তোর কারণে বেঁচে আছি -Shakib Khan Movie ( Tor Karone Bache Asi) Bangla Movie Review Download

হালকা স্পয়লার🤗
✳️ছায়াছবি:তোর কারণে বেঁচে আছি
✳️জনরা:রোমান্স,ড্রামা,কমেডি,ট্রাজেডি,অ্যাকশন💥
⭕অনেক সুন্দর একটা মুভি।সালমান খান এর তেরে নাম দেখে থাকলে এই মুভিটিও আপনার জন্য মাস্টওয়াচ।তেরে নাম শুধুমাত্র সেথুর রিমেক ছিল কিন্তু এই মুভিতে রয়েছে একের ভিতর একাধিক।
তেরে নাম,চিরদিনই তুমি যে আমার,ভালোবাসা ভালোবাসা সহ একাধিক মুভির মিশেলে নির্মিত হয়েছে।একটা মুভি হুবুহু কপি বা রিমেক করা সহজ কিন্তু কয়েকটা মুভিকে জোড়াতালি দিয়ে একটা সফল মুভি তৈরি করা অনেক বেশি চ্যালেঞ্জিং।সেই সাথে একই মুভিতে কয়েকটা চরিত্র প্লে করা আরো বেশি হার্ডকোর মনে হয় আমার কাছে।যেটা শাকিব খান অনেক বছর আগেই করে দেখিয়েছে।যারা শাকিব খান এর অভিনয় প্রতিভা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা এই মুভিটি দেখতে পারেন।দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন টাইপ অডিয়েন্সদের জন্য এই মুভিটি একটা শিক্ষা।
আমি সাধারণত কোন মুভি দেখে কাঁদিনা তবে এই মুভির একটা সিনে অপুর চাচার পোষা গোন্ডারা শাকিবকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছিলো তখন থেকেই আমার চোখ ছলছল।তারপর অপু কান্নাচোখে দৌঁড়ে এসে যখন শাকিবকে জড়িয়ে ধরে বলছিল-
"আকাশ আমি তোমার।আমি শুধুই তোমার।আমাকে শক্ত করে জড়িয়ে ধরো...।"
এই ডায়লগটা এত ইমোশনাল ছিল যে কখন চোখ বেয়ে পানি এসেছিল আমি নিজেও টের পাইনি।
অনেকসময় আমার মনে হয়েছে শাকিব কোন কোন জায়গায় সালমান খানের চেয়ে ভালো অভিনয় করে ফেলেছে নিজের অজান্তে।আবার চিরদিনই তুমি যে আমার মুভির নায়ক রাহুলের চেয়ে আরো বেশি ভালো করেছে অর্থাৎ তাকে ছাপিয়ে গিয়েছে।যদি ওসব না দেখে এই মুভিটা আগে দেখতাম তাহলে ভালো লাগাটা আরো বেশি হতো।জুরি বোর্ড দুর্নীতি করে শাকিবকে এই মুভির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেননি সেটা তাদের ব্যর্থতা।শাকিবের এসব পুরস্কার লাগেনা কারণ শাকিব নিজেই একটা পুরস্কার।
এছাড়া ভালোবাসা ভালোবাসা মুভির হিরণ-শ্রাবন্তীর নস্টালজিয়া গান হালকা হালকা এই একটু মেলামেশা গানটা প্রেম প্রেম প্রেম এসেছে গোপনে নামে হুবুহু নকল করা হয়েছিল।শাকিব-অপু এত বেশি ভালো করেছে এই গানে যেটা আমি আপাতত লিখে প্রকাশ করতে পারছি না।বিশ্বাস না হলে দুইটা গানের ব্রীজের উপর নাচের সিনটা ইউটিউব থেকে দেখে নিয়েন নিজেরাই উত্তর পেয়ে যাবেন।
এসব মুভি কারা দেখে কমেন্ট করা পাবলিকদের বলতে চাই আমি মুভিটি ইচ্ছাকৃত দেখিনি।কোন ইদের সময় টিভিতে চোখ পড়ে গিয়েছিল।তখন বয়স কম ছিল।কিন্তু আমি যদি এই মুভিটি না দেখতাম বিলিভ মি অনেক কিছু মিস করে ফেলতাম।ভাগ্যিস দেখেছিলাম ভুল করে।
কিছু মুভির রেটিং হয়না।এটাও তেমন একটা অসম্ভব ভালো লাগার মুভি।আমি সাধারণত রেটিং দিতে পছন্দ করিনা কারণ রেটিং দিয়ে এই মুভিটিকে ছোট করতে চাইনা।রেটিং মানেই মুভিটিকে আমি একটা ছকে বেঁধে ফেললাম।তারপর দিচ্ছি আজ-
পার্সোনাল রেটিং- ৯.৫/১০।🤗