Drishyam 2 Hindi Full Movie Bangla Review

মুভি-ঃ Drishyam 2 (2022)
ধরন-ঃ ক্রাইম, থ্রিলার, ড্রামা, মিস্ট্রি
পরিচালক-ঃ অভিষেক পাঠক
অভিনয়-ঃ অজয় দেবগন, টাবু,ঈশিতা দত্ত, শ্রিয়া শরণ,অক্ষয় খান্না
রানটাইম-ঃ ২ ঘন্টা ২০ মিনিট
ভাষা-ঃ হিন্দি | আইএমডিবি-ঃ ৯/১০
স্পয়লার আছে :
মালয়ালম ভাষায় তৈরি ‘দৃশ্যম’ ছবির সিক্যুয়েল মুক্তি পেয়েছিল ২০২১ সালে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মোহনলাল। তা সাফল্য পাওয়ার পরই হিন্দি ভাষায় ‘দৃশ্যম ২’ ছবি তৈরির কথা ঘোষণা করা হয়। পরিচালনার দায়িত্ব পান অভিষেক পাঠক। নতুন ছবিতে সাত বছরের পরের কাহিনি দেখানো হয়েছে। কেবল চ্যানেলের পাশাপাশি এখন সিনেমা হলেরও মালিক বিজয় সালগাওকর । একটি সিনেমা তৈরির চেষ্টাও করছে সে। কাহিনি যাতে কেউ চুরি করতে না পারে তা উপন্যাস আকারে প্রবেশ করিয়ে রেখেছে।
কিন্তু পুলিশ অফিসার মীরা দেশমুখ নিজের ছেলের মৃত্যু ভোলেনি। গোয়ার আইজি তার বন্ধু তরুণ । তার মাধ্যমেই চালিয়ে যাচ্ছে তদন্ত। এবার কী মীরা পারবে ছেলের খুনের কিনারা করতে? নাকি বিজয় সালগাওকর আবার নিজের বুদ্ধির জোরে এবারও পুলিশের চোখে ধুলো দিয়ে বেঁচে যাবে? তা জানতে হলে সিনেমাটি দেখতে হবে।
তবে কয়েকটি বিষয় নিয়ে বলা প্রয়োজন-ঃ 👇
এ ছবিও খানিকটা জিগ-স পাজল খেলার মতো। জিগ-স পাজলে যেমন ছবি খাঁজে খাঁজে মিলে যায়, তেমনই এ ছবির দৃশ্যগুলি। খাঁজে খাঁজে গল্প মিলে যায়। তবে গল্পের টুইস্ট ও টার্ন শুরু হয় প্রথম পর্বের পর থেকে। তার আগে বেশ ধীর গতিতেই এগোচ্ছিল গল্প। তবে দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয় টানটান উত্তেজনা। একের পর এক কাণ্ড ঘটতে থাকে। নতুন এ ছবিতে টাব্বু কেবলই পার্শ্বচরিত্র। আসল লড়াই অক্ষয় খান্না ও অজয় দেবগনের অভিনয়ের। দু’জনেই শান্ত চাহনি ও বলিষ্ঠ সংলাপে মন জয় করেছে দর্শকদের।
হ্যাপি ওয়াচিং