X=Prem(2022) Bangla full Movie Download Review | এক্স=প্রেম বাংলা ফুল মুভি ডাউনলোড রিভিউ ২০২২

X=Prem(2022) Bangla full Movie Download Review
Movie ► X=Prem (2022)
Directed by Srijit Mukherji
Genres ► Sci-Fi || Romantic || Drama
IMDb Rating ► 6.7/10 || Per. Rating ► 08/10
আজ ফাইনালি ওয়াচ কমপ্লিট করলাম এ বছরই মুক্তি প্রাপ্ত সৃজিত মুখার্জির নতুন সিনেমা X=Prem 🤍🖤
বাংলাতে হাতেগোনা যে কয়েকজনের সিনেমা রিলিজ এর সাথে সাথেই সিনেমা হল কিংবা ওটিটি তে দেখে ফেলি আমার যেই সব নির্মাতাদের মধ্যে সৃজিত মুখার্জি অন্যতম। যদিও সমসাময়িক ব্যস্ততার কারণে ওটিটিতে রিলিজ হওয়ার পর বেশ খানিকটা দেরি হয়ে গেল মুভিটি ওয়াচ কমপ্লিট করতে। কিন্তু আজ যখন বিকাল বিকাল বেলা মুভিটি ওয়াচ কমপ্লিট করলাম। টু বি অনেস্ট আমি সেই ৮-১০ বছর আগের সৃজিত মুখার্জির নির্মান এর ছুঁয়া পেয়েছিলাম গোটা সিনেমাটি জুড়ে। সেই সৃজিত মুখার্জির একের পর এক বাংলাতে আউট অফ দ্য বক্স কাজ দেখে আমি তাঁর ভক্ত হয়েছিলাম।
আর বর্তমান সময়ে বাংলা ইন্ডাস্ট্রির সার্বিক পরিস্থিতি বিবেচনায় X=Prem এর মতো সাইন্স ফিকশন একটি কনসেপ্ট বাংলাতে ছিলো সত্যি আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা আর এই ধরনের ভাবনা বাংলাতে শুধু
মাত্র সৃজিত মুখার্জির মতো নির্মাতার থেকেই আশা করা যায়।
মুভির স্টোরি কনসেপ্ট এর কথা আমি আর নাই বললাম এই রিভিউতে শুধু এতোটুকুই বলবো সাইন্স ফিকশন এর সাথে রোমান্টিক ড্রামার যেই এক অদ্ভুত এবং অসাধারণ কম্বিনেশন ঘটিয়েছে সৃজিত মুখার্জি শুধুমাত্র এটা দেখার জন্য হলেও সবার এই সিনেমাটি অবশ্যই দেখা উচিত। সাথে গোটা মুভিতে ব্লাক এন্ড হোয়াইট কালার গ্রেডিং মুভিতে একটা ক্লাসিক ভাইব দিয়েছে সাথে সিনেমাটোগ্রাফি ছিলো বেশ ভালো। আর মুভিতে ব্যবহার করা প্রতিটা গান ছিলো অসাধারণ গল্পের সাথে গান গুলো খুবই সুন্দর ভাবে মিশে গেছে। এবং সবশেষে মুভির লিড রোলে দুই নতুন মুখ Shruti Das এবং Anindya Sengupta দুজনেই অভিনয়ই ছিলো টপনচ! বিশেষ করে শ্রুতি দাস গোটা মুভিতে তার অভিনয় এক্সপ্রেশন ছিলো খুবই সাবলীল এবং অনিন্দ্যর অভিনয়ে বেশ ম্যাচিউরিটি ছিলো। কাজেই দুজনের দারুণ পারফরম্যান্স মুভিটাকে আরো অসাধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
#XequalsToPremMovieReview