NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পর্ব ০2, Question

 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পর্ব ০2

১. কম্পিউটার ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রেগ্রাম যা কম্পিউটার কার্যক্রমের জন্য ক্ষতিকর। কম্পিউটার Virus হলোঃ Aids, Bye Bye, Bad boy, Cinderella, I love you, CIH ইত্যাদি।

২. Antivirus কম্পিউটার ভাইরাস শনাক্ত করে এবং প্রতিরোধ করে। বর্তমানে জনপ্রিয় কযেকটি Antivirus এর নাম হলোঃ Avast, Avira, Kaspersky, Symantec, Norton, AVG, McAFee, Bitdefender, ESET NOD, PC Tools ইত্যাদি।

৩. সংখ্যা পদ্ধতিকে চারভাগে ভাগ করা যায়। যেমনঃ দশমিক সংখ্যা পদ্ধতি (দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে - ১০) , বাইনারী সংখ্যা পদ্ধতি (বাইনারী সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে - ২), অক্টাল সংখ্যা পদ্ধতি (অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে - ৮), হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি (হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে - ১৬)।

৪. বিশ্বের সর্বপ্রথম 5G মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে - দক্ষিণ কোরিযার এসকে টেলিকম ২০১৯ সালের ০৩ এপ্রিল।

৫. ই-মেইল CC -এর অর্থ হলো - Carbon Copy এবং BCC হলো - Blind Carbon Copy ।

৬. প্রোগ্রামিং ভাষাঃ

a) নিম্নস্তরের ভাষা - Machine Language, Assembly Language.

b) মধ্যম স্তরের ভাষা - Forth, Dbase, World Star.

c) উচ্চস্তরের ভাষা - Fortran Basic, Pascal, Cobol, C++, Visual Basic, Java, Oracal, Python.

d) অতি উচ্চস্তরের ভাষা- SQL, Oracal.

চ) স্বাভাবিক ভাষা- Human Language.

৭. সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল বা প্রোগ্রামের ভুলকে বলে - বাগ(Bug) এবং প্রোগ্রামিং এর ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে - ডিবাগিং (Debugging) বলে।

৮. Backup প্রোগ্রাম বলতে বুঝায় - নির্ধারিত ফাইল কপি করা।

৯. কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ। আবিষ্কার করেন - হাওয়ার্ড এইকিন।

১০. ট্রানজিস্টার আবিষ্কৃত হয় - যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ১৯৪৮ সালে। আবিষ্কার করেন - জন বারডিন, উইলিয়াম বি শকলে, ওয়াল্টার ব্রাটেইন।


Request Movies and Series
Uncatorized
Daud
Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.