NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

KGF খ্যাত Prashanth Neel এর সকল মুভির আপডেট নিউজ

 শুভ জন্মদিন কেজিএফ ক্ষেত ডিরেক্টর প্রশান্ত নীল 👑



৪ জুন ১৯৮০ সালে ভারতের কর্ণাটকে জন্মগ্রহণ করেন KGF মুভির পরিচালক প্রশান্ত নীল। ২০১৪ সালে তিনি উগ্রাম ছবি দিয়ে তাঁর কর্মযাত্রা শুরু করেন এবং শ্রীমুরালি এতে প্রধান চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি বক্সঅফিসের ভার্ডিক্ট ছিল ব্লকবাস্টার হিট। এরপর প্রশান্ত নীল ৪ বছর পর ২০১৮ সালে মুক্তি দেন KGF : Chapter 1. KGF : Chapter 1 মুক্তি পাবার পর পুরো কন্নড় ইন্ডাস্ট্রই যেন অন্য রকম একটা পরিবেশ তৈরি হয়। রকি চরিত্রে কন্নড়ের অভিনেতা ইয়াশ পুরো ফাঁটিয়ে দিয়েছেন। মাস্টারমেকার প্রশান্ত নীল অতিদ্রুতই KGF : Chapter 2 মুক্তি দিবেন। আশা করি ভালো কিছু অপেক্ষা করছে চ্যাপ্টার ২ এ। অনেক প্রশ্নই জানার বাকি। শুভ কামনা রইলো প্রশান্ত নীল এর জন্য। 


প্রশান্ত নীল এখন পর্যন্ত মাত্র ৩ টা সিনেমা তে কাজ করছেন। তার আসন্ন ২টো সহ সকল মুভির নাম তুলে ধরলাম। 


সিনেমা: উগ্রাম(২০১৪) 

ভার্ডিক্ট: ব্লকবাস্টার


সিনেমা: কেজিএফ (২০১৮)

ভার্ডিক্ট: অলটাইম ব্লকবাস্টার

 

সিনেমা - কেজিএফ চ্যাপ্টার ২ (২০২২)

ফলাফল - ব্লকবাস্টার 


সিনেমা: উগ্রাম ভিরাম (২০১২) কাজ শুরু হবে।


২০২১  গল্প এবং চিত্রনাট্যও লিখেছেন, উগ্রাম 


২০১৫: ফিল্মফেয়ারে সেরা পরিচালক পুরষ্কার পান উগ্রাম সিনেমার জন্য। 


২০১৫: SIIMA (এসআইআইএমএ) সেরা  পরিচালক পুরষ্কার পান উগ্রাম সিনেমার জন্য। 


২০১৮: ফিল্মিবিট পুরষ্কারে সেরা পরিচালক হিসেবে কেজিএফঃ অধ্যায় ১ এর জন্য পুরষ্কার লাভ করেন।


২০১৯: সিটি সিনে পুরষ্কার পান কেজিএফঃ অধ্যায় ১ এর জন্য। 


২০১৯: জি কন্নড় হেম্মেয়া কান্নাডিগা পুরষ্কার লাভ করেন কেজিএফঃ অধ্যায় ১ এর জন্য।

Request Movies and Series
Binodon News
Daud
Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.