নরসুন্দর (2022) বাংলা ফুল নাটক ডাউনলোড রিভিউ | Noro Sundor (2022) Bangla Full Natok HDRip-720P | 1080P | 480P -Download

নরসুন্দর (2022) বাংলা ফুল নাটক ডাউনলোড রিভিউ | Noro Sundor (2022) Bangla Full Natok HDRip-720P | 1080P | 480P -Download
....মানুষই শুকাইয়া যায় আরতো তোমার ওই বকুল ফুল....
🎞️ ড্রামা ফিকশনঃ নরসুন্দর (রেটিংঃ ৯ / ১০)
📝 সংলাপ ও চিত্রনাট্যঃ আব্রাহাম তামিম
🎬 গল্প ও পরিচালনাঃ আনুশ রুবেল
হালকা স্পয়লার....
গল্পের শুরুতে দেখানো হই আশীষ খন্দকারকে যাকে খুব রহস্যময় চরিত্রে মনে হচ্ছিলো।
তারপর পর্দায় আসে দ্বীপ সে একজন নরসুন্দর। সে খুব ভালোবাসে বকুলকে। এ বকুল হলো গল্পের মূলকেন্দ্রবিন্দু তাকে নিয়েই গল্পের টান হই। আর এই চরিত্রে অভিনয় করেছে সাদিয়া আয়মান যার অভিনয় নজর কেড়েছে আমাকে। কি মায়াবিনী চেহারা! সাথে এক্সপ্রেশন ও অভিনয় দূরদান্ত ছিলো। এ চরিত্রটিকে একটা প্রাণ দিতেছে সাদিয়া আয়মান। অভিনয় প্রসঙ্গে বলতে গেলে সবার অভিনয় ভালো ছিলো এর মাঝে আশিষ খন্দকার, সাদিয়া আয়মান ও দ্বীপের অভিনয় ভালো লেগেছে। এছাড়াও পুলিশ চরিত্রে লোকটি ভালো অভিনয় করেছে।
এ নাটকের বিজিএম খুব ভালো ছিলো এছাড়াও সিনেম্যাটোগ্রাফি, এডিটিং, কালার, সংলাপ, কস্টিওম, লোকেশন ভালো ছিলো।
এ নাটকে বেশ কয়েকটি শক্তিশালী সংলাপ রয়েছে যেগুলো আমার কাছে ভালো লাগলো। এখন বলা যাক পরিচালনা নিয়ে, পরিচালনার দিক দিয়ে যথেষ্ট ভালো ছিলো কোথাও কমতি নেই। খুব সুন্দর ডিরেকশন হয়েছে।
আমি যেমন আশাবাদী ছিলাম কাজটি নিয়ে ঠিক তেমনই পেয়েছি আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে।
ধন্যবাদ...
"নর সুন্দর" - মন ভালো করার সুগন্ধি.........🖤
🎞️ ফিকশনঃ নর সুন্দর [রেটিং- ৯/১০]
📝 সংলাপ ও চিত্রনাট্যঃ আব্রাহাম তামিম
🎥 গল্প ও পরিচালনাঃ রুবেল আনুশ
'মন খারাপ? আমার কাছে সুগন্ধি আছে। মন ভালো করার সুগন্ধি!'
শুরুতেই আশীষ খন্দকারের মুখে এমন অদ্ভুত সুন্দর সংলাপে বুঝে গিয়েছি দারুণ একটি কাজে আটকে যাচ্ছি। রুবেল আনুশের গল্প ও ডিরেকশনে 'নরসুন্দর' নাটকের সংলাপ ও চিত্রনাট্যে ছিলেন আব্রাহাম তামিম। আব্রাহাম তামিমের সংলাপ আমাকে প্রথম মুগ্ধ করেছিল মুখোশ সিনেমায়। কি অসাধারণ সব সংলাপে মুখোশের মলাট বাঁধাই করেছিলেন আব্রাহাম। আজকে 'নরসুন্দর' দেখে সেই মুগ্ধতা কয়েকগুণ বেড়ে গেল। এ যেন অদ্ভুত যাদু! আর রুবেল আনুশকে ধন্যবাদ এমন ম্যাজিক্যাল কন্টেন্টে মন ভালো করার জন্য। আনুশের কাজের একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী হয়ে গেলাম বলতে গেলে। 'নরসুন্দর' -এ আপনার টপনচ মেকিংয়ে বুঁদ হয়ে রইলাম। চিত্রনাট্য, সংলাপ, অভিনয় ও নিখুঁত পরিচালনায় 'নরসুন্দর' হয়ে উঠেছে ভীষণ রকম সুন্দর।
গল্পটা একজন নরসুন্দরের। যে প্রেমে পড়ে বকুলের। এই বকুল কিন্তু ফুল নয়। তবে বকুল ফুলের মতোই সুগন্ধি ছড়ানো একজন সুন্দরী নারী এই বকুল। বকুল ফুলে আমরা সবাই মুগ্ধ হই। রবীন্দ্রনাথের অনেক প্রিয় ফুলের একটি ছিল নাকি বকুল। পদ্মাপারের শিলাইদহের কুঠিবাড়িতে তিনি লাগিয়েছিলেন বকুলগাছ। আর সেই বকুলতলায় বসে কবি লিখেছেন,
‘ওগো, নির্জনে বকুল শাখায়
দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে?/
ঝরকে ঝরকে ঝরিছে বকুল/ আঁচল আকাশে হতেছে আকুল/ উড়িয়া অলক ঢাকিছে পলক-/কবরী খসিয়া খুলিছে।’
তবে রবীন্দ্রনাথের মতো আনুশের এই গল্পে জগৎ কোনো ফুলের প্রেমে পড়েনি। পড়েছে সুন্দরী বকুলের। এই বকুলের আবার প্রিয় ফুল বকুল। এ যেন সুগন্ধির সাথে সুগন্ধির প্রেম!
এই ছোট্ট বকুল ফুল। ঝরে পড়াতেই যার সার্থকতা। তাকে নিয়ে কত কথা, কত প্রেম, কত বিরহ। 'নরসুন্দর' নাটকেও জগৎ এর প্রিয় বকুলও ঝরে পড়ে যায়। এক ঝলমলে দিনে সুগন্ধি ছড়ানো বকুলের লাশ পাওয়া যায় জগৎ এর বাসায়। যাকে জগৎ ভালোবাসে, যার জন্য এতো পাগল, সেই বকুলকে কি তবে জগৎ মেরে ফেললো? নাকি আরও কোনো রহস্য লুকিয়ে রয়েছে এই গল্পে?
অভিনয়ে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন আশীষ খন্দকার। কি চমৎকার অভিনয় মানুষটার! একদম নেশা লাগানো অভিনয়। বিশেষ করে তাঁর মুখে উচ্চারিত সংলাপ দুর্দান্ত। নাটকে তাঁর নৃত্যের মতোই সুর তুলেছে সর্বদা। এছাড়া সুদ্বীপ ভীষণ ভালো করেছেন। বকুলের সাথে তার কথোপকথন, প্রেম সবকিছুই সুন্দর। বকুল চরিত্রে সাদিয়া আয়মান সাবলীল। এই মেয়ে বেশ দারুণ অভিনয় করেন। বহুদূর যেতে পারবেন তিনি। সুদ্বীপ ও সাদিয়া আয়মানের রসায়ন খুবই মিষ্টি লেগেছে।
আনুশের 'নরসুন্দর' দেখুন। মনস্তাত্ত্বিক এই গল্পের সুগন্ধি আপনাকে মাতাল করবে।