NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

Agamikal (2022) Bangla Full Movie HDRip-1080P | 720P | 480P Download

 

আগামীকাল ফুল মুভি ডাউনলোড -Agamikal (2022) Bangla Full Movie HDRip-1080P | 720P | 480P Download 

অভিনয় করেছেন ইমন, মম


এই সিনেমায় অভিনয় করছেন মম, ইমন, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, আশীষ খন্দকার, সাবেরী আলম, তারিক স্বপন, টুটুল চৌধুরী প্রমুখ। সিনেমাটির আবহ সংগীত করেছেন ইমন সাহা। এতে গান থাকছে চারটি। একটি রবীন্দ্রসংগীত। সংগীত পরিচালনা করেন প্রয়াত পৃথ্বিরাজ। সদ্য প্রয়াত অভিনয়শিল্পী এস এম মহসিন এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন এবারের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ১২১টি দেশের ৬০০ চলচ্চিত্র, তার মধ্যে মাসুদ মঞ্চ প্রযোজিত ও অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্রটি সমাপনীর দিন প্রদর্শিত হবে।  


Writer  Anjan Aich 

 Stars  Suchona Azad  Tutul Chowdhury  Mamnun Hasan Emon  

বড় পর্দায় ফিরছেন ইমন-মম জুটি!


তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ -এর ১৫ বছর পর আবারও একসঙ্গে প্রেক্ষাগৃহে ফিরছেন এই দুজন। দেশের এই দুই জনপ্রিয় মুখ 'আগামীকাল' সিনেমার মাধ্যমে আবারও চলচ্চিত্র অঙ্গন রাঙাবেন। দারুচিনি দ্বীপের পর ইমন-মম একসাথে কোনো চলচ্চিত্রে অভিনয় করার অভিজ্ঞতা নেই। তবে দুজনের ক্যারিয়ার পরিপূর্ণ দারুণ অভিজ্ঞতায়। তাই দর্শক হিসেবে আমরা ভরসা রাখতেই পারি তাদের উপর। জন্যপ্রিয় নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন আইচ পরিচালিত 'আগামীকাল' সিনেমাটি সারাদেশে একযোগে মুক্তি পাচ্ছে ৩রা  জুন। ইমন-মম ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।


মামনুন হাসান ইমন তার ক্যারিয়ারের শুরুর দিকে বাংলালিকের মডেল হয়ে বেশ জনপ্রিয়  হয়েছিলেন। সুদর্শন ইমন সেই বছরই মেরিল-প্রথম আলো সেরা মডেলের পুরস্কার জিতেন। ইশতিয়াক আহমেদ রুমেলের 'ভালুককে শুভেচ্ছা টুনটুনি' নাটক দিয়ে প্রথম অভিনয় শুরু করেন ইমন। এরপর একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত হবার আগেই ডাক পান চলচ্চিত্রে। এবং সেইখানেই এই অভিনেতা থিতু হন। ইমনের ক্যারিয়ারে দারুচিনি দ্বীপ, গহীনে শব্দ, লাল টিপ, পদ্ম পাতার জলের মত প্রশংসিত চলচ্চিত্র যেমন রয়েছে, ঠিক 'এক বুক ভালোবাসা' -এর মতো হিট বাণিজ্যিক চলচ্চিত্রও রয়েছে।  ইমনের সিনেমা 'পরবাসিনী' কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়। স্বাভাবিকভাবেই ইমন তার আপকামিং সিনেমা নিয়ে বেশ আশাবাদী। 

ইমন সিনেমা প্রসঙ্গে বলেন, “পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা ‘আগামীকাল’। এই সিনেমায় আমি চিত্রনায়ক ইমন নয়, অভিনেতা ইমন হিসেবে হাজির হচ্ছি। গল্পের চরিত্রের হয়েই অভিনয় করেছি। আশা করি সবার সিনেমাটি ভালো লাগবে।”


সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমায় ইমনের পাশাপাশি জাকিয়া বারী মম'কে নিয়ে পার্সোনালি আমি বেশ আশাবাদী। মম'কে আমার পরিপূর্ণ একজন অভিনেত্রী মনে হয়। একটি চরিত্রের সাথে শতভাগ মিশে যাওয়ার অদ্ভুত গুণ রয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর। ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন ছবিতে অভিনয় করে মেরিল-প্রথম আলো পুরস্কারের দর্শক জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন মম। তবে মম চমক দেখিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো সম্মান নিজের করে নেন! এটা উঠতি একজন অভিনেত্রীর জন্য নিঃসন্দেহে বড় অর্জন। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভের ফলে হুমায়ূন আহমেদ রচিত ও তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এবং জরি চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নেন। ফলাফল শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মম অরুণ চৌধুরীর 'আলতাবানু' সিনেমায়ও দারুণ প্রশংসিত হয়।


সবমিলিয়ে, অঞ্জন আইচ এর 'আগামীকাল' নিয়ে খুব আশাবাদী। দীর্ঘ ১৫ বছর পর ইমন-মম জুটির রসায়ন কেমন জমে সেটা দেখার অপেক্ষায়। আশা করি ইমন-মম আমাদের আশার উনুনে ঝলমলে আলো জ্বালাবেন। আপাতত অপেক্ষায় সিনেমা মুক্তির। শুভ কামনা রইলো ইমন-মম জুটির জন্য।

Agamikal (আগামীকাল) is an upcoming Bangladeshi film. The film is directed by Anjan Aich and produced by MASUD MANCHO INTERNATIONAL. it features Zakia Bari Ma...


Download Now Movie 







Request Movies and Series
Bangladeshi Movies
Daud
Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.