শাকিব খানের শের খান মুভি আসছে | Shakib Khan New Movie Sher Khan Download Watch Online 2023

শাকিব খানের শের খান মুভি আসছে | Shakib Khan New Movie Sher Khan Download Watch Online 2023
চিত্রনায়ক শাকিব খানের ভক্তরা চাইতেন, তাকে দুর্দান্ত অ্যাকশন গল্প নির্ভর ছবিতে দেখতে। ভক্তদের চাওয়া পূরণ করতে যাচ্ছেন এই সুপারস্টার।
তিনি আগামীতে পুলিশি অ্যাকশন ছবি করতে যাচ্ছেন। মারদাঙ্গা অ্যাকশন ও পর্দায় চৌকস একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে শাকিব অভিনীত এ ছবির নাম হবে ‘শের খান’। পরিচালনা করবেন সানী সানোয়ার, যিনি ঢাকা অ্যাটাক ছবির কাহিনী লিখেছেন। পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’।
জানা গেছে, ‘শের খান’ নামটি ইতোমধ্যেই পরিচালক সমিতিতে এন্ট্রি করা হয়েছে। তবে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন সেটিও ঠিক হয়নি।
‘শের’ মানে বাঘ। নামেই ইঙ্গিত দিচ্ছে, মারকাটারি অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে ‘শের খান’। তবে ছবিটি প্রসঙ্গে এখনই বিস্তারিত বলতে চাইলেন না পরিচালক সানী সানোয়ার। এটুকু জানালেন, চলতি মাসেই শাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তখনই ছবি প্রসঙ্গে বিস্তারিত বলবেন।
তবে জানা যায়, ‘শের খান’ ছবিতে শাকিবকে নতুনভাবে উপস্থাপন করতে নানামাত্রিক পরিকল্পনা নিয়েছেন পরিচালক সানী। যা হতে পারে সত্যি চমক! এই ছবিটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন ও শাকিব খান ফিল্মস। আগামী বছর যে কোনো উৎসবে মুক্তি পাবে ‘শের খান।’
শুটিংয়ে ফিরছেন Shakib Khan , নতুন সিনেমার নাম ‘শের খান’
অবশেষে শুটিংয়ে ফিরছেন তিনি। তাঁর নতুন সিনেমার নাম ‘শের খান’। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান SK Films ও COP Creation ব্যানারে নির্মাণ হচ্ছে এই সিনেমা। এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নামে নিবন্ধন নিয়েছেন কপ ক্রিয়েশনের কর্ণধার Sunny Sanwar । চলতি মাসেই টিজার প্রকাশ করে এই সিনেমার ঘোষণা দেওয়া হবে, যেটির শুটে দ্রুতই অংশ নেবেন শাকিব খান।
এনটিভি
"শের খান" মুভির প্রচারে আমার বানানো পোস্টার।পোস্টারটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
#sheerkhan #sakibkhan #riyajulislamtanjil