পুকুরে ভাসা সংসার (Pukure Vasha Sanshar) Bangla Natok Review Download & Watch Online

নাটকঃ
❝পুকুরে ভাসা সংসার❞
পরিচালনায়ঃ সাগর জাহান
রেটিংঃ ৮/১০
লিংকঃ https://youtu.be/uK3VQkzaO3M
সাগর জাহান নির্মিত "ব্যাঙের ছাতা" নাটকের পর আরেকটি গুণগত কাজ "পুকুরে ভাসা সংসার",, অত্যন্ত সুনিপুণ ভাবে শুরু থেকে সুন্দর একটি প্রেজেন্টেশনে নির্মিত এ নাটকটি,, বাস্তবের এক আভাস নাটকটিতে চিনিয়েছে,,নাটকটি মূলত পশু পাখির প্রতি মানুষের ভালবাসা ও অসহায়ত্বের প্রতিচ্ছবিতে ঘেরা..তাছাড়া পুকুরের সংসারে জোভান-তিশা দম্পতির মিষ্টি ভালবাসা নাটকটির আরেকটি প্রাণ....
পশুপাখির প্রতি ভালবাসা ইসলামের অন্যতম শিক্ষা,,তাদের যত্ন নেয়া আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম ও অনুগ্রহপ্রাপ্তির সোপান,, এটার জায়েজ আছে,, কখনো নিজের স্বার্থ কিংবা আনন্দের জন্য তাদের দূরে ঠেলা দেয়াও ইসলামে নিষেধ...
নাটকের ভিডিও ইডিটিং, বিজিএম, গ্রাম্য লোকেশনে মুগ্ধ...জোভান তিশার অভিনয় ভাল লেগেছে,,কিন্ত গ্রামের পেশা অনুযায়ী তাদের লুক গ্রামের মানুষের মত হলে ভাল লাগতো,,এমনকি জোভানের পোশাক যদি গ্রাম্য চাষী, মাঝিদের মত হতো আরও ভাল হতো...তাছাড়া ওভারঅল নাটকটি বেস্ট....