Beauty & The Bullet Bengali Bioscope Series Review HD Download

ওয়েব সিরিজ-ঃ বিউটি এন্ড দ্যা বুলেট (২০১৯)
ধরন-ঃ ক্রাইম, থ্রিলার, ড্রামা
পরিচালক-ঃ অনিমেষ আইচ
অভিনয়-ঃ নিশো,তাহসান,নিরব,মিম,মম,সেলিম,সাহেদ -প্রমুখ
সিজন-ঃ ১ | এপিসোড-ঃ ৭
আইএমডিবি-ঃ ৭.২/১০
একঝাঁক স্টার কাস্ট প্রথমবারের মত একসাথে 🔥
নো স্পয়লার:
তো ৭টি এপিসোডের প্রায় দুই ঘন্টা দশ মিনিটের এই সিরিজটির শুরু থেকেই আপনাকে খুব এনগেইজিং করে ফেলতে সক্ষম। সিরিজ এর গল্প নিয়ে তেমন কিছু বলব নাহ৷ তবে একটুই বলব এটা কিছুটা পলিটিক্যাল থ্রিলার ঘরানার। সাথে সিরিজের স্ক্রিনে প্লে ছিলো ছিলো খুবই ভালো এবং গোটা সিরিজের মাঝে ও শেষ বেশ কিছু টুইস্ট এন্ড টার্নস্ রয়েছে যার কারণে সিরিজটি দেখার সময় আমি একদমই বোর ফিল করিনি। সিনেমার লেন্থের এই সিরিজটি আমি এক বসাই ওয়াচ কমপ্লিট করছি।
সিরিজে অনিমেষ আইচ এর ডিরেকশন ছিলো একদম টপক্লাস। এবং সিরিজটি অসাধারণ হওয়ার সবচেয়ে বড় usp ছিলো সিরিজে অভিনয় করা একঝাঁক দূর্দান্ত অভিনয় শিল্পীরা। লিড রোলে প্রিয় বস আফরান নিশো বরাবরের মতোই কাঁপিয়ে দিয়েছেন। সিরিজে তাকে দেখে বোঝার উপায় নাই তিনি অভিনয় করছেন এতটা সাবলীল ছিলেন তার চরিত্রে। আর তাহসান খানের চরিত্রে ও বেশ ডিফারেন্ট ছিলো তার গতানুগতিক কাজ গুলোর থেকে। এছাড়া মিম মানতাশা ও বিদ্যা সিনহা মিম এই দুই মিমই তাদের গ্লামার ও অভিনয় দু'টোর ছাপ খুব ভালো ভাবেই রেখেছিলেন এই সিরিজে। সবশেষে জাকিয়া বারী মামো, শহীদুজ্জামান সেলিম এবং সাবেরি আলম এরা ও তাদের চরিত্র খুবই ভালো পারফরম্যান্স দিয়েছেন।
Music ; এই সিরিজটি নিয়ে সর্বশেষ যে কথাটি না বললেই নয়। সেরা হলো সিরিজ এর মিউজিক ছিলো খুবই দারুণ। গোটা সিরিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক এর সাথে স্পেশালি প্রতিটা এপিসোড শুরু হওয়ার ইন্ট্রোতে "বাতাসে কিসের গন্ধ" এই গানটা আমার খুবই অসাধারণ লেগেছে।
Final Verdict : ওভারঅল, Beauty & The Bullet আমার কাছে খুবই ইউনিক এন্ড স্মার্ট মেকিং এর সিরিজ ছিলো। কিন্তু দুঃখের বিষয় হবে ২বছর আগে রিলিজ হলেও বায়োস্কোপের এই সিরিজটি খুবই আন্ডাররেটেড একটা ফিকশন বাংলা সিরিজ জগতে।
হ্যাপি ওয়াচিং 🥰
Note : This Movie Review Post ,I am Not Viloating Copyright any Law.