জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে? বুবলি নাকি অপু বিশ্বাস? Most Popularity Heroin Bubly Or Apu Bishwas

জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে? বুবলি নাকি অপু বিশ্বাস?
জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে? বুবলি নাকি অপু বিশ্বাস? Most Popularity Heroin Bubly Or Apu Bishwas
ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। ২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অপু বিশ্বাসের। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমাতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। রাতারাতি তারকা বনে যান অপু।
শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’-এর পর শাকিব-অপু জুটি একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ সিনেমাগুলোতেও সফল হন। এরপর অপু ছুটতে থাকেন রেসের ঘোড়ার মতো। ‘মিয়া বাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য সিনেমা সুপারহিট ব্যবসা করে। মজার ব্যাপার হলো, অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ সিনেমার নায়ক শাকিব খান।শাকিবের বাইরে মান্না, ফেরদৌস,বাপ্পি চৌধুরী, ডি এ তায়েবের সাথে এখন প্রজন্ত মুক্তি পাওয়া চারটি ছবিতে অভিনয় করেছেন।যেগুলো হলো কাল সকালে,পিতা মাতার আমানত, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২।তিনটিতে সফল অপু বিশ্বাস। কমার্শিয়াল ছবির বাইরে ভিন্নধর্মী ইশা খা ছবিতে অভিনয় করেছে অপু বিশ্বাস। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি এবার দেখার বিষয় কমার্শিয়াল ছবির বাইরে অপু বিশ্বাস কেমন চমক খেয়ায়।
শবনম বুবলিঃবুবলি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা ও সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী।তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে।বর্তমানে ঢালিউডের সবচেয়ে বিতর্কীত নায়িকা শবনম বুবলি।তার মুক্তি পাওয়া সর্বমোট ছবির সংখ্যা ১৫ টি। তার ভিতরে শাকিব খানের সাথে ১১ টি ছবির মধ্যে হিট ফ্লপ দুইটাই ছিলো। কারন দর্শক এ জুটিকে পছন্দ করেনি। শাকিবিয়ান ভক্তদের দাবি ছিলো ব্যাক্তিগত পছন্দ যেন শাকিব খান তার ভক্তদের উপর চাপিয়ে না দেন। অবশেষে শাকিব খান বাধ্য হয়ে ঘোসনা দেন বুবলি এর পর তার সাথে আর কোনো সিনেমায় থাকবে না।এর পর বুবলি বাকি আর্টিস্টদের সাথে কাজ করা শুরু করে যার মুক্তি পেয়েছে চারটি ছবি একটাতেও তেমন সফলতা পায়নি। সমালোচকদের দাবি শাকিবের বাইরে বুবলি অচল। মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি ছবি দেখা যাক এই ছবিগুলো দিয়ে বুবলি প্রমান করতে পারেন কিনা শাকিব ছাড়াও তিনি পারেন।
দুজনের ক্যারিয়ার পর্যবেক্ষন করলে দেখা যায়, অপু বিশ্বাসের ক্যারিয়ারে যতগুলো হিট ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন অতোগুলো ছবি বুবলি করেওনি।অভিনয়, হাইট, সৌন্দর্য,দর্শক জনপ্রিয়তা, ইন্ডাস্ট্রিতে অবস্থান সব দিক থেকে অপু বিশ্বাস বুবলির চেয়ে অনেক এগিয়ে। তাই বুবলির সাথে অপু বিশ্বাসের তুলনা বোকামি ছাড়া কিছুই না । বুবলি শিক্ষিত ফ্যামিলির থেকে বিলং করতে পারে কিন্তু সে পার্সোনালিটিলেস একজন অভিনেত্রী।যার ক্যারিয়ারে ছবির চেয়ে সমালোচনা বেশি।