Six (20222) Bengali full Series Download Review | সিক্স বাংলা ওয়েবসিরিজ রিভিউ ডাউনলোড

Six (20222) Bengali full Series Download Review | সিক্স বাংলা ওয়েবসিরিজ রিভিউ ডাউনলোড
বাড্ডা থেকে বাসায় ফিরছিলাম। নর্দা আর যমুনার মাঝামাঝি বিশাল বড় করে একটা বিলবোর্ড চোখে পরে। ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইরোস নাউ’ এর ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি কন্টেন্ট ‘সিক্স’ এর পোষ্টার দিয়েই সাজানো ছিলো সেই বিলবোর্ড। অনেকদিন চোখে পড়েছে বিলবোর্ডটি, তবে এ সম্পর্কে তেমন কিছু জানা ছিলো না। ভেবেছি, নেটফ্লিক্স, অ্যামাজন বাংলাদেশে কাজ করার মতো এটাও হয়তো কোনো ফেইক কিছুই হবে! সে ধারণা ভুল ভাঙলো কিছুদিন আগে। যখন সত্যি সত্যিই এই সিরিজের ট্রেলার মুক্তি পেলো। জানিয়ে দেয়া হলো এই সিরিজ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২রা সেপ্টেম্বর।
‘মায়ের কোলে শিশুর কান্না! দাউদাউ আগুন! উঠানে লাশ, আহাজারি! প্রফেসরের লেকচার, ল্যাবে আগুন! খুন! পুলিশে অস্বস্তি। ষড়যন্ত্র?’
এই ট্যাগ লাইনেই বর্ণনা করা হয়েছে আপকামিং এই সিরিজ সম্পর্কে। ক্রাইম থ্রিলার ধাঁচের এই সিরিজের সবচেয়ে বেশি আগ্রহী করে তুলেছে এর কাস্টিং। তারিক আনাম খান, ইফতেখার আহমেদ ফাহমি, সাদিয়া ইসলাম মৌ, ইয়াশ রোহান, অপর্না ঘোষ, সুমন আনোয়ার, সোহেল মন্ডল অভিনয় করেছেন সিরিজটিতে। রিসেন্ট বাংলাদেশি ওটিতি কন্টেন্টের নিয়মিত দর্শক হয়ে থাকলে বেশ অবাকই হতে হয় এমন কাস্টিং দেখে। কে নেই এই সিরিজে? বর্তমান সময়ের প্রায় সব আলোচিত অভিনয়শিল্পীই রয়েছেন। এতোকিছুর চেয়েও আমাকে বেশি আগ্রহী করে তুলেছে সিরিজের ট্রেলার দেখার পর। সিরিজের মেইন অ্যান্টোগনিস্ট চরিত্রে রয়েছেন আমাদের সবার প্রিয় ইফতেখার আহমেদ ফাহমি! হ্যাঁ, ট্রেলার দেখে থাকলে আপনি নিজেও ইতিমধ্যে জেনে গেছেন এই তথ্যটি।
সম্প্রতি বাংলাদেশি কন্টেন্টের ব্যাপক প্রশংসা হচ্ছে ওপার বাংলা সহ অন্য ভাষাভাষীর মাঝেও। এটা ছড়িয়ে যাচ্ছে বেশ দ্রুতই। ঠিক এই সময়ই বেছে নিলেন ইরোস নাউ তাদের প্রথম বাংলাদেশি কন্টেন্ট দিয়ে ইনিংস ওপেন করতে। দেখা যাক তাদের ইনিংস কতটা লম্বা হয়? কন্টেন্টের প্রতি যদি সঠিক বিচার করতে পারেন তবে বেশ ভালো দীর্ঘস্থায়ীই হবে এটা প্রত্যাশা করাই যায়। বাকিটা সময়ই বলে দিবে।
