NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

ম্যাক অ্যাড্রেস কি (What is Mac Address) এবং এটা কিভাবে বের করতে হয়।

Mac address কি What is Mac Address

 আজকে আমরা  আলোচনা করবো ম্যাক অ্যাড্রেস কি এবং ম্যাক Address কিভাবে পরিবর্তন করা য়ায়।  


Mac Address:



Mac address :Mac Address হল কম্পিউটারের IMEI নম্বর। পার্থক্য একটাই মোবাইলের IMEI নম্বরটা পরিবর্তন করা যায় না আর কম্পিউটারের Mac Address পরিবর্তন করা যায়। প্রত্যেকটা পিসির মাদারবোর্ডে LAN Card নামক একটি ডিভাইস থাকে। আগের পুরনো পিসিগুলোতে এটি আলাদাভাবে লাগাতে হত কিন্তু বর্তমান পিসিতে এগুলো মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। ফলে ইউজারদের সুবিধা হয়। এ  LAN Card এর মাধ্যমে এক পিসির সাথে অন্য পিসির শেয়ারিং এর সংযোগ করানো হয়। ইন্টারনেট চালানো বা নেটওয়ার্কিং এর কাজ করার জন্য LAN Card দরকার হয়। কোন পিসি যখন নেটওয়ার্কে যুক্ত হয় তখন এর LAN Card এর নাম্বারটা নেটওয়ার্কে চলে যায়। এ নাম্বারটা পাওয়ার পর পিসিটা LAN Card এর উপযুক্ত হয়।

এই ম্যাক অ্যড্রেসটি সাধারণত হেক্সাডেসিম্যাল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় । যেমন F5449CA42A69,  এবং  এই অ্যাড্রেসটি 48 Bit এর হয়। এখানে 12 টি ডিজিট থাকে। এই 48 Bit অ্যাড্রেটিকে আবার দুইটি অংশে বিভক্ত করা হয় ।  প্রথম যেমন আপনি ব্রডব্যান্ড কানেকশন নিয়ে ইন্টারনেট চালাচ্ছেন। যার কাছ থেকে আপনি সংযোগ নিয়েছেন তাদের কাছে আপনার এ LAN Card এর নাম্বারটা চলে যায় যেমনটা যায় মোবাইলের IMEI নাম্বার। অনেক ক্যাবল অপারেটর আছে আপনার এই সংযোগের সাথে LAN Card এর নাম্বারটা যুক্ত করে দেয়। ফলে আপনি অন্য পিসি থেকে ঐ কানেকশন দিয়ে ইন্টারনেট চালাতে পারবেন না, IP নাম্বার পরিবর্তন করে দিলেও কাজ হবে না। একে বলে Mac Address Assign করা। এ ক্ষেত্রে আপনি ইন্টারনেট চালাতে চায়লে আপনার প্রয়োজন হবে পিসি’র LAN Card এর নাম্বারটা পরিবর্তন করা। তার জন্য আগে দেখতে হবে আপনার পিসি’র Mac Address টা কি যেটা আপনার ইন্টারনেট কোম্পানি Assign করে দিয়েছে। আমরা মডেম দিয়ে যে ইন্টারনেট ব্যবহার করি সেখানে Mac Address Assign করা হয়না। Mac Address Assign করা হয় শুধু ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে। বলা হয়  OUI (Organizationally Unique Identifier)এবং পরের অংকে বলা হয় UAA( Universally Administered Address) । 




ম্যাক অ্যাড্রেস বের করা নিয়ম । উইনডোস অপারেটিং সিস্টেম এর জন্য প্রথমে আমারা  keyboard থেকে  (Win + R ) Press করলে RUN নামের একটা Window Open হবে । 




Addresএর পর টাইপ করি cmd এবার Enter Press করি । এবার কমান্ড প্রম্পট উইন্ডো ওপেন হবে এখানে টাইপ করি ipconfig/all এখান থেকে আমারা দেখতে পাব Physical Address এই Physical Address কে বালা হয় MAC Address

Request Movies and Series
Uncatorized
Daud
Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.