অ-সুখ (Oshukh) Bioscope Shortflim Download Review

দেখে নিলাম 'প্রিয়জন প্রয়োজন' সিরিজের প্রথম পর্ব
অ-সুখ (Oshukh) Bioscope Shortflim Download Review
শর্টফিল্মঃ "অ-সুখ"
পরিচালনায়ঃ আশিকুর রহমান
প্ল্যাটফর্মঃ বায়োস্কোপ
অভিনয়েঃ তারিক আনাম খান, সৈয়দ জামান শাওন, ফারহানা মিঠু, নাঈমা তাসনিম, জারা, আজম খান, লিওনা লুভাইনা ইসলাম, ফরহাদ লিমন সহ আরো অনেকে।
(নো স্পয়লার)
পৃথিবীতে বাবা ছেলের সম্পর্কের মতো মধুর সম্পর্ক হয়তো আর দ্বিতীয়টি নেই। বাবা এবং ছেলের মাঝে কখনও কখনও (বলা যায়) স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে একটু মতানৈক্য হয়, এটা স্বাভাবিক। সব পরিবারেই এমনটি হয়ে থাকে। তার মানে এই নয় যে, বাবা-ছেলের সম্পর্ক একদম সাপে-নেউলে হয়ে যায়। কক্ষনো না। যতই দ্বন্দ্ব বা মনোমালিন্য হোক না কেন বাবা ছেলের মাঝে বিদ্যমান ভালোবাসার সম্পর্ক আর রক্তের টান কখনো ফুরিয়ে যায় না। হয়তো সাময়িক একটু মান-অভিমান চলে, পরে সব ঠিক হয়ে যায়। তা ছাড়া ছেলের প্রতি বাবা একটু কঠোর থাকবেন এটাই স্বাভাবিক। ওটা বাবাদের বৈশিষ্ট্য, বাহ্যিক, বেলের মতো, অন্তরটা শক্ত মোড়কে আবৃত সুমিষ্ট নির্যাসসমৃদ্ধ। স্নেহসর্বস্ব ভালোবাসাময় অদৃশ্য নির্যাসগুলো একমাত্র একজন বাবারই থাকে, বাবা ছাড়া অন্য কারও সঙ্গে উপাদানে মিলবে না। সুতরাং বাবা রাগ হবেন, শাসন করবেন এটাই নিয়ম। সন্তানের বিপদে একজন বাবা-ই সবার আগে ঝাপিয়ে পড়ে। এমনই একটি বাবা ছেলের সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে 'অ-সুখ' শর্টফিল্মটি।
বর্তমান সময়ের একজন আস্থাশীল নির্মাতা আশিকুর রহমান। দর্শকদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখে একের পর এক ভালো গল্পের কাজ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। অন্য নির্মাতারা যেখানে ভিউ এর পিছনে ছুটছেন সেখানে আশিকুর রহমান পুরোই ব্যতিক্রম। ভিউ নয় গল্পকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। ব্যক্তিগতভাবে তার নির্মাণ আমার বরাবরই বেশ ভালো লাগে। 'অ-সুখ' শর্টফিল্মটিও আমার খুব ভালো লেগেছে।
এবার অভিনয়ে আসা যাক। বাবার চরিত্রে বরাবরই দারুণ অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান। এই শর্টফিল্মেও তাঁর ব্যতিক্রম হয়নি। একজন বাবার চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি। অন্যদিকে ছেলের চরিত্রে নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন। তার লুক, এক্সপ্রশন, ডায়লগ ডেলিভারি ও বডি ল্যাংগুয়েজ একদম অন্যরকম লেগেছে। এছাড়াও অন্যান্য চরিত্রে বাকি যারা ছিলেন তারা সবাই সবার জায়গা থেকে চরিত্র অনুযায়ী বেশ ভালো অভিনয় করেছেন।
গল্প, চিত্রনাট্য, সংলাপ, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সব মিলিয়ে একটি অসাধারণ নির্মাণ 'অ-সুখ'।
চাইলে সময় করে দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে।
ধন্যবাদ ❤️