NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

মৌচাক (Mouchak) Hoichoi Bamgla Web Series Review Download & Watch Online

মৌচাক (Mouchak) Hoichoi Bamgla Web Series Review Download & Watch Online

 

মৌচাক (Mouchak) Hoichoi Bamgla Web Series Review Download & Watch Online 

🎬 ওয়েব সিরিজ-ঃ মৌচাক (২০২১)

ধরন-ঃ ড্রামা 

পরিচালক-ঃসাহানা দত্ত

অভিনয়-ঃ মোনামী ঘোষ, কাঞ্চন মল্লিক 

সিজন-ঃ ১| এপিসোড ৭

রেটিং-ঃ ৭/১০ 




স্পয়লার হতে পারে ✅


১৮+ সতর্কতা অবলম্বন করুন সম্পুর্ন সিরিজ জুড়ে মৌ বৌদির উষ্ণতা। 😜


সুন্দরী মৌ বউদি, কামাতুর দেওরের দল আর একটি লটারির টিকিট – এই নিয়েই যত কাণ্ডকারখানা। মৌচাক শুধু নামেই যাবতীয় মধু মাখানো। প্রথম সিজনের ৭টি এপিসোড যেমন মিষ্টি, স্বাদও ঠিক তেমনই পাওয়া গেল। মৌমাছির মতো একগুচ্ছ চরিত্র কেবল আনাগোনা করল।

প্রথম এপিসোড থেকেই মৌ বউদি (মনামী ঘোষ) যেন সাক্ষাৎ রতির অবতার। যার একডাকে পাড়ার যেকোনও দেওর এসে বাড়ির দুয়ারে উপস্থিত হয়। অবশ্যই মৌয়ের স্বামী তারক পাণ্ডার (কাঞ্চন মল্লিক) অনুপস্থিতিতে। তারকের মা শয্যাশায়ী বউমার গোপন কাহিনি জানলেও তার কিছু করার নেই। নাক কাটা গেলেও বউয়ের উপর কর্তৃত্ব ছাড়ার পাত্রী তারক নয়। কম যায় না মৌ-ও। নিজের শরীরের চাহিদা সে পূরণ করতে জানে। এ পর্যন্ত কমেডির মোড়কে বিয়ে-পরকীয়ার কাহিনি চলছিল। মোড় ঘুরল মৌয়ের ‘নাগর’ বিমলের জেতা দেড় কোটি টাকার লটারির টিকিটকে কেন্দ্র করে। তার জেরেই বিমলের খুন, তাতে আবার একের পর একের চরিত্রের জড়িয়ে পড়া চলতেই থাকে। আর আমি ভাবতে থাকি, “এই পথ যদি না শেষ হয়…।”


গল্পে তেমন নতুনত্ব পেলাম না। মনামীর (Monami Ghosh) সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা নিয়েও নতুন করে কিছু বলার নেই। কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) পোড় খাওয়া অভিনেতা। কাহিনিতে নিজের প্রয়োজনীয়তা বোঝেন। তবে কমেডির জন্য সবসময়ই কি শব্দ নিয়ে খেলার প্রয়োজন রয়েছে? কিছু জায়গায় মুহূর্তের উপর সমস্ত কিছু ছেড়ে দিলেও তো হয়।

হ্যাঁ! , গল্পের গরু গাছে উঠতেই পারে, ফিকশন তো! তা বলে এক রাতেই এতকিছু ঘটনো যায় তা জানা ছিল না। মীর আফসার আলির কণ্ঠ সাতসকালে শুনতে দারুণ লাগে, কিন্তু এক্ষেত্রে সূত্রধরের প্রয়োজন ছিল বলে মনে হয় না। এখনকার দর্শককে এত না শেখালেও চলে! তাঁর নিজেরাই অনেক কিছু বুঝে নিতে সিদ্ধহস্ত। ওয়েব সিরিজ এমনিতেই সময় নিয়ে দেখতে হয়, তাতে অযথা গান না থাকলেও চলে। আচমকা “আজকে রাতে জোছনাতে কেউটে ওঠে বিছানাতে…” গানে মৌ বউদির নেচে ওঠায় কাহিনির তাল কাটে। আবার টানটান সাসপেন্সের মধ্যে জেসমিন কেন টেলিভিশনের ভিতরে আইটেম সং করতে গেলেন, তাও বোঝা গেল না। এক পাতে সমস্ত খাবার দিলেই দর্শকের সবসময় পছন্দ হবে তেমন কোনও কথা নেই। স্টার্টারের পরই মেইনকোর্স, তারপর ডেজার্টের পালা আসে। আবারের খাবারের মতো চিত্রনাট্যের মালমশলাতেও ভারসাম্য থাকতে হয়। তা এই মরশুমে ঠিক পাওয়া গেল না। আশা করি দ্বিতীয় মরশুমে প্রত্যাশা পূরণ হবে।


Happy watching 🙂

Request Movies and Series
Bangla Movie Review
Coldeyes
Coldeyes
No. 1 Bengali Movie Downloading Site.It is a Free Website that provides you Bangladeshi Movies,Indian Bengali Movies,Bangla Natok, Bengali Series,Bengali Webflim, Bangla Dubbed Movies And Other Premium Content for free.Everyday New Movie Upload here
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.