NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

Jawan (জাওয়ান) Movie Review Download & Watch Online

Jawan Movie Download

 জাওয়ান কি হলিউড মুভি ডার্কম্যান থেকে অনুপ্রাণিত?

Jawan (2022) Hindi Full Movie HDRip-1080P | 720P | 480P | 4K Download 




শাহরুখ খানের জাওয়ান মুভির টিজার প্রকাশের পর থেকেই আলোচনার তুঙ্গে। ভক্তরা টিজারে তার ব্যান্ডেজ করা এবং ক্ষতবিক্ষত চেহারা দেখে কৌতূহলী হয়েছিলেন, এখন অনেকেই প্রশ্ন তুলেছেন যে এটি 1990 সালের জনপ্রিয় চলচ্চিত্র ডার্কম্যানের সাথে খুব মিল কিনা।

১৯৯০ সালের স্যাম রাইমি পরিচালিত সুপারহিরো ছবিতে, লিয়াম নিসন অ্যান্টিহিরো চরিত্রে অভিনয় করেছিলেন, যাকে জীবন্ত পুড়িয়ে মারার পর মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। তিনি তার বিকৃত চামড়া লুকানোর জন্য নিজেকে ব্যান্ডেজে জড়িয়ে নেন এবং যারা তাকে হত্যা করার চেষ্টা করেছিল তাদের প্রতি প্রতিশোধ নিতে ফিরে আসে। যদিও এখন পর্যন্ত জওয়ানের প্লট সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি। কিন্তু সোশাল নেটওয়ার্ক এ এ নিয়ে আলচনা কিন্তু কম হচ্ছে না!

সুত্রঃ হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, নিউজ ১৮



শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে সাফল্যমণ্ডিত বছর ছিল ২০০৪। ইন্ডিয়ান এয়ারফোর্সের এক অফিসারের সঙ্গে পাকিস্তানী তরুণীর প্রেমের গল্প নিয়ে যশ চোপড়া বানালেন রোমান্টিক ঘরানার সিনেমা 'বীর-জারা'। শিওর-শট সুপারহিট ছিল, রিলিজের পর সেটা সময়কে অতিক্রম করে পরিণত হয়েছে কাল্ট ক্ল্যাসকে। 


ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানীর ফ্লপের পরও সাহস করে আরেকবার প্রযোজনায় নামলেন, সিনেমার নাম 'ম্যায় হুঁ না'। সেনাবাহিনীর অফিসার 'মেজর রাম' হিসেবে শাহরুখ দারুণ মানিয়ে গেলেন, সুস্মিতার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেই বাজিমাত। বক্স অফিসে সেটাও দারুণ ব্যবসাসফল। 


আরেকটা সিনেমা তিনি করেছিলেন সেবছর। সেই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। কিন্তু আজ থেকে একশো বছর পরে শাহরুখকে নিয়ে কেউ কথা বলতে গেলে বীর-জারা বা ম্যায় হুঁ না-র নাম না নিলেও, এই সিনেমাটার নাম নেবে। স্বদেশ। আশুতোশ গোয়াড়িকরের সিনেমা। নিজের সেই সময়কার ইমেজকে ভেঙে শাহরুখ হাজির হয়েছিলেন সিনেমায়। 


বাস্তবে এক মোহন (দাস করমচাঁদ গান্ধী) দেশের জন্য নিজের জীবন-যৌবন উৎসর্গ করে দিয়েছিলেন, আর সিনেমায় মোহন হয়ে শাহরুখ নাসার চাকরি ছেড়ে ছুটে এসেছিলেন নিজের দেশে, দেশের জন্য কিছু করবেন বলে। সেবছর শাহরুখ ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন বীর-জারার জন্য৷ কিন্তু এই পুরস্কারটা তার আসলে পাওয়া উচিত ছিল স্বদেশ সিনেমায় নিজের পারফরম্যান্সের জন্য। 


বক্স অফিসে শাহরুখ গত আট বছর ধরেই ব্যর্থ। ইমতিয়াজ আলী, আনন্দ এল রাইয়ের মতো ডিরেক্টরদের সাথে তিনি উপহার দিয়েছেন ব্যর্থতা। শাহরুখের দিন শেষ- এই কথাটা বলার মানুষের অভাব নেই এখন। সেই শাহরুখ চারটা বছরের বিরতি নিলেন, তারপর ফিরছেন তিন তিনটা 'পারমাণবিক বোমা' নিয়ে৷ যশরাজের সাথে সিনেমা, হিরানীর সাথে সিনেমা, অ্যাটলি কুমারের সিনেমা- তিন ঘরানার তিন প্রডাকশন হাউজ, তিন ধারার পরিচালক, তিন রকমের সিনেমা। এবং সবকিছু ঠিকঠাক থাকলে, তিনটারই ব্লকবাস্টার হওয়া উচিত! এমন কামব্যাকের অপেক্ষাতেই তো শাহরুখের ভক্তরা ছিলেন! 


২০০৪ কি ফিরবে ২০২৩- এ?

❤️❤️❤️


Request Movies and Series
Bangla Movie Review
Daud
Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.