Prey (2022) English Movie বাংলা রিভিউ ডাউনলোড

Prey (2022) English Movie বাংলা রিভিউ ডাউনলোড
They hunt to live,,Predator lives to hunt.
🎬Movie Name : Prey
Genre : Sci-fi/Action
Country : USA
IMDb Rating : 7.2
Personal Rating : 7.5
⚠️হালকা স্পয়লার
🎭প্লট : সালটা তখন ১৭১৯।উত্তুরে বিশাল সমভুমিতে বাস করে একদল আদিবাসী।তারা বেঁচে থাকার জন্য পুরোপুরি নির্ভরশীল ছিল শিকারের উপর।তাদের মধ্যে ছিল একদল দক্ষ শিকারী।এই আদিবাসীদের মধ্যেই বাস করত একটি মেয়ে নাম "নারো"।শিকারের প্রতি আগ্রহ ছিল তার প্রবল।কিন্তু মেয়ে হওয়ার কারণে তাকে কেউ শিকারে নিয়ে যেতে চাইত না।তাই সে নিজেকে প্রমাণ করার জন্য বেরিয়ে পড়ত তার বন্ধু কুকুর সারিকে নিয়ে।একদিন সে বনের মধ্যে শিকারে গিয়ে একটা বিশাল পায়ের ছাপ আবিষ্কার করে।যা তাকে ভাবিয়ে তুলে এবং সে বেরিয়ে পড়ে ওই জিনিসটাকে খোজার জন্য।কিন্তু সে যাকে খুজতে বের হয়,সেটি কোন পশু ছিল না,ছিল একটি শক্তিশালী প্রিডেটর।এবং এই প্রিডেটরটি বনের সব বিশাল-বিশাল হিংস্র প্রাণীদেরকে মেরে ফেলতে থাকে।এবং সে আস্তে আস্তে মানুষদেরকেও নিজের শিকারে পরিণত করতে থাকে।সেখান থেকেই শুরু হতে থাকে মুভির মূল কাহিনি - "নারো" এবং অন্যদের সাথে ওই প্রিডেটরের লড়াই।
🎞️রিভিউ : প্রিডেটর সিরিজের অন্য মুভিটির মতো এই মুভিটাও বেশ ভালো ছিল।ফাইট সিন খুব বেশি ছিল না,তবে যেহেতু সতেরো শতকের আদিবাসীদের নিয়ে মুভিটি তৈরি করা হয়েছে তাই তাদের নিজস্ব অস্ত্রের মাধ্যমে ফাইটগুলো করেছে যা বেশ উপভোগ্য।সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ।প্রিডেটর যখনই স্ক্রিণে আসে,তখন একটি বিজিএম ব্যাবহার করা হয়,যা মুভিটাকে আরো ভয়ংকর করে তুলে।
সবশেষে প্রিডেটর কি🤔: প্রিডেটর হচ্ছে একটি এলিয়েন।যে নিজের শক্তি প্রদর্শণের জন্য পৃথিবীতে নেমে আসে।এবং পশু থেকে শুরু করে মানুষদেরও নিজের শিকারে পরিণত করতে থাকে।এবং এদেরকে মেরে প্রমাণ হিসেবে মাথার খুলিটা সে নিয়ে যায়। তবে সেই মানুষদেরই সে আক্রমণ করে যাদের কাছে অস্ত্র থাকে।খালি হাতে থাকা মানুষের উপর প্রিডেটর আক্রমণ করে না।
যারা এখনো দেখেননি তারা দেখ নিতে পারেন "PREY"😊