Redrum (রেডরাম) Bangla Movie Review Download

🔰যারা আমাদের ছেড়ে চলে যায় তারাই বেঁচে যায় কারণ সময়ের কারাগারে বন্দি থাকতে হয় শুধু "জীবিত মানুষদের".........
📺ওয়েবফিল্মঃRedrum😈
🎞️ডিরেক্টরঃভিকি জাহেদ
🎞️অভিনয়ে: অাফরান নিশো,মেহজাবীন চৌধুরী, মনোজ প্রামানিক,নাদিয়া,আজিজুল হাকিম সহ প্রমুখ
🌹পরিচালক,ট্রেলার আর ফিল্মের নাম দেখেই আগ্রহ জন্মায় দেখার।অনেকেই বলে,আমাদের দেশে ভালো থ্রিলার কাজ হয় না ; হলেও পরিচালক মন ভরাতে পারে না। তাদের চোখ বন্ধ করে ভিকি জাহেদের এই ওয়েব ফ্লিম "Redrum" দেখতে বলবো। শুরুতেই কেন বললাম একটু পরই জানতে পারবেন....
⚠️হালকা_স্পয়লার⚠️
🌼প্লটঃজনপ্রিয় সংঙ্গীতশিল্পী সোহেল খান ও তার স্ত্রী নীলা। এই দম্পতি মা-বাবা হতে চলেছে।রাতে সোহেল নিজের বেডরুমে অস্বাভাবিক ভাবে খুন হোন।বেডরুমে সোহেলের সাথে তার স্ত্রী নীলাও ছিলেন।কিন্তু খুনের সময় নাকি সে কিছুই টের পাইনি।এতো বড় একটা ঘটনা ঘটে গেলো আর সে টেরও পেলো না।স্বাভাবিকভাবে সবার সন্দেহের নজর নীলার ওপর পড়ে!!! এই কেস সল্ভ করতে আসেন সোহেলের বন্ধু রাসেল।রাসেল একজন হিউম্যান লাই ডিটেক্টর অফিসার। নীলাই কি সোহেলের আসল খুনী?নাকি নীলাকে খুনী সাজানো হচ্ছে? এর পেছনে কি কারো গভীর ষড়যন্ত্র থাকতে পারে?
✳️অভিনয়েঃআফরান নিশোর আরেকটা অসাধারণ পার্ফরমেন্স।তার হাটা-চলা,এক্সপ্রেশন সবই দেখার মতো🔥।হিউম্যান লাই ডিটেক্টর চরিত্রটির জন্য সম্ভবত নিশো মোটা হয়েছিলেন।মেহজাবীন চৌধুরীও ভালো ছিল।কিন্তু এবার তার পার্ফরমেন্স কেন জানি খুব একটা মন ভরাতে পারেনি।মনোজ প্রামাণিক তার চরিত্রে যথেষ্ট সাবলীল ছিলো।মনোজের হাসিটা অনেক কিউট।নাদিয়া,আজিজুল হামিম,রাহুল তাদের স্কিনপ্রেজেন্স কম হলেও তারা ভালো করেছে।বাকিরা মোটামুটি।
✅পজিটিভ দিকঃ সাইডঃঅভিনয়,সিনেমাটোগ্রাফি,ক্যামেরার কাজ,ভিউজুয়ালাইজেশন সবই ছিলো চমংকার।থ্রিলার গল্পের স্ক্রিনপ্লে সো ভাবেই আগায় তাই আমার কাছে রানটাইম পার্ফেক্ট লেগেছে।চরিত্রগুলোর ডেভেলপমেন্ট ভালো ছিলো।রাসেল,সোহেল,নীলা,লুবনাদেবর চরিত্রগুলো আপনাকে ভাবাবে!!!
আর সিনের সাথে চরিত্রগুলোর ইমোশনের পরিবর্তনের জিনিসটা চোখে পড়েছে।দুটি টাইমলাইন কে সুন্দর ভাবে ব্যালেন্সড করা হয়েছে।সুন্দরভাবে ডিটেইলসে ইনভেস্টিগেশন দেখানো হয়েছে।চরিত্রের ও গল্পের অবস্থা বুঝাতে বিজিএম গুলো ভলো লেগেছে। "তোমাতে" ট্র্যাকটা দারুণ লেগেছে❤️।
❎নেগেটিভ দিকঃ আমি পাইনি।তবে সংলাপ কখনো অনেক জোরে কখনো আবার অনেক কম শোনা যাচ্ছিলো।এমন টি কি শুধু আমার সাথেই হয়েছে?
🎯পরিশেষেঃআমার কাছে ভালো লেগেছে।যথেষ্ট থ্রিল আর টুইস্ট ফিল্মের শেষ পর্যন্ত পাবেন,বোরিং হওয়ার সুযোগ নেই।খেয়াল করলে বুঝতে পারবেন,রেডরামের কিছু ইলিমেন্ট পূর্ণজন্মের সাথে মিলে যায়।মি.টুইস্ট নামটি ভিকি জাহেদের সাথে যায়🔥......
⛔পার্সোনাল রেটিংঃ৮/১০
যারা আমার মতো থ্রিলার কাজ পছন্দ করেন তারা দেখতে পারেন🥰।
★ চরকি বাংলাদেশের নেটফ্লিক্স হতে চলেছে।তারা যেভাবে নিয়মিত আর সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশের সফল ওটিটির জায়গা দখল করে নেবে।