Poran Movie Review Download /পরাণ মুভি রিভিউ ডাউনলোড

রোমান্স, ইমোশন, ক্রাইম, সাসপেন্স ও থ্রিলারে ভরপুর "পরাণ" কিন্তু আসছে সিনেমা প্রেমীদের মন রাঙাতে।
‘পরাণ’ আপনার আমার সবার পরিচিত গল্পের সিনেমা। যে গল্পটার সঙ্গে মানুষ নিজেকে কানেক্ট করতে পারবেন। ঈদে মানুষ যেমন সিনেমা পছন্দ করেন রায়হান রাফির ‘পরাণ’ তেমনই। এবং ঈদের দর্শকদের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমাও পরাণ।
📌পরাণ নিয়ে আমার আগ্রহের কিছু পয়েন্ট রয়েছে। সেসব নিয়ে কিছুটা বয়ান করতে চাই.........
♟সত্য ঘটনার প্রেক্ষিতে নির্মাণঃ
আমার সবসময় সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমার প্রতি আগ্রহটা একটু বেশি। কারণ এমন নির্মাণে নির্মাতার আসল খেল বুঝা যায়। বুঝা যাবে নির্মাতা কতটুকু মূল ঘটনা তুলে ধরতে পারেন নাকি গুলিয়ে ফেলেন। এবং মূল ঘটনার সাথে সাথে সিনেমার গল্পকে আরও আকর্ষণীয় করতে গল্পে কি কি ইলিমেন্ট যোগ-বিয়োগ করেন সেসবও বিবেচনায় থাকে। চিত্রনাট্য, অভিনয় ও অন্যান্য সবমিলিয়ে মেকিং কেমন হয়, কতটুকু অ্যাঙ্গেজিং হয় সেটাও ট্রু স্টোরি বেজড সিনেমায় গুরুত্বপূর্ণ। আর পরাণ নিয়ে রাফির উপর আমার আস্থা রয়েছে।
♟️পার্ফেক্ট অভিনয়ঃ
ইতিমধ্যে পরাণের গান, টিজার ও ট্রেলার প্রকাশ করা হয়। এবং সিনেমার প্রতিটা চরিত্র দর্শকদের আলাদা নজর কেড়েছে। বিশেষ করে শরিফুল রাজ নিয়ে নেটিজেনদের মাঝে উচ্চাস লক্ষ্য করা যাচ্ছে। ক্ষ্যাপাটে ও পাগল প্রেমিক হিসেবে শরিফুল রাজ একদম পারফেক্ট। ট্রেলারে রীতিমতো বাজিমাত করেছেন রাজ। এছাড়া মিম দুর্দান্ত। মফস্বল শহরের সাধারণ একটি মেয়ে হতে জটিল এক চরিত্রে নিজেকে কানেক্ট করতে পেরেছেন মিম। ট্রেলারে ইয়াশ রোহানকে ভদ্র ছেলের মতো লেগেছে। পারফেক্ট একটি চরিত্র পেয়েছেন ইয়াশ। আশা করি তিনিও দারুণ করবেন। রাজ, মিম অথবা ইয়াশ কারও অভিনয় নিয়ে আমার সন্দেহ নেই। ভালো কিছু করবেন নিশ্চিত।
♟️গানে মুগ্ধঃ
পরাণের যে দুটি গান রিলিজ হয়েছে, সবাই গান দুটির প্রশংসা করেছেন। আমার কাছে অবশ্য 'চলো নিরালায়' বেশি ভালো লেগেছে। রাজ-মিমের রসায়ন যেমন দুর্দান্ত, গানটিও এককথায় চমৎকার। বহুদিন পর সিনেমায় দারুণ একটি হলগান পেয়েছি। গান দিয়েই মন জয় করেছে পরাণ।
♟️নির্মাতার যাদুঃ
বরাবরই দারুণ কাজ করেন রায়হান রাফি। এবার পরাণ দিয়ে বড়সড় চমক দেখাবেন নিঃসন্দেহে। পোড়ামন-২ এর মতো পুরোপুরি ভালোবাসার গল্পই তিনি পরাণে তুলে ধরেছেন। আমি পূর্ণ আস্থা রেখেই বলছি, পরাণ প্রতিটা দর্শকের পরাণ জয় করবে। রাফি আমাদের হতাশ করবেন না নিশ্চিত। এর আগে সিনেমা বা ওয়েব কন্টেন্ট যাই বানাইছেন প্রতিটা কাজ অসাধারণ। দর্শকরাও গ্রহণ করে নিয়েছেন প্রতিটা কাজ। এবারও তাই রাপির যাদুতে মুগ্ধ হবো, সেই বিশ্বাসটুকু রাফির উপর করাই যায়।
♟️জমজমাট বাণিজ্যিক সিনেমাঃ
আমাদের দেশে বেশিরভাগ দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে রোমান্স, গান, এ্যাকশন ও টানটান উত্তেজনা ভরপুর সিনেমা দেখতে পছন্দ করেন। আমার বিশ্বাস পরাণ সিনেমায় সবকিছুর পারফেক্ট কম্বিনেশন খুঁজে পাবেন দর্শক। ইয়াং জেনারেশন, ফ্যামিলি সবাই সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন। মফস্বল শহরের পরিবেশ, সেখানকার কালচার, প্রেম, অপরাধ সবকিছুর সাথেই সুন্দর মেলবন্ধন থাকবে সিনেমায়। মোট কথা, জমজমাট একটি সিনেমার সাথে দর্শক পরিচিত হবেন বলে বিশ্বাস।
ঈদের দিন পরাণ মুক্তি পাচ্ছে দেশের ৩০টির মতো প্রেক্ষাগৃহে। নিঃসন্দেহে সিনেমা প্রেমীরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবেন পরাণের সাথে।
লিখাঃ বোরহান উদ্দিন
The Runtime may vary depending on Release Type.
Disclaimer : – All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW. If You thik something is VIOLATING the LAW, Please Notify US via Contact So That It Can Be Removed as soon as possible.