NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

পূজার চেরির হৃদিতা সিনেমার নগ্ন ছবি ভাইরাল | Hridita Full Movie Download | Puja Chery 2022

পূজার চেরির নগ্ন ছবি ভাইরাল | Hridita Full Movie Download | Puja Chery 2022

পূজার চেরির নগ্ন ছবি ভাইরাল | Hridita Full Movie Download | Puja Chery 2022 



 এমন লোক খুঁজে পাওয়া কঠিন যারা জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’ দেখেননি। যারা দেখেননি তারা দেখে নিয়েন। আর যারা দেখেছেন তাদের বলছি, কিছু সময়ের জন্য চোখ বন্ধ করুন। মনে করুন, সেই দৃশ্যটির কথা— ওই যে টাইটানিকের নিজ কামরায় নগ্ন হয়ে শুয়ে আছেন রোজ, আর বিমুগ্ধ চিত্তে তার নগ্ন ছবি আঁকছেন জ্যাক। কি মনে পড়েছে? এবার চোখ খুলুন। রোজের সঙ্গে এ দেশের নায়িকা পূজা চেরির একটা যোগসূত্র খোঁজা যাক।

খুব অল্পতে পূজা পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন। তার হাতে এখন একাধিক ছবি, যা সমসাময়িক অন্য নায়িকাদের নেই। একেক ছবিতে একেক চরিত্রে হাজির হচ্ছেন তিনি।


তবে এবার পূজাকে ‘হৃদিতা’ শিরোনামের একটি সিনেমায় যেভাবে দেখা যাবে, সেভাবে আগে তাকে কখনও দেখা যায়নি। চরিত্রের প্রয়োজনে তিনি নগ্ন শরীরে হাজির হতে চলেছেন। ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে দেখা গেছে টাইটানিক ছবির রোজ-জ্যাকের দৃশ্যের অনুরকরণে একটি দৃশ্য। ক্যানভাসে তুলির আঁচড়ে পূজার নগ্ন শরীরের ছবি আঁকছেন তার ভালোবাসার মানুষ এবিএম সুমন। ক্যামেরাতে সাবলীলভাবে দেখানো হয়েছে তার বিবস্ত্র শরীর। শুধু তাই নয়, কিছু ঘনিষ্ঠ দৃশ্যের ঝলকও দেখানো হয়েছে।

পর্দায় পূজার এমন নগ্ন উপস্থিতি স্বাভাবিকভাবে নিচ্ছেন না নেটাগরিকরা। বিভিন্ন গ্রুপে চলছে তার সমালোচনা। মেসেঞ্জারে আদান-প্রদান হচ্ছে ওই দৃশ্যের স্ক্রিনশট। ছি! ছি! করছেন অনেকে। তাদের মত, বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে এমন দৃশ্য বেমানান। 


এর বিপরীত চিত্রও আছে। কেউ কেউ পূজার নগ্ন শরীরে মুগ্ধ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তার শরীর। এমন সাহসী দৃশ্যে অভিনয়ে তাকে বাহবা দিতে ভুলছেন না। চরিত্রের স্বার্থে এ ধরনের বিবস্ত্র উপস্থিতি স্বাভাবিক বলেই মানছেন না।

জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান। সিনেমাটি ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছে। জানা গেছে, ৭ অক্টোবর মুক্তি পাবে এই ছবি


গতকাল প্রকাশ পেয়েছে ( হৃদিতা ) নামক একটি সিনেমার ট্রেইলার ।

এই ট্রেইলার প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একপ্রকার ঝড় বয়ে যাচ্ছে এই ট্রেইলারের কিছু দৃশ্যের কারণে ।


 অবশ্য ঝড় বয়ে যাওয়ার মতই কাজটি করেছেন পরিচালক , ইস্পাহানি আরিফ জাহান 

এই ধরনের দৃশ্যের সাথে আমাদের দেশীয় সিনেমার দর্শকেরা মোটেও পরিচিত নয় ।

গল্পের প্রয়োজনে যদি এই ধরনের দৃশ্য রাখতেই হয়

তাহলে অন্তত বক্ষ যুগলের দৃশ্যটি একটু ব্লার করে দেওয়া যেত ।

অনেকেই বলতে পারেন আরে ভাই এটা তো আর্ট করা 

এটা নিয়ে এত কিছু বলার কি আছে ।


আমি মানছি আপনাদের কথা কিন্তু তারপরও দিনশেষে কেন জানি বিষয়টা অস্বাভাবিক লাগছে ।


এর কারণ আমাদের দেশীয় সিনেমায় এই ধরনের দৃশ্য এর আগে কখনো চিত্রায়ন হয়েছে বলে আমার জানা নেই ।


অবশ্য এখানে আপনারা অশ্লীলতার রেফারেন্স আনতে পারেন কিন্তু অশ্লীলতার রেফারেন্স নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই না ওটা আমাদের বাংলা চলচ্চিত্রের একটা কালো অধ্যায় ছিল ।


২০২২ সালে এসে ডিজিটাল চলচ্চিত্রে এ ধরনের দৃশ্য আমরা দেখতে পাবো এইটা কখনোই ভাবেনি ।



পরিচালক মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ রইলো মূল সিনেমায় যেন এ ধরনের দৃশ্য না থাকে


আর যদি গল্পের প্রয়োজনের দৃশ্যটি রাখতেই হয় তাহলে যেন বক্ষ যুগলকে ব্লার করে দেওয়া হয় ।


বাকিটা আপনারা কমেন্ট বক্সের মতামত জানাতে পারেন ।

Movie: Hridita ( হৃদিতা  )

Cast: Puja Chery, ABM Sumon, Saberi Alam, Manosh Bandapadhaya, Arjumand Ara Bakul

Director: Ispahani Arif Jahan 

Producer: M.N.Ispahani 

Story & Dialogue: Anisul Hoque

Choreographer: Masum Babul & Monzor Ahmed

Production: One Frame

Music Direction: Muntasir Tusher

Music Producer & Keys: Shihab Ashraful

 Publicity design : Sajjadul Islam Sayeem 

Edit: Touhid Hossain Chowdhury

Dop: Sayed Uz Zaman

Label: SIS Media 


Hridita is Government Grant Movie 



Request Movies and Series
Uncatorized
Daud
Daud
Hey! I'm Daud, Currently Working in IT Company BD. I always like to learn something new and teach others.
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.