প্রিয় তিন অভিনেতার সেরা তিন সিরিজ নিয়ে আলোচনা-Afran Nisho Download

প্রিয় তিন অভিনেতার সেরা তিন সিরিজ।
★পুণজর্ন্ম সিরিজ
অভিনয়ঃ আফরান নিশো, মেহজাবীন।
পরিচালনাঃ ভিকি জাহেদ।
ভিকি জাহেদের ক্যারিয়ারের সেরা কাজ বলা যায় এবং নিঃসন্দেহে বাংলাদেশের সেরা সিরিজ, থ্রিলার কাকে বলে পুনজর্ন্ম সিরিজে পরিচালক ভালো ভাবেই দেখিয়েছেন। পুণজর্ন্ম ব্যাপক সাড়া পাওয়ার পর দর্শকদের অনুরোধে ভিকি জাহেদ পুণজর্ন্ম ২ নিয়ে আসেন এটা আরো বেশি সাড়া পায়। পুনজর্ন্মতে মেহজাবীন অধিক সময় পেলেও শেষ দিকে নিশোর চমকে নিশো হয়ে উঠেন গল্পের প্রাণ আর দ্বিতীয় পার্ট জুড়েই নিশো শো। সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়, থ্রিলার হিসাবে যা অকল্পনীয়, অভাবনীয়। রাফসান হক চরিত্রে আফরান নিশো হয়ে উঠেন জনপ্রিয় চরিত্র, নিশোর ক্যারিয়ারের সেরা চরিত্র হয়ে থাকবে, শীঘ্রই দর্শকদের তুমুল আগ্রহে আসছে পুণজর্ন্ম ৩
"রাফসান হকের রান্না খারাপ হতে পারেই না"।
★অবুঝ দিনের গল্প সিরিজ।
অভিনয়ঃ অপুর্ব, তানজিন তিশা
পরিচালকঃশিহাব শাহীন।
অনেক জনপ্রিয় একটা সিরিজ, অপুর্ব-তিশা জুটির সেরা কাজ। রোমান্টিক হিসেবে খুব ভালো কাজ বলা যায়, এক প্রেমের গল্প ফুটে উঠেছে সিরিজটিতে, দুই পার্টেই বেশ জনপ্রিয়। কিন্তু সিরিজটি অসম্পুর্ণ রয়ে গেলো এটার পার্ট ৩ আসার কথা থাকলেও আসতেছেনা, দর্শকরা খুব করে চায় পার্ট ৩ আসুক।
বেস্ট ফ্রেন্ড সিরিজ।
অভিনয়ঃ জোভান, মেহজাবীন।
পরিচালনাঃ প্রবীর রয় চৌধুরি।
কমন গল্পের হলেও মোটামুটি ভালো সিরিজ এবং বেশ জনপ্রিয়। নির্মাতার ক্যারিয়ারের সেরা কাজ।
তবে এই সিরিজের পার্ট ৩ নিয়ে দর্শকদের থেকে পরিচালকের আগ্রহ বোধহয় বেশি ছিলো, সিরিজটি সম্পুর্ন হয়েছে। দেখতে পারেন যদিও উপরের দুইটি থেকে পিছিয়ে থাকবে। তবুও দেখা যায়।