারা দায়ী এই খুনের পেছনে? কেনইবা খুন হতে হলো চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিকের পুত্রবধূকে? 

আর এমন এক নৃশংস খুনের গল্প নিয়ে তৈরি Binge অরিজিনাল ওয়েব সিরিজ "৯ এপ্রিল"। সিরিজটির সবকিছুর উত্তর পেতে অপেক্ষা করতে হবে রিলিজ পর্যন্ত। তবে ট্রেলার আরও একটু ঘোলাটে হলে ভাল হতো। চমকে যাবার মতো আরও কিছু মশলা দরকার ছিলো মনে হয়। তবে সুন্দর ও উপভোগ্য একটি সিরিজ পেতে যাচ্ছি বলা যায়। আর সোহেল মন্ডল এবার বড় পরিসরে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন। তার জন্য সিরিজটির প্রতি আকর্ষণ আরও বেড়ে গেলো। এছাড়া তমা মির্জা ও মম'র চরিত্র বেশ ইন্টারেস্টিং লেগেছে। দেখা যাক কি হয়। 

এটা কিভাবে দেখবেন, এটা দেখতে হলে Subscription করার জন্য
Binge App Install করে দেখতে হবে। 

#Tag:9 April (2022) S01 Complete Binge Originals Web Series WEB-DL – 480P | 720P | 1080P – x264 – 350MB | 950MB | 1.6GB – Download 

👇📥Download This Movie📥👇

Request Movies and Series
Bangla Movie Review Bangla Series
Daud
Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.