অদম্য মেয়েরা (Odommo Meyera) Chorki Documentery Flim Download Review 2022

অদম্য মেয়েরা (Odommo Meyera) Chorki Documentery Flim Download Review 2022
‘অদম্য মেয়েরা’ (ডকুমেন্টারি)
ওটিটি- চরকি
ডুকুমেন্টারিতে মূলত দেশের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একদল সাহসী মেয়ের কাহিনী দেখানো হয়েছে। যারা নিজেদের ইচ্ছা শক্তি এবং প্রবল আগ্রহের জোড়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে দেশের নাম বহিঃবিশ্বে তুলে ধরেছেন।
ময়মনসিংহ জেলার প্রত্যন্ত একটি গ্রাম। যেখানে দেশের অন্য সব অঞ্চলের মতোই মেয়েরা নানা সীমাবদ্ধতা ও বৈষম্যের মধ্যে বেড়ে ওঠে। সেই গ্রামের একটি বিদ্যালয়ের মেয়েরা ফুটবল খেলবে! স্বভাবতই বিষয়টা সমাজের মানুষ শুরুতে ভাল ভাবে নেয়না, মেয়ে ফুটবল খেলতে পারবে না। তবু মেয়েদের অদম্য চেষ্টায় এবং শিক্ষকদের সহযোগীতায় ঐ বিদ্যালয়ের মেয়েদের নিয়ে গড়ে ওঠে ফুটবল টিম। অনুর্ধ্ব - ১৪ জাতীয় নারী ফুটবল টিমেও জায়গা পায় ঐ বিদ্যালয়েরই মেয়েরা। দেশের গন্ডি পেরিয়ে দলটি দেশের বাইরে খেলতে যায়। সেখানে জিতে নেয় স্বপ্নের শিরোপা।
মানুষের দৃঢ় প্রত্যয় থাকলে যে কোন বাধা পেরোনো অসম্ভব কিছু না তার একটি বাস্তব চিত্র হচ্ছে এই ডকুমেন্টারি। আমাদের জন্য একটা অনুপ্রেরণার গল্পও বটে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান বা জায়গা নিয়ে হতাশ থাকি। কিন্তু এই ডকুমেন্টারি আপনার সেই ভুল ধারণা ভেঙ্গে দিতে বাধ্য। এক অজোপারাগাঁ থেকে তীব্র ইচ্ছা আর পাহাড়সম অনুপ্রেরণার জোড়ে কিভাবে শুধু বাংলাদেশ নয় বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উড়ানো যায় সেই গল্পই দেখা যাবে এখানে।
ময়মনসিংহ জেলার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা মেয়েদের ফুটবলার হওয়ার গল্প নিয়ে রেদওয়ান রনি নির্মাণ করেছিলেন ডকুমেন্টারি ফিল্ম ‘অদম্য মেয়েরা’। প্রথম আলোর সহযোগিতায় রেদওয়ান রনি ৭ মিনিটের দারুণ একটা ডকুমেন্টারি বানিয়েছেন। ৭ মিনিটের ডকুমেন্টারি তবুও ‘অদম্য মেয়েরা’ দেখে সো কল্ড্ সিনেমার চেয়ে বেশী তৃপ্তি পেয়েছি। এমন বাস্তবধর্মী এবং অনুপ্রেরণার গল্প আরো চাই।