হাওয়া সিনেমায় নাজিফা তুষি এর কিছু দৃশ্য | Hawa Bangla full movie download

এমনিতেই ‘সাদা সাদা কালা কালা’ গানের জাদুতে মন্ত্রমুগ্ধ আমরা। এর মাঝেই আজ বহুল প্রতীক্ষিত এবং আলোচিত ‘হাওয়া’ সিনেমার অভিনেত্রী নাজিফা তুষি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই সিনেমায় ‘গুলতি’ চরিত্রে তার লুকের বেশ কিছু স্থিরচিত্র। এমনিতেই আটজন দক্ষ এবং শক্তিশালী অভিনেতার সাথে এই সিনেমাতে একটি মাত্র নারী চরিত্রে দেখা যাবে তাকে। তাই সিনেমার গ্ল্যামার এবং আবেদনের জায়গাটিতে একচ্ছত্র আধিপত্য তুষির৷ এরসাথে আজ শেয়ার করা ছবিগুলো দিয়ে সেই আধিপত্যর ঝলক নিয়ে হাজির হলেন তিনি নিজেই।
মাঝ সমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ট্রলারে রহস্যময় বেদেনী তরুণী ’গুলতি’ রূপে তুষিকে ঘিরে বাড়তে থাকা রহস্য মেজবাউর রহমান সুমনের এই ‘হাওয়া’ সিনেমায় বেশ বড় ভূমিকা রাখতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা। মেজবাউর রহমান সুমন আগেই জানিয়েছেন ‘হাওয়া’ মূলত এই কালের রূপকথা। আর রূপকথায় তুরুপের অন্যতম একটি তাস নাজিফা তুষি।
চঞ্চল চৌধুরী, শরিফুল ইসলাম রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোসের মতো শক্তিশালী অভিনেতাদের মাঝে অভিনেত্রী হিসেবে কতোটা নিজের ছাপ রাখতে সক্ষম হন তুষি তার উত্তর মিলবে আগামী ২৯শে জুলাই। এদিনই রিলিজ পাচ্ছে ‘হাওয়া’। উল্লেখ্য মেজবাউর রহমান সুমনের কাহিনী এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকর্ণ শাহেদ ধীমান, জাহিন ফারুক আমিন এবং পরিচালক সুমন নিজেই। ইতিমধ্যে নান্দনিক পোষ্টার এবং ট্রেলার দিয়ে সাধারণ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ‘হাওয়া’। সাথে যোগ হয়েছে ‘সাদা সাদা কালা কালা’র মতো অসাধারণ সাড়া ফেলা শ্রুতিমধুর গান। সবমিলিয়ে বাংলা চলচ্চিত্রের নতুন দিনের সূচনায় অন্যতম কান্ডারী হবার পথে এগিয়ে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’। আর সেই যাত্রায় সিনেমার অভিনেত্রী হিসেবে তুষিও রাখতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা বলা যায় নিঃসন্দেহে।