পুনর্জন্ম ৩ (২০২২) বাংলা নাটক ডাউনলোড | Punorjonmo 3 (2022) Bangla Natok HDRip download

বহুল অপেক্ষাকৃত “পুনর্জন্ম৩" র শুটিং এখনো শুরু হয় নি। কিছুদিনি আগে “ পুনর্জন্ম ৩" এর নির্মাতা ভিকি জাহেদ ঘোষণা দিয়েছেন আগামী ১ ই অক্টোবর আসছে পুনর্জন্ম ৩। সহজ হিসাবেই ধারণা করা যায় যে পুনর্জন্ম২ " এর ন্যায় “পুনর্জন্ম৩" ও আসবে আগামী এক ই অক্টোবর। কারণ ১ ই অক্টোবর চ্যানেল আই এর জন্মদিন। চ্যানেল আই এর কর্তৃপক্ষদের জন্য চ্যানেল আই এর জন্মদিন একটি বিশেষ দিন এবং তারা প্রতিবছর ই জন্মদিনে বিশেষ কিছু উপহার দিতে চায় দর্শকদের। এখন পুনর্জন্ম৩" এর চেয়ে বিশেষ কিছু আর কি হবে? তাছাড়াও সার্বিকদিক বিবেচনা করেই করা হয়েছে পুনর্জন্ম৩ এর রিলিজ ডেট।
সবকিছুই ঠিকঠাক আছে আপাতত। তারপর ও কোনো তাড়াহুড়ো চাই না এবার। পুনর্জন্ম৩ " নিয়ে সবার আশা প্রত্যাশা অনেক এবং চাই সবার আশা প্রত্যাশা যেন পূরণ হয়।
২০২১ এর কাজের সাথে ২২ এর কাজের তুলনায় ঝড়ালে ভিকি জাহেদ কিছু টা হলেও আস্থার জায়গায় দুর্বল হয়েছেন। গতবারের কাজগুলো এখনো চোখে ভাসে। ভিকি জাহেদ গুণী নির্মাতা ওনি চাইলেই বিশেষ কিছু উপহার দিতে পারেন আমাদের। হঠাৎ করেই “শুক্লপক্ষ " ওয়েব ফিল্ম আসলো। আসার পর বুঝা গেল এটা পুনর্জন্ম সিরিজের প্রিকুয়েল। গল্প বৃদ্ধি করতে গিয়ে ভিকি জাহেদ ওনার নিজস্বতা হারিয়ে ফেলছেন। ওনি যে খারাপ বানাচ্ছেন তা না কিন্তু প্রত্যাশা মিটাতে পারছেন না। কাজেও খুটি নাটি ভুল ধরছেন দর্শক সমালোচক রা। আবার প্রসংশা ও হচ্ছে।
ভিকি জাহেদ এর নির্মাণ এর ফ্যান তাই বলছি কথাগুলো। এখনো বহুদিন সময় আছে। ভিকি জাহেদ এর উপর আস্থা ও আছে। সময় নিয়ে কাজ করুক। মুক্তির পরে আলোড়ন সৃষ্টি করুক “ পুনর্জন্ম৩ " এটাই চাই।
ডার্ক থ্রিলারধর্মী ‘পুনর্জন্ম’-, যেখান থেকে গল্প শেষ সেখান থেকে নতুন গল্প ও থ্রিলার-সাসপেন্সে ভরপুর নাটকটির নতুন কিস্তি নির্মিত হচ্ছে যাচ্ছে। “ পুনর্জন্ম৩" আসছে আগামী ১ ই অক্টোবর। ভিকি জাহেদ কে বলবো আপনি আপনার মতো করে বানান এইবার সমালোচনার সুযোগ দিয়েন না। শুভকামনা রইলো আপনার এবং আপনার টিমের জন্য 🌺
এইবার পুরাই 💥🔥 চাই ভিকি জাহেদ ❤️🙏
Watch Online Now :