আড়াল চরকি অরজিনাল ফিল্ম ডাউনলোড | Araal Chorki Orginal Flim Download & Watch Online

আড়াল চরকি অরজিনাল ফিল্ম ডাউনলোড | Aral Chorki Orginal Flim Download & Watch Online
Araal | Chorki Flick | Pritom Hasan | Nazmul Nobin
প্রীতম হাসান,
বাংলাদেশের প্রয়াত সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে হিসেবে তাকে আমরা অনেকেই চিনি তবে ড্যাসিং লুকের একজন মডেল হিসেবে প্রথম আমাকে তার চেনা। তার গানও শুনেছি। এরপর নুহাশ হুমায়ুনের পেটকাটা ষ সিরিজে 'নিশির ডাক' পর্বে তাকে দেখি। একজন সংগীত জগতের মানুষ হিসেবে অভিনয়ে বেশ দাপট দেখিয়েছেন তিনি।
নিউজফিড স্ক্রল করতে করতে চরকির অফিসিয়াল পেজে দেখলাম জোব্বা টুপি পড়া এক নতুন প্রীতম হাসানকে। সদ্য প্রকাশিত হয়ছে প্রীতম হাসানের অভিনয়ে ফ্লিক 'আড়ালে'র ট্রীজার। পরিচালনায় আছেন নাজমুল নবিন।
ট্রীজারে দেখা যায় প্রীতম হাসান সাইকেল চালিয়ে একটা ঘরের সামনে আসলো, ঘরের দরজা খুলেই কিছু একটা দেখে হতভম্ব হয়ে চারিদিকে তাকিয়ে দ্রুত সে ঘরের দরজা আটকিয়ে দিলো? কিন্তু আসল কাহিনী টা কি বোঝা গেলো না?
তবে মনে হচ্ছে সাসপেন্স থ্রিলার টাইপ কিছু আসতে চলেছে। যেহেতু ফ্লিকের নাম 'আড়াল', তাহলে হয়তো এই ফ্লিকে কিছু আড়াল করা হবে, এখন দেখার অপেক্ষা আসলে কি আড়াল করা হবে,,মানুষ, সম্পর্ক নাকি ঘটনা?
রিভিউ
চরকি কনটেন্ট: 'আড়াল'
পরিচালনায় : নাজমুল নবীন
ভোলার মনপুরা দ্বীপের একটি গ্রামের মসজিদের ছোট হুজুর সিদ্দিক (প্রীতম হাসান)। প্রতিদিনের মত ফজরের নামাজ পড়িয়ে বাড়ি ফিরলে, সে দেখে তার ঘরের তালা খুলা আর মেঝেতে পরে আছে একটা মেয়ের লাশ। কিন্তু কোথা থেকে লাশ আসলো? আর তার ঘরেই লাশ কেনো? কেও কি তার সাথে শত্রুতা করলো? এটা ভাবতে ভাবতেই সে হয়রান হয়ে পড়ে।
এই গ্রামে সিদ্দিকের আপন বলতে তার কেও নেই,বড় হুজুরকে ভয় আর লজ্জায় কিছু বলতেও পারে না। কিন্তু এখন এই লাশ নিয়ে সিদ্দিক কি করবে?? কিভাবে লুকাবে, এই লাশের শেষ পরিণতিই বা কী? এসব নিয়েই আগাতে থাকে এই গল্পের কাহিনী।
অভিনয়ের কথাতে যদি আসি প্রীতম হাসান তার বেস্ট দিয়েছেন।সংগীত জগতের মানুষ হয়েও অভিনয়ে বেশ দাপট দেখিয়েছেন তিনি। তার কথা বলা,এক্সপেরেশন, হাঁটাচলা দেখে রিয়েলই মনে হয়েছে।
এই গল্পটা মূলত সাইকোলজিক্যাল কনসেপ্টের। এই কনটেন্টের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আল-আমিন হাসান নির্ঝর। প্রীতমের হাসানের মোয়াজ্জিন চরিত্রের এই গল্পটি খুব সহজেই দেখে নিতে পারেন চরকির পর্দায়। কাজটি ভালো লেগেছে আমার কাছে।
সবশেষে বলবো সত্য কখনো লুকানো যায় না,আর সত্য লুকাতে গেলে অনেক ত্যাগ আর বলিদান দিতে হয় যা সবাই পারেনা।
হ্যাপি ওয়াচিং 😊