Bioscope Series 'বাইশে ২১' (পাওয়ার্ড বাই বেঙ্গল মিট) এর 'ফাউন্টেন পেন' শর্টফিল্মে Ott Platform আসিতেছে

অসংখ্য কালজয়ী চরিত্রের রূপকার আবুল হায়াত! বাংলাদেশের কিংবদন্তি একজন অভিনেতা। এই বয়সেও নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে নাট্য অঙ্গনে। অবশ্য তাঁর শত শত চরিত্রের মধ্যে আমার কাছে সবচেয়ে উজ্জল চরিত্র হচ্ছে ইকরামুল সাহেব। মিশু, মিথিলা, সিমুর বাবা! সুমনের ভাই, ইফতির দুলাভাই।
হাউস ফুলের এই চরিত্রটা কখনোই ভুলবো না।
অনেক নাট্যকার তাকে কেন্দ্র করে গল্প ভাবছে। রিয়াদ তালুকদার, বান্নাহ'র শর্টফিল্ম সিরিজ 'বাইশে ২১' (পাওয়ার্ড বাই বেঙ্গল মিট) এর 'ফাউন্টেন পেন' শর্টফিল্মে আবুল হায়াতকে নিয়েছে প্রধান চরিত্রে। প্রেমের গল্পের বাইরে ভিন্নধর্মী গল্পে দর্শকের আগ্রহ লক্ষ্য করা যায়। তাই এটি নিয়ে খুবই আশাবাদী।
আলফা-আই এর ব্যানারে শাহরিয়ার শাকিলের প্রযোজনায় সিরিজটি নির্মিত হয়েছে। 'ফাউন্টেন পেন' শর্টফিল্মটি ঈদের দিন রাত ১১:০০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে। পরবর্তীতে পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।