পেট কাটা ষ (Pett Kata Shaw) Episode -03(Loke Bole) Review Download & Watch Online

কতই না কুসংস্কার আমরা প্রতিনিয়ত শুনি, তো সেই সব কুসংস্কারের সৃষ্টি কোন গ্রাম থেকে!
পেট কাটা "ষ' তৃতীয় গল্প (২০২২)
#নো_স্পয়লার
আমাদের জীবন কুসংস্কারে ভরা। উঠতে বসতে আমরা কুসংস্কার নিয়ে কথা বলি। তো এই কুসংস্কারের সৃষ্টি কোন গ্রাম থেকে আর কিভাবে! তা জানতে হলে দেখতে হবে "ষ' অ্যান্থোলজি সিরিজের তৃতীয় গল্প ""লোকে বলে''। এই পর্ব টা আমাদের প্রতিনিয়ত কুসংস্কারের কথা মনে করে দিয়েছে। এই রিভিউ লেখার সময়ও সেই কুসংস্কার গুলো নিয়ে খেলছি।
এই পর্ব আমার বেশ ভালো লেগেছে। এর পুরো ক্রেডিট পরিচালক নুহাশ হুমায়ূনের। গল্প বলার স্টাইল বেশ মুগ্ধ করেছে। একদম শুরু হয়েছে আমাদের ছোট নদি কবিতা দিয়ে। আর তারপর থেকে শুরু হয় একের পর এক কুসংস্কারের সৃষ্টির ইতিহাস। আর এসব কুসংস্কারের সম্মুখীন কিনা আমরা প্রতিনিয়ত হচ্ছি। যেমন রাতের বেলা চুল খুলে বাহিরে যেতে নেই, ফলের বীজ খেলে পেটের ভিতর গাছ হয়, কোনো কিছু খাইলে দু'বার খেতে হয় তা না হলে পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম আরও বেশ কিছু কুসংস্কার তুলে ধরা হয়েছে। এক কথায় দারুণ ছিল।
সত্যি বলতে কাউকে চিনি না। কখনো দেখেছি কিনা সেইটাও মনে পড়ছে না। তবে সবার অভিনয় বেশ ভালো ছিল। বিশেষ করে দুই ন্যারেটর খুব সুন্দর ভাবে গল্প বিশ্লেষণ করেছে। গল্প বলার ভঙ্গি দারুণ। এইবার দুই এক জায়গায় ভয় লেগেছে। এর কারণ মারাত্মক বিজিএম। বিজিএম খুব ভালো ছিল। গ্রাম অঞ্চলে পুতুল নাচ আগে খুব ঐতিহ্যবাহী ছিল যা এখন বিলুপ্ত প্রায়। আর এই পুতুল নাচের মাধ্যমে প্রতিটি কুসংস্কার তুলে ধরা হয়েছে ব্যাপার টা দারুণ ছিল।
আমার কাছে এই পর্ব একের ভিতর অনেক। সাসপেন্স ছিল সাথে থ্রিলও ছিল। সবকিছু মিলিয়ে গল্পটার উপস্থাপন দারুণ ছিল। সাথে কুসংস্কারের গ্রামের সাথে পরিচিত হয়ে অনেক গুলো কুসংস্কারের মুখোমুখি হয়েছি মাত্র ২৪ মিনিটে। যাইহোক এই নুহাশ হুমায়ূন অনেক এগিয়ে যাবে এইটা নিশ্চিত। সবকিছু মিলিয়ে দারুণ তাই আর দেরি কিসের দ্রুত দেখে ফেলুন চরকিতে।
#হ্যাপি_ওয়াচিং🖤
The Runtime may vary depending on Release Type
Disclaimer : – All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW. If You thik something is VIOLATING the LAW, Please Notify US via Mail :daudtechcopyright@gmail.com
So That It Can Be Removed.