ও আমার বোন না( O Amar Bon Na) Bangla Natok Download Review & Watch Online

নাটকঃ ও আমার বোন না
পরিচালনাঃ মাবরুর রশিদ বান্নাহ
অভিনয়ঃ ফারহান আহমেদ জোভান, অনামিকা ঐশি, সাবেরি আলম সহ আরও অনেকে
"সম্পর্কটা যে ভিষণ দামী, মায়ের পরেই তোকে মানি, তুই যে আমার আদরেরই বোন"
আসলে বান্নাহর বাস্তব ধর্মী নির্মানের জন্যই তাকে ভালো লাগে, পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্কগুলোর একটি হলো ভাই বোনের সম্পর্ক। "ও আমার বোন না" নাটকের গল্পটা আমাদের দেশে অথবা আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার প্রতিচ্ছবি, যেসব ঘটনা আমরা প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাসি তামাসা বা ট্রল করে উড়িয়ে দেই। কিন্তু আমাদের এই হাসি তামাসার ফাকে যে অন্য কারও জীবন ধংশ হয়ে যাচ্ছে সেই খবর কি আমরা রাখি?? আমাদের দেশেও প্রয়াই কিছু ভিডিও ভাইরাল হয় তারা ভূল করে কিন্তু মানুষ হিসেবে আমাদের উচিত সেই ভূলটা সংশোধন করে দেওয়া কিন্তু আমরা সেটা না করে আমরা এটাকে ছড়িয়ে দেই যার কারনে বেশিরভাগ সময়ই তারা আত্মহত্যা করতে বাধ্য হয় যেটা কোনোভাবেই কাম্য নয়। বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, দ্বায়িত্ব বোধ দুজনের খুনসুটি স্ক্রিনে দেখতে ভালোই লাগছিলো।
যেহুতু গল্পটা বাস্তব ধর্মী সেহুতু মূল গল্পটা পরিচিত, পরিচিত গল্পের সুন্দর উপস্থাপনায় কাজটা দারুন লাগলো, আর বান্নাহ এই কাজে ভালোই পটু। কিছু সংলাপ হৃদয়ে দাগ কাটবে নাটকটি দেখতে দেখতে একসময় অনুভব করবেন চোখের কোনে হালকা পানি জমেছে। নাটকের সুন্দর মায়াবী ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকটির প্রতি ভালোলাগা বাড়িয়ে তোলে।
নাটকটিতে সবাই চরিত্র অনুযায়ী সাবলীল অভিনয় করেছেন, অনামিকা ঐশি নতুন হিসেবে প্রত্যাশার চেয়েও ভালো অভিনয় করেছে,ঐশিদের এপ্রিশিয়েট করলে ভবিষ্যতে ভালো করবে। জোভান ভিকটিমের বড় ভাইয়ের চরিত্রে দারুন অভিনয় করেছেন চরিত্রের সাথে পুরোপুরি মিশে যাওয়ার চেষ্টা করেছেন সফলও হয়েছেন। সাবেরি আলম মায়ের চরিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন।
দেখুন সরাসরি