NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

Jaago Bahey (জাগো বাহে) Bangla Chorki Series Review Download Review 2022

Jaago Bahey (জাগো বাহে) Bangla Chorki Series Review Download Review 2022


Jaago Bahey (জাগো বাহে)  Bangla Chorki Series Review Download Review 2022

 🎬𝗦𝗲𝗿𝗶𝗲𝘀: জাগো বাহে

🎞️𝗚𝗲𝗻𝗿𝗲: হিস্টোরিক্যাল ড্রামা 

📸𝗦𝗲𝗮𝘀𝗼𝗻: ০১

📷𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀: ০৩

🏴𝗖𝗼𝘂𝗻𝘁𝗿𝘆: বাংলাদেশ

🏳️𝗟𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲: বাংলা, উর্দু

📅𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲 𝗗𝗮𝘁𝗲: ২৩ ডিসেম্বর, ২০২১

🟡𝗜𝗺𝗱𝗯 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴: ৮.৪/১০

🟢𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴: ৮.৫/১০


#𝗡𝗼_𝗦𝗽𝗼𝗶𝗹𝗲𝗿


ক্রমশ উন্নতির পথে সাফল্যের সহিত এগিয়ে চলা ওটিটি প্লাটফর্ম Chorki। বাংলার ইতিহাসের তিনটি উল্লেখযোগ্য বছর ১৯৫২, ১৯৭০ এবং ১৯৭১ সাল ইত্যাদি তিনটি টাইমালাইনের তিনটি উল্লেখযোগ্য ঘটনার উপর ভিত্তি করে তিন পর্বের এক অসাধারণ সিরিজ মুক্তি পেয়েছে গত বছরের শেষদিকে।

 সীমিত রানটাইম এবং বাজেটের মধ্যে এতো নিখুঁত স্ক্রিপ্ট, দুর্দান্ত স্ক্রিনপ্লে, স্টারকাস্টে পরিপূর্ণ, অসাধারণ সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, বিজিএম, এডিটিং এবং দক্ষ মেকিং+ডিরেকশনের কম্বিনেশন দেখে আমি সত্যিই অভিভূত। 




🎞️এপিসোড ১ঃ (শব্দের খোয়াব)

১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানের জান্তা সরকার পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু ঘোষণা করার পর বাঙালি ক্ষোভে ফেটে পড়ে এবং শুরু হয় ভাষা রক্ষার দাবিতে আন্দোলন। সেসময় বিভিন্ন সরকারি এবং দাপ্তরিক প্রতিষ্ঠানে সব কর্মচারীদের উর্দু ভাষা চাপিয়ে দেওয়া এবং এমন প্রতিকূল পরিবেশে বাঙালির সংগ্রাম, ক্ষোভ, প্রতিবাদী চেতনা, বিদ্রোহী মনোভাব ইত্যদি বিষয় অসাধারণভাবে মাত্র ২৭ মিনিটের মধ্যে ক্যামেরাবন্দী করা হয়েছে এই এপিসোডে।


🎞️এপিসোড ২ঃ (লাইটস, ক্যামেরা..অবজেকশন)

বাংলাদেশের কালজয়ী পরিচালক জহির রায়হান পরিচালিত 'জীবন থেকে নেওয়া' মুভি যেখানে ১৯৫২-১৯৭০ সাল পর্যন্ত তৎকালীন স্বৈরশাসকের অত্যাচারী শাসনের প্রতিবাদে বাংলার মানুষের জাতীয়তাবাদ এবং দেশাত্মবোধকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে; মুভিটি মুক্তির পর সেন্সর বোর্ড আটকে দিয়েছিলো এবং এটা নিয়ে প্রচুর জলঘোলা হয়। সেই প্রেক্ষাপটের থেকে অনুপ্রাণিত হয়ে এপিসোডটি নির্মিত, এই এপিসোডের সবচেয়ে আকর্ষণীয় দিক থেকে ডায়ালগগুলো এবং সিরিজে আমার কাছে বেস্ট এপিসোড এটা। 


🎞️এপিসোড ৩ঃ (বাঙ্কার বয়)

১৯৭১ সালে যুদ্ধের শেষদিকে সুনামগঞ্জের একটি পাকিস্তানি সেনাদের একটি ক্যাম্পের একজন ছাড়া সব সৈন্য যুদ্ধে মারা যায়৷ সেসময় ক্যাম্পে একটি টোকাই ছেলে এসে হাজির হয় এবং পুরোটা সময় দুইটি ভিন্ন ভাষার, ভিন্ন জাতির মধ্যে কথপোকথন এবং যুদ্ধের সময়কার অবস্থা ফুটে উঠেছে ৩৩ মিনিটের ফ্রেমে।


#𝗟𝗮𝘀𝘁_𝗼𝗳_𝗮𝗹𝗹, সবার জন্য মাস্টওয়াচ একটা সিরিজ। না দেখে থাকলে দেখে ফেলুন দেরি না করে। আরো বিস্তারিত লিখার ইচ্ছা ছিলো কিন্তু আইডিতে রেস্ট্রিকশন থাকায় অনেককিছু উল্লেখ করা সম্ভব হয়নি তাই সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।

Request Movies and Series
Bangla Movie Review
Coldeyes
Coldeyes
No. 1 Bengali Movie Downloading Site.It is a Free Website that provides you Bangladeshi Movies,Indian Bengali Movies,Bangla Natok, Bengali Series,Bengali Webflim, Bangla Dubbed Movies And Other Premium Content for free.Everyday New Movie Upload here
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.