কোরবানির ঈদে বিগ বাজেটের তিনটি সিনেমা (Eid Ul Azha Biggest Movie Relase)

Daud
---
কোরবানির ঈদে রিলিজ পাওয়া সিনেমাগুলোর এখন পর্যন্ত পাওয়া হল সংখ্যা 👇
দিন দ্য ডে - ১০৯ টা
সাইকো - ১৮ টা
পরাণ - ১৫ টা
সামনে আরো কিছু বাড়তে পারে 👍
দিন দ্যা ডে ১০০ কোটি বাজেটের সিনেমা বলেই কি ১০৯ টা হল পেল কিনা জানি না কিন্তু পরান যে গল্প সে অনুসারে দিন দ্যা ডে মতো হল পাওয়া উচিত ছিল।সেখানে পরানের সিট হল সাইকোর চেয়ে ও কম।এটা দুঃখজনক।এরকম টা চললে ভাল মানের গল্প গুলা মান হারাবে,দর্শক হারাবে।আর দর্শক নিরাশ হবে টাকা খরচ করে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে।
পরানের জন্য খারাপ লাগছে।এত কম হল পরানের কাম্য নয়।সারা বাংলাদেশের হল পাওয়ার মতো সিনেমা পরান।দেখা যাক পরিশেষে কি হয়।
হলে সিট কম পেলেও পরিশেষে পরানই বেশি প্রশংসিত হবে,সমালোচিত হবে সাইকো,দিন দ্যা ডে চেয়ে।
❤️❤️❤️❤️❤️
Post a Comment
Post a Comment