বকুলফুল (২০২২) চরকি বাংলা নাটক ডাউনলোড রিভিউ | Bokulful(2022) Bangla Natok Download Review

বকুলফুল (২০২২) চরকি বাংলা নাটক ডাউনলোড রিভিউ | Bokulful(2022) Bangla Natok Download Review
Bokul Ful: Directed by Sharaf Ahmed Jibon. With Mosharraf Karim, Hedayet Nannu, Hashnat Ripon, Hindol Roy. Dacoit Sardar Mynaal has a strange understanding
আচ্ছা, ডাকাতদের কি আবেগ থাকে? আর পাঁচটা সাধারণ মানুষের মত তাদেরও কি হাসি-কান্না পায়? প্রেম হয়? এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে এমনই এক অদ্ভুত উপলব্ধি জাগে ডাকাত সরদার ময়নালের (মোশাররফ করিম) ভেতরে। 🤔🤔🤔
আব্বা আপনার মেয়ে যা বলছে তা কিন্তু পুরাপুরি সত্য না। আমি তো ওর গায়ে হাত তুলি নাই। রাগে একটু থাপ্পড় দিসি আরকি। আমার আবার বেয়াদবি একদম সহ্য হয় না। শিক্ষিত পোলা তো!- এই নাকি শিক্ষিত মানুষের কথার নমুনা। অবশ্য মেয়ের বাবা মায়েরও একই মত যে তাদের মেয়েই বেয়াদব। কারণ টুকটাক মারধর এ আর এমন কি। মেয়েকে বেশি শিক্ষিত করছে দেখেই মেয়ে আজ তিলকে তাল বানাচ্ছে। যুগে যুগে এভাবেই মেয়েরা অত্যাচারিত হয় আর মেয়ের বাপ-মা সেসব আমলে না নিয়ে মেয়েগুলোকে বারবার যমের দুয়ারে পাঠায়ে দেয়। 🙂🙂
এইরকম অবস্থাতেই ডাকাতের হামলা পড়ে এই বাড়িতে। সবাইকে বেঁধে ভালোই ভালোই আপোষ করতে বলে তারা। সবার চোখেমুখে ডাকাত দেখে আতঙ্ক খেলে গেলেও বাড়ির সেই প্রতিবাদী মেয়েটির (তাসনুভা তিশা) চোখে কোনো ভয় নেই। এই মেয়েটি ঠিক যেন বকুল ফুলের মত বেহায়া। মানুষ বকুলফুলকে পাড়ায়, পঁচে, কাঁদায় মাখামাখি হয় কিন্তু সুবাশ কখনো যায় না। এও ঠিক তেমন। এমন নির্ভিক চোখের কাছে হেরে যায় ডাকাত সর্দারও। এরপরই কাহিনি মোড় নেয় অন্যদিকে.....👣👣👣
এতোক্ষণ বলছিলাম শরাফ আহমেদ জীবন পরিচালিত চরকির থ্রিলার শর্টফিল্ম 'বকুলফুল' এর কথা। এই থ্রিলারে ডাকাত সরদারের চরিত্রে অভিনয় করেছেন সকলের প্রিয় মোশাররফ করিম। মূলত মোশাররফ করিমকে দেখেই এই থ্রিলারটি দেখতে বসা। হতাশ হইনি এতটুকু। শুরুতে দেখলে মনে হবে এ আর কি এমন কাহিনি, ডাকাতিই তো। আসলে কিন্তু তা নয়। কাহিনি কোথায় গিয়ে থামছে আর কীভাবে, কেন ডাকাত সর্দারের সিদ্ধান্ত পালটে যাচ্ছে সেখানেই সব রহস্য, সেখানেই এই শর্ট ফিল্মের সার্থকতা। 😇😇😇
মোশাররফ করিমকে চেনেনা এমন মানুষ এদেশে পাওয়া কঠিন। শুধু দেশে কেন! বিদেশেও রয়েছে তার প্রচুর ফ্যানক্লাব। অগণিত কাজের ভিড় ঠেলে তিন বছরের জন্য বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। তাই বলে তার কদর কিন্তু এতটুকুও কমেনি। বরং দেশে ফিরে বোধ, যে শহরে টাকা ওড়ে, ব্যাঞ্জণবর্ণ, গিরিগিটি, হ্যামলেটের ফিরে আসা, মহানগর, দৌড় এর মাধ্যমে নাটক, সিরিজ, ফিল্মের মাঠে দাপটে দৌড়ে বেড়াচ্ছেন তিনি। তিনি আমৃত্যু আমাদের এমন সুন্দর সুন্দর কাজ উপহার দেবেন এমনটাই প্রত্যাশা।
এই দুর্দান্ত অভিনেতার জন্মদিন আজ। শুভ জন্মদিন প্রিয় অভিনেতা। 🥳🥳🥳