ঈদে Mehazabien Chowdhury এর যে নাটক গুলো আসিতেছে ২০২২

ঈদ এবং Mehazabien Chowdhury❤🔥
এবার ঈদে মেহজাবীন চৌধুরী আসছে অনেকগুলো ভিন্নধর্মী কাজ নিয়ে। এখন পর্যন্ত ৭ টা নাটকের ট্রেলার/টিজার প্রকাশিত হয়েছে। ট্রেলার দেখে কাজগুলো দেখার প্রত্যাশা আরো বেড়েছে। সবগুলোতে একটু ভিন্নধর্মী ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছেন। আশা করা যাচ্ছে ঈদে মানসম্পন্ন কাজ উপহার দিবেন এই অভিনেত্রী।
▪️ঘুণ
সহশিল্পী- খায়রুল বাসার।
পরিচালনায়- ভিকি জাহেদ।
এটার ট্রেলার বেশ প্রশংসনীয় ছিলো। ভালোবাসা, অবিশ্বাস, দ্বিধা-দ্বন্দ সবকিছুর সংমিশ্রণে একটি থ্রিলার গল্প। এটায় মেহজাবীনের এক্সপ্রেশন ছিলো দারুণ। ক্রিটিকাল একটা ক্যারেক্টার তার ট্রেলারে কিছুটা বোঝা গেলো।
ট্রেলার- https://fb.watch/cCsEELea3r/
▪️চম্পা হাউজ
সহশিল্পী- আফরান নিশো।
পরিচালনায়- ভিকি জাহেদ।
হরর জনরার কাজ। প্রথমবারের মতো তথাকথিত ভূতের চরিত্রে মেহজাবীন। এই চরিত্রও তার প্রথমবার করা। ট্রেলারটা বেশ ভালো ছিলো।
ট্রেলার- https://fb.watch/cCszGh2j5H/
▪️হেল্প মি
সহশিল্পী- আফরান নিশো।
পরিচালনায়- কাজল আরেফিন অমি।
ঈদের সবগুলো ট্রেলারের মধ্যে আরেকটি ডিফারেন্ট ট্রেলার "হেল্প মি"। একটি হোটেলে ঘটে যাওয়া কিছু গল্প। একটু থ্রিলের মিশ্রণ। তবে ট্রেলারে দেখা মেলেনি কোনো বাংলা সংলাপের। পুরো ট্রেলার জুড়ে ছিলো ইংরেজি সংলাপ। আরো একটি মূখ্য চরিত্রে কাজী আসিফ।
ট্রেলার- https://fb.watch/cCswzrQZDM/
▪️লাভ ভার্সেস ক্রাশ (সিজন 2)
সহশিল্পী- ফারহান আহমেদ জোভান।
পরিচালনায়- প্রবীর রায় চৌধুরী।
এই ত্রয়ীর কাজের দেখা বছরে ১/২ টা হলেও কাজটির জন্য অপেক্ষা সবার। প্রথম দফার টিজার প্রকাশিত মাত্র। এতেই সাড়া ফেলেছে সর্বত্র। লাভ ভার্সেস ক্রাশ এর সিকুয়েল নিয়ে আসছেন তারা। নতুন কোনো গল্পে নতুন করে সূচনায়। মেহজাবীন, জোভানের কিউট লুক সাথে জোশ লোকেশন।
টিজার- https://fb.watch/cCsCaAxJfq/
▪️প্রশ্রয়
সহশিল্পী- ফারহান আহমেদ জোভান।
পরিচালনায়- রাফাত মজুমদার রিংকু।
ট্রেলার দেখে যতটুকু বোঝা গেলো পারিবারিক কোনো গল্প। সাধারণের মাঝে অসাধারণ কিছু। সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি করে ট্রেলারটা সাজিয়েছেন। আশা করা যাচ্ছে কাজটা ভালো হবে।
ট্রেলার- https://www.facebook.com/RafatRinku/videos/324827429739329/?app=fbl
▪️ম্যাটিনি শো
সহশিল্পী- আফরান নিশো।
পরিচালনায়- নঈম ইমতিয়াজ নিয়ামুল।
বিশেষ কোনো রোগে আক্রান্ত মেহজাবীন। ছোট খাটো জিনিস চুরি করার অভ্যাস। এরকম কোনো চরিত্রকে ঘিরে পুরো গল্পটা সাজিয়েছেন নির্মাতা। সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার প্রত্যাবর্তন। ট্রেলার দেখে বেশ ভালো লাগলো। কাজটার জন্য আশাবাদী।
ট্রেলার- https://www.facebook.com/channelitv/videos/3021011514820903/?app=fbl
▪️মিস্টার অভিনেতা
সহশিল্পী- জিয়াউল ফারুক অপূর্ব।
পরিচালনায়- রুবেল হাসান।
কমেডি ঘরনার কাজ। বেশ কিছু মজার সংলাপ ও কাহিনী দেখা যাবে এই নাটকে। মেহজাবীন-অপূর্ব জুটিকে এবার দেখা যাবে রুবেল হাসানের এই হাস্যরসের গল্পে।
ট্রেলার- https://fb.watch/cCsSKr5dNe/
এছাড়াও অনন্য ইমন এর "গ্রেট গার্লফ্রেন্ড" রুবেল হাসানের "টু বাই টু লাভ", মহিদুল মহিমের পরিচালনায় রোমান্টিক নাটক "উড়ো প্রেম", শিহাব শাহীনের পরিচালনায় পারিবারিক ও সামাজিক গল্প "মিম্মি", ইমরাউল রাফাত এর পরিচালনায় ওয়েব ফিল্ম "ফ্রিল্যান্সার নাদিয়া"। জানা গেছে ভিকি জাহেদ এর পরিচালনায় "শেষ দেখা" নামক একটি কাজ আসছে এবারের ঈদে❤️।