বাংলা হাই তিনটি সিনেমা আর রিলিজ হবে না ----Agnipath, Mittupuri, Raj -The New Sultan 2022

ঢালিউড ইন্ডাস্ট্রিতে এই সিনেমাগুলো এক অন্যতম মাত্রা যোগ করতো, কিন্তু আফসোস লাগে এই ছবিগুলোর ভবিষ্যৎ যে অন্ধকার।
📌অপারেশন অগ্নিপথ এই ছবিটার ভবিষ্যৎ নাই?
টিজার রিলিজের পর তুমুল জনপ্রিয়তা ও প্রশংসা পেয়েছিলো৷ ছবির বেশ কিছু শুটিং বাকি রয়েছে প্রায় ৫ বছর হতে চলেছে মাঝখানে যেই শুটিং বন্ধ হয়েছিলো আর শুরু হয়নি।
সম্প্রতি পরিচালক মালেক আফসারি তার ইউটিউবে চ্যানলের একটি ভিডিওতে এই ছবি নিয়ে কথা বললে জানান, এই ছবি আর হবে না কারণ এই ছবির নায়িকা হচ্ছে প্রযোজক আর তিনি এখন সংসার নিয়ে আছেন আর সিনেমার দিকে আসবেন না। মালেক আফসারি নিজে স্বত্ত কিনতে চাইছিলেন কিন্তু কিনেও লাভ হবে না কারণ নায়িকাতো আর অভিনয় করবে না। তাই এ ছবি আর হবে না বলে জানান তিনি।
এই ছবিটা হতে পারতো বাংলা সিনেমার জন্য এক মাইলফলক।শাকিবিয়ানদের জন্য হতে পারতো আরেকটা ধামাকাদার ছবি।
📌রাজ -দ্য নিউ সুলতান
এটি হতে পারতো বাংলা সিনেমার আরেকটি বিগ ধামাকা। বাপ্পি কে নিয়ে তরুণ পরিচালক সালমান বিন আকরাম ঘোষণা দেন ২০১৭ দিকে এই ছবির। ছবি মহরত হয়েছিলো এবং বাপ্পির লুক নিয়ে কিছু ফটোশট হয়েছিলো এর পরে আর কোনো খবর নেই।
এই ছবির শুটিং বিদেশের লোকেশনে হওয়ার কথা ছিলো এবং বেশ একশন সিকুয়েন্স থাকবে বলে জানা গিয়েছিলো ,কিন্তু সব আশার গুড়েবালি হয়ে গেলো।বাপ্পীর ক্যারিয়ারের একটি ভালো ছবি হতে পারতো ।
📌মৃত্যুপুরী
২০১৬ সালের দিকে এই ছবির একটি টিজার আসাiর সাথে সাথে তুমুল প্রশংসা পায় ।ছবির ৮০% শুটিং অস্ট্রেলিয়াতে হয়েছে, কিন্তু আজ অব্ধি এই ছবির কোনো খবর নেই ।আরেফিন শুভর ক্যারিয়ারের জন্য একটি মাইলফলক হতে পারতো।