NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

Hawa সিনেমা এর হল লিষ্ট | Hawa Bangla Movie Cinema Hall list 2022 | Download Watch Online

Hawa সিনেমা এর হল লিষ্ট | Hawa Bangla Movie Cinema Hall list 2022 | Download Watch Online

 Hawa সিনেমা এর হল লিষ্ট | Hawa Bangla Movie Cinema Hall list 2022 | Download Watch Online



Hawa - হাওয়া সিনেমা মুক্তি পাচ্ছে ২৯শে জুলাই। হাওয়ার প্রথম গান “ সাদা সাদা কালা কালা “ প্রচার হওয়ার পর আমরা পেয়েছি অভূতপূর্ণ সাড়া! দর্শক এবং সঙ্গীত প্রেমী শ্রোতাদের জন্য হাওয়ার গান গুলো এখন থেকে শুনতে পাওয়া যাবে.


#HAWA #hawafilmsong #hawafilm

 

যে সব সিনেমা হলে 

হাওয়া” মুক্তি পাবে,

নীচে সেগুলোর তালিকা দেয়া হলো…..

নিজ দায়িত্বে টিকেট কেটে “হাওয়া” দেখুন।


খবরে প্রকাশ ”হাওয়া”র টিকিট নাকি হাওয়া হয়ে যাচ্ছে…..


বি:দ্র: এখন পর্যন্ত নিজের পরিবার পরিজনের হাতেও একটা টিকেট তুলে দিতে পারিনি !!!

হায়রে “হাওয়া”…..!!!

এবার সবার সাথে আমার সম্পর্ক নষ্টের মূল কারন হবে “হাওয়া”….

এ কষ্ট আমি কোথায় রাখি!!!

নির্মাতা মেজবাউর রহমান সুমন এর পরিচালনায় প্রথম সিনেমা 'হাওয়া' আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে চলছে নানা আলোচনা। প্রচারনার নতুন পুরাতন সব ধরনের আইডিয়া নিয়ে হাওয়া টিম রাজধানী ও এর আশেপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরে ঘুরে 'হাওয়া' সিনেমার প্রচারণা চালাচ্ছে। সিনেমাটির এমন ভিন্নধর্মী প্রচারণা সিনেমাপ্রেমী দর্শকদের মনে আগ্রহ বাড়াচ্ছে। 


ষাট-সত্তর এর দশকে বাংলা সিনেমা প্রচারের ধরণ ছিল রিকশার পিছনে নকশার মাধ্যমে। এটা একসময় খুব জনপ্রিয়তার তুঙ্গে ছিলো। সেই সময় শিল্পীরা রিকশার গায়ে জনপ্রিয় সিনেমার পোস্টার আঁকাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। সেসবে উঠে আসতো সাধারণ মানুষের প্রিয় নায়ক-নায়িকার ছবি। ঝলমলে উজ্জ্বল রঙে আঁকা নায়ক-নায়িকাদের ছবি ভিন্নমাত্রা পেতো শিল্পীদের হাতের তুলির ছোঁয়ায়। আজকালকার সময়ে রিকশার পিছনে আর সিনেমার পোস্টারের নকশা তেমন দেখা যায় না। অনেক বছর পর আবারোও সেই ট্রেন্ড নতুনভাবে ফিরিয়ে আনলো মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা 'হাওয়া'। তারই অংশ হিসেবে ঢাকার বিভিন্ন এলাকার রিকশায় আঁকা হয়েছে 'হাওয়া' সিনেমার পোস্টার। 


গভীর সমুদ্রে আটকে পড়া একটি মাছ ধরার ট্রলারের আটজন মাঝি-মাল্লা ও এক রহস্যময়ী বেদেনীকে নিয়ে হাওয়ার গল্প আবর্তিত হয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পাওয়া একটি গান ও ট্রেলার বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে সিনেমার 'সাদা সাদা কালা কালা' গানটি দেশব্যাপী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। 


দর্শক ও তরুণ প্রজন্মের মাঝে 'হাওয়া' সিনেমাকে ঘিরে এই আগ্রহকে আরো বেগবান করতে সিনেমাটির প্রচারণার উদ্দেশে টিম হাওয়া, সংগীতশিল্পী আরফান মৃধা শিবলু, ইমন চৌধুরী, তানজির তুহিন এবং মেঘদল ব্যান্ডের সদস্যরা ঘুরেছেন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। গত ২৪ জুলাই, বেলা ৩টায় উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এরপর গত ২৫ জুলাই, বিকাল ৫টায় উপস্থিত ছিলেন বুয়েট অডিটোরিয়াম প্রাঙ্গনে। আজ ২৬ জুলাই, বিকাল ৫টায় দলটি হাজির হয়েছে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ওপেন স্পেসে। এছাড়াও ক্যাম্পাসে প্রচারণার সময় 'হাওয়া'র কলাকুশলীরা চলচ্চিত্রটি সম্পর্কিত অনেক গল্প ও ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর তরুণদের সাথে ভাগাভাগি করেছেন।


মেজবাউর রহমান সুমনের কাহিনী ও সংলাপে ‘হাওয়া’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান, জাহিন ফারুক আমিন এবং পরিচালক মেজবাউর রহমান সুমন নিজে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস সহ আরো অনেকে।

এখন পর্যন্ত হাওয়া সিনেমার চূড়ান্ত হল লিস্ট,

এখনো যেহেতু মুভি রিলিজের দুইদিন বাকি রয়েছে কাজেই হয়তো আরও দুই/তিনটা হল হয় তো এই লিস্টে এ‍্যাড হলেও হতে পারে,


এই মুভির বর্তমান হাইপ তুঙ্গে ❤

সিনেপ্লেক্স/মিনি সিনেপ্লেক্সে তিন,চারদিনের করে অগ্রিম টিকিট বিক্রি অলরেডি শেষ 😳

শেষ কবে কোনো বাংলা মুভি রিলিজের আগেই এতোটা হাইপ তুলতে পেরেছিলো আমি ঠিক মনে করতে পারছি না,


পরিশেষে একটা কথায় বলি,

জয় হোক বাংলা চলচ্চিত্রের ❤



হল লিষ্ট গুলো হলোঃ

Star- Cineplex -Dhaka Bashundhara City,Simantro Square Dhanmondi, Bangbandhu Military Muslim Cineplex,Mohakhali -SKS Tower Cineplex, Mirpur Sony Square, Modumitha -Motijheel,Blockbuster -Jamuna Future Park,Lion Cinema -Keraniganj, Savar -Sena Auditorium, Narayanganj -Conescope, Silver Screen-Chattrogram,Sugondha Cineplex,Shankha Cinema -Khulna, Rupkotha Cinema -Pabna, Roots Cineplex-Sirajganj,Shapla-Rangpur,Modhuban Cineplex -Bogura, Momo In -Rangapur,Chayabani-Mayaminsignh,Borsha -Cinema Gazipur,Grand Cineplxx -Sylhet Etc




Download Link Below :


মুভি ডাউনলোড করতে না পারলে টেলিগ্রাম জয়েন করে ভিডিও দেখুন

The Runtime may vary depending on Release Type.

Disclaimer : – All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW. If You thik something is VIOLATING the LAW, Please Notify US via Contact So That It Can Be Removed 

Request Movies and Series
Binodon News
Daud
Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.