NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

Attack on Titan (2022) English Series বাংলা রিভিউ ডাউনলোড

 সিরিজ এবং বাংলা সাবটাইটেল নিয়ে নিজের মতামত

🎬Series: Attack on Titan

🎭Genre: Animation, Action, Adventure

🎐 Studio: 

Wit Studio (1–59)

MAPPA (60–)

Season:1-4 (Part 1 and 2)

Episodes: 87

IMDb:9.0

PR: 9.6

No Spoiler



🎁Plot: প্লট হলো এই দুনিয়ায় মানুষ সহ টাইটান ও এক্সিট করে। কিন্তু টাইটান কী আসলে? এরা মানুষের মতোই দেখতে। তবে এরা মানুষ খায়। মানুষের থেকে অনেক বড়। এদের কোনো বুদ্ধি নেই। কিন্তু এরা মানুষ দেখতে পেলেই কোনো কিছু না ভেবে তাদের ধরে খেতে লাগে। এভাবে মানুষ প্রায় বিলুপ্তির দিকে চলে আসে। কিন্তু একসময় তারা তিনটি বড় বড় ওয়াল বানায়। নামগুলো যথাক্রমে ওয়াল মারিয়া, ওয়াল রোজ এবং ওয়াল সিনা। এভাবে টাইটান ভিতরে আসতে পারে না। ১০০ বছর এভাবে শান্তিতেই চলে মানবজীবন। কিন্তু হঠাত করেই দুইটি হাইব্রিড টাইটান ওয়াল মারিয়া ভেঙে দেয়। সব টাইটান ভিতরে আসতে শুরু করে। মানবজাতি কী বাচতে পারবে? জানতে হলে দেখতে হবে এই চমতকার সিরিজটি। 


🎧 Review: আমার জন্য এই শো একটি স্বপ্নের মতো। প্রত্যেকটা ক্যারেক্টার মন ছুয়ে যায়। একটি বেস্ট শো। এনিমেশন দারুণ। কোনো কিছুকেই যেন টেনে টুনে করা হয়নি। যেটি কাহিনীতে লাগবে সেটিই দেখনো হয়েছে। এ্যাকশন তো ওয়াও। সেই লেভেলের তবে যারা সিজন ১ দেখবেন তারা এন্ডিং কীরকম হবে তা কিছুটা ভাবতে পারবেন। তবে তা সঠিক নয়। কী হবে তা অন্তত সিজন ৩ তে না গেলে ভাবতেই পারবেন না। আমি যখন সিজন ১ দেখি তখন আমার সবকিছু অনেক ভালো লাগছিল। কিন্তু আমি ভাবিনি যে এটা কেবল একটা শুরু। সিজন ৪ তো আরো ভালো। একেকটা এপিসোড সেই। একজনের নতুন রুপ দেখবেন সেখানে। প্রত্যেকটির ইনট্রো এবং এপিসোডগুলোর ব্যাকগ্রাউন্ড মিউসিক অসাধারণ। তবে প্র্রিয় দুটি গান: Red Swan এবং  Zero Eclipse.


আমি আসলে মনে করেছিলাম যে এই শো হয়তো শেষ হয়ে গেছে। তাই দেখতে লেগেছিলাম। কিন্তু পরে দেখলাম যে এর পার্ট ৩ ও আসা বাকি। কিন্তু আমি ততদিনে সিজন১ দেখে ফেলছিলাম। কিন্তু আমি বলব আমি কোনো ভুল করিনি। মাথা নষ্ট করা সিরিজ একটা। হাজিমে ইসামায়া আসলেই সেই লেভেলের রাইটার। সিজন ৩ তে সমস্ত কাহিনী অন্যদিকে মোড় নেয়। কিন্তু কীভাবে? এজন্য এটি দেখতে হবে অবশ্যই।  ওই বছরে সিজন 4 পার্ট 3 আসবে।


অনেকেই বলবেন যে এটি তো ইংরেজিতে আছে। তার জন্য কোনো চিন্তা নেই। প্রত্যেকটা এপিসোডের বাংলা সাব আছে।


সিজন ১ এবং ২ এর বাংলা সাব করেছেন- মোহাম্মদ ইউসুফ।


সিজন ৩ এর সাব করেছেন- মোহাম্মদ ইউসুফ এবং মুমতাহিন জেনিফার ( এপিসোড ৫০ এবং ৫১)


সিজন ৪ (পারট ১ এবং ২) এর বাংলা সাব করেছেন- এনিমে ফ্রিকস


সবাইকে অসংখ্য ধন্যবাদ এর বাংলা সাব করার অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সিরিজ কোনোদিন এতো মানসম্মত  বাংলা সাব ছাড়া দেখার ভাগ্য হতো না।

Request Movies and Series
Bengali WEB-DL
Daud
Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.