নেটওয়ার্কের বাইরে চরকি মুভি রিভিউ ডাউনলোড | Network Er Bhaire Chorki Movie Download

নেটওয়ার্কের বাইরে চরকি মুভি রিভিউ ডাউনলোড | Network Er Bhaire Chorki Movie Download
ওয়েব ফিল্ম - নেটওয়ার্কের বাইরে
প্ল্যাটফর্ম - চরকি
পরিচালক - মিজানুর রহমান আরিয়ান
অভিনয় - শরিফুল রাজ, খায়রুল বাশার, ইয়াষ রোহান, অর্ষা, তাসনিয়া ফারিন, নাজিফা তুষি, তাসনুভা তিশা।
পার্সোনাল রেটিং-৯/১০❣️
Spoiler Allert
কিছু সিনেমা থাকে যেটা দেখার পরে সিনেমার রেশ অনেকক্ষন রয়ে যায়,এটাও সে ধরনের মুভি।বাংলাদেশ এ আডভেঞ্চার টাইপ মুভির সংখ্যা অনেক কম।আর মিজানুর রহমান আরিয়ানের সাময়িক কাজগুলো যদি দেখেন,তাহলে সিনেমাটোগ্রাফি,কালার গ্রেডিং,গানগুলো এসব খুবই চোখে পড়ার মতো।গত ঈদের 'চিরকাল আজ' নাটক দেখলেও বিষয়টা বুঝবেন।
গল্পের প্লটটাও খুবই সাধারণ।ইউনিভার্সিটি লাইফের বন্ধুত্ব এর গল্প, হয়ত এটাই তাদের জীবনের একসাথে শেষ ভ্রমণের গল্প।তবে এই সাধারণ বিষয়টাকে পরিচালক এতো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন..ভার্সিটির লাইফ শেষ করা চার বন্ধুর ট্যুর...কারো এর মধ্যেই ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার কষ্ট বা পাওয়ার আনন্দ,কারো চাকরি পাওয়ার চিন্তা আবার কারো প্যারা নাই চিল জীবনের শুধুই ঘুরে বেড়ানো,তাদের জীবনের মিল-অমিলের মধ্যে সেই সময়টুকুতেও নিজের জীবনের ভ্রমণ স্মৃতিটুকুও,ভার্সিটি লাইফের সুন্দর সময়টুকু মনে করায়ে দিবে।
কি ছিলোনা সেই গল্পে...প্রথম দিকে ধীরে ধীরে আগানো গল্প হঠাৎ করে রূপ বদল,পুরোটা সময় সূক্ষ্ম আনন্দের রেখা আপনার ঠোঁটে লেগে থাকবে।তবে পরিচালকও এখানেও তার কারিশমাটা দেখিয়েছেন,একটা বড় রকমের টুইস্ট,পাহাড়সম ধাক্কা দেখার জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।
এমনিতেই কয়েকদিন থেকে মন খারাপ হয়ে আছে,কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে।এই মুভি দেখে সেই মন খারাপটা আরো বেড়ে গেছে🤧
.