বর্তমানে চলছে ওটিটি কন্টেন্টের ছড়াছড়ি। ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে আমাদের দেশের নির্মাতাদের কাছ থেকে দুর্দান্ত কিছু কাজ দেখে অভিভূত হয়েছি। দর্শকরা তাকদীর, মহানগর, কাইজার, ঊনলৌকিক, এই মুহুর্তে, এবং কারাগারের মতো দুর্দান্ত ওয়েব সিরিজ দেখে, দারুণভাবে ক্ষুধার্ত হয়ে রয়েছে। ওটিটিতে সাবস্ক্রাইব করে কন্টেন্ট দেখার মানসিকতাও তৈরি হয়ে গেছে। বললে খুব একটা ভুল হবে না করোনার পরবর্তী সময়ে নির্মাতাদের ভালো কন্টেন্ট বানানোর প্রতিযোগিতাটা ভালোভাবেই শুরু হয়েছে। এখন মনে হচ্ছে এ যাত্রাটা কেবলই শুরু মাত্র।
বলিউডের জনপ্রিয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান “ইরোস নাও”। একই নামে তাদের প্রতিষ্ঠানটির ওটিটি প্ল্যাটফরমও রয়েছে। এবার বাংলাদেশেও যাত্রা শুরু করেছে এ প্রতিষ্ঠানটি। তাদের ফেসবুকে ‘ইরোস নাও বাংলাদেশ’ নামে একটি ভেরিফায়েড পেজ আছে। সেই পেজটিতে প্রকাশিত করেছে প্রথম বাংলাদেশের সিরিজটির টিজার ও ট্রেইলার। ট্রেইলার দেখে বোঝাই যাচ্ছে সিরিজটিতে ক্রাইম থ্রিলার, ফ্যামিলি ড্রামা ও সাইন্স ফিকশনের মিশ্রন থাকছে। সিরিজটি নির্মাণ করেছেন বাংলাদেশি নির্মাতা তানিম পারভেজ।
ট্রেইলারের প্রথম দৃশ্যে দেখি অপর্ণা ঘোষের কোলে একটি শিশু কান্না করছে। পরের দৃশ্যেই দাউদাউ করে আগুন জ্বলছে! একটি বাড়ির উঠানে লাশ, সেই লাশকে ঘিরে মানুষের আহাজারি। সেই আহাজারি নিয়ে প্রফেসরের রহস্যময় লেকচার, ল্যাবে আগুন। খুন! পুলিশের তদন্তে অস্বস্তি। এটা কি কোনো ষড়যন্ত্রের নক্সা করেছে কেউ?
দুই মিনিটের মতো প্রায় সময়ের ট্রেইলারের মধ্যে সিনেমাটোগ্রাফির কাজ চমৎকার লাগছে, অভিনেতাদের পারফরম্যান্সও দুর্দান্ত, তাদের চরিত্রগুলোও চেনা ছকের নয়। গল্পের মোটিভ খুবই গুছানো । সাউন্ড-এর কাজেও নতুনত্বের সন্ধান পাওয়া যাচ্ছে। ট্রেইলারে আরো নজর কেড়েছে মাল্টিকাস্টিং। প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এছাড়াও প্রোটাগনিস্ট চরিত্রে ইফতেখার আহমেদ ফাহমি, তাকদীর সিরিজ খ্যাত সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, সুমন আনোয়ার, আরো অনেকেই থাকছেন।
এ কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী। নির্মাতা তানিম পারভেজ মুক্তিযুদ্ধ ভিত্তিক অসংজ্ঞায়িত নামে একটি নাটক তৈরি করেছিলেন, মোস্তফা মনোয়ার, ইরফান সাজ্জাদ ও তাসনুভা তিশা অভিনীত নাটকটি আমার ভীষণ পছন্দের এখনো পর্যন্ত। এছাড়াও তার জনপ্রিয় নাটকগুলো হলো অ-মানসিক, ফাঁদ, ঘোলা, পাশ্ব- প্রতিক্রিয়া ইত্যাদি। বলা বাহুল্য, নির্মাতা হিসেবে তানিম পারভেজ পরীক্ষিত নিঃসন্দেহে। তার করা দ্বিতীয় এই সিরিজের টিজার, ট্রেইলার এখন পর্যন্ত খুবই আকর্ষণীয়, পুরো কাজটাতে এটা ধরে রাখতে পারলেই হলো, এটা দেখার জন্যেই অপেক্ষা করছি।
২ সেপ্টেম্বর “ইরোস নাও” প্ল্যাটফর্মে সিরিজটি প্রকাশিত হতে যাচ্ছে।