NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত বাংলা ফুল নাটক ডাউনলোড রিভিউ |Nokkhotrer Raat | Bangla Natok HD Download Review

হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত বাংলা ফুল নাটক ডাউনলোড রিভিউ |Nokkhotrer Raat | Bangla Natok HD Download Review

 

Nokkhotrer Raat | Bangla Natok |  Humayun Ahmed | Asaduzzaman Noor | Jahid Hasan | Shaon

হুমায়ূন আহমেদের সবচেয়ে আলোচিত নাটক " কোথাও কেউ নেই " এটা সত্যি কিন্তু  আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হুমায়ূন আহমেদের কোন  নাটকটি সবচেয়ে ভাল লাগে তাহলে নিঃসন্দেহে বলব,  "নক্ষত্রের রাত"। 




প্রচুর নাটক দেখেছি আমি কিন্তু এই নক্ষত্রের রাতের মত এত তুমুল ভালো লাগা আমার অন্যকোনো নাটকের ক্ষেত্রে কাজ করেনি। 


নাটক দেখতে গিয়ে মনে হয়েছে মণীষার বাড়ির উঠোনে যেন  আমি বসে আছি আর সেখান থেকে চাক্ষুষ সব দেখতে পাচ্ছি। হুট করে হাসান নামের এক অচেনা ভদ্রলোক  মণীষাদের বাড়িতে এলো। কিডনী বিক্রি করবে কী এক অদ্ভুত কথা তার!


 পলিন নামের বিদেশ থেকে আসা মেয়েটাও কী যে চমৎকার! হাসান মামার সাথে কয়লা দিয়ে দাঁত মাজা সহ কত যে মিষ্টি মিষ্টি কান্ড করে সে! 


ওদিকে রঞ্জু কোনোভাবে জেনেছে ও আর মণীষা আপন জমজ ভাই-বোন নয়।  সেই নিয়ে মনঃকষ্টে ভুগে সে মরে যাচ্ছে। দুজনের মধ্যে কে পালক সন্তান সেটা জানার জন্য মরিয়া হয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে।  পরীক্ষা পড়ালেখা চুলোয় দিয়েছে । 


মণীষার বাবা সে তো সাংঘাতিক রাগী!  চায়ে পিঁপড়া পেলেও তার মেজাজ সপ্তম আসমানে উঠে যায় কিন্তু স্ত্রীর প্রতি তার অশেষ ভালোবাসা৷


 ওদিকে  মণীষার দুলাভাই মণীষার বড় বোনের সাথে ঝগড়া করে দুদিন পরপর শ্বশুরবাড়ি চলে আসে। কখনও কখনও তার আপাও আসে আর  সাথে তার তিন দুষ্ট বাচ্চা।


 কাজের মেয়েদের হাস্যরসাত্মক কান্ড আর কথা শুনে হেসে লুটোপুটি খেয়েছি, 'আমার এক খালু ছেল হেই ছিল পাগল।  প্যাক কেঁদা কপকপাইয়া খাইতো। ' 


মণীষার বেকার বড় ভাইয়ের  কী সৌভাগ্যক্রমে এক অসম্ভব রূপবতী, অতি ভদ্র,  মানবিক এক ডাক্তারের সাথে বিয়ে হল। কী চমৎকার করে  বিয়ের প্র‍থমদিনেই সে তার স্বামীকে বলে, আমাকে কি  তোমার ভয়ঙ্কর ডাক্তার মনে হচ্ছে যে   এক্ষুনি তোমার অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিবে? '  


ওদিকে মণীষাকে ভীষণ ভালোবেসে ফেলে পদার্থবিজ্ঞানের এক গুরুগম্ভীর স্যার। গম্ভীর মানুষটার ভেতরেও যে এত প্রেম ছিল তা বোঝা  যায় মণীষার সাথে প্রেম হয়ে। তাদের বিয়েও ঠিক হয় কিন্তু বিয়ের দিন বর আর আসেনি। ঠিক এই দৃশ্য দেখে অজান্তে কেঁদে ফেলেছিলাম৷ গভীর রাতে মণীষা উঠোনে দাঁড়িয়ে লীলাবালি গাইতো ঠিক তখন ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে বাধ্য পাঠক হৃদয়ও। ওদিকে সেই শিক্ষকও সুখী ছিলেন না নতুন স্ত্রী নিয়ে।


হাসান নামের  সেই আগন্তুক কী এক মোহে আবিষ্ট করে রেখেছিল সবাইকে। তার চমৎকার কথা ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষকে যেন টেনে তোলে নীলগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে,  ভালোবাসা হচ্ছে কাঁচা সবজির মত নষ্ট হয়ে যায়। ভালোবাসা রাখতে হয় বুকের মধ্যে লুকায়ে। বুক হল ঠান্ডা ফ্রিজ। যার বুক যত ঠান্ডা সেখানে ভালোবাসা ততদিন ভালো থাকে।


 প্রথমদিকে তাকে খানিকটা উদ্ভট মনে হলেও শেষ দিকে তার প্রতি এক অসম্ভব ভালোলাগায় ছেঁয়ে যায়।  সমস্ত সুখে দুখে এই অচেনা রহস্যময় চরিত্রটি এই নাটককে করেছে আরও অতুলনীয়। 


মণীষাই শেষমেশ তাকে বলে, হাসান সাহেব আমি আপনাকে কোথাও যেতে দেব না, কক্ষনো না। আপনাকে আমার সাথে থাকতে হবে। কী আকুতি মণীষার সেই কথায়! 


হাসান সাহেব কি জানে মনীষা এখনও অপেক্ষা করে তার জন্য আর আমি অপেক্ষা করি এমন একটা নাটক দেখার জন্য যা হৃদয় তোলপাড় করে দেয়৷ 


অভিনয়ে -- শমী কায়সার,আসাদুজ্জামান নূর, আবুল হায়াত,দিলারা জামান, জাহিদ হাসান,আফসানা মিমি, লাকী ইনাম, আব্দুল কাদের,সারা যাকের,শীলা আহমেদ, শাওন প্রমুখ৷ 


পার্সোনাল রেটিং ১০/১০




Request Movies and Series
Bengali WEB-DL
Daud
Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.