সাবলেট (২০২২) বাংলা নাটক রিভিউ ডাউনলোড | Sublet (2022) Bangla Full Natok HDRip-720P | 1080P | 480P-Download

সাবলেট (২০২২) বাংলা নাটক রিভিউ ডাউনলোড | Sublet (2022) Bangla Full Natok HDRip-720P | 1080P | 480P-Download
""" আসবে বলে সেদিন আর এলে না।
কি কারণ লিখে পাঠালে না।
নিয়তির ঘাড়ে চেপে যাচ্ছে এ দিন।
অভ্যস্ত জীবন আমার এই তো এই দিন।
অপেক্ষার বয়স বাড়ছে প্রতিদিন।
জীবনের হিসেবে যোগ হচ্ছে দিন।
ভেবেছি তোমায় পেলে আবার
প্রশ্নের উত্তর চেয়ে নেবো আমার।"""
💘সাবলেট💘
পরিচালক:::: Mizanur Rahman Aryan
অভিনয়ে:: Md. Ziaul Faruque Apurba
Dilara Hanif Purnima
সে সাবলেট নিয়ে তারই স্কুলের ছাত্রী আশাদের বাসায় ওঠে। আশা তার মা তৃষার সঙ্গে থাকে। আশার বাবাকে কাজের জন্য বাইরে থাকতে হয়। কয়েকদিন পর আশার বাবা বাসায় ফিরলে শায়লা অবাক হয়ে যায়।কারণ এই মানুষটি তার হারিয়ে যাওয়া ভালোবাসা। তার মনে হাজারও প্রশ্নের ভিড়। এই প্রশ্নের উত্তর কি সে জানতে পারবে ? কেনো তার ভালোবাসার মানুষটি তাকে কোনো কিছু না বলে হারিয়ে গেছিলো?
অসাধারন একটি নাটক।অপূর্বর এবং পূর্ণিমার অভিনয় মুগ্ধ করেছে।বিশেষ করে অপূর্বর বাথরুমে ঢুকে সাওয়ার চালিয়ে মুখ চেপে তার নিদারুণ যন্ত্রণা যা কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে তাকে প্রাণপণ নিরবে নিজের ভিতরেই চেপে রাখতে চাইছে।এই দৃশ্যটা মন ছুঁয়ে যায়।আমাদের চোখেও জল এনে দেয়।ভীষণ সুন্দর একটি নাটক আবারও সবাইকে দেখার অনুরোধ রইলো।