In Time English Full Movie Bangla Review HD Download

মুভি-ঃ In Time (2011)
ধরন-ঃ অ্যাকশন, সাইফাই, থ্রিলার
পরিচালক-ঃ অ্যান্ড্রু নিকল
অভিনয়-ঃ জাস্টিন , আমান্ডা সেফ্রিড, মারফি, অলিভিয়া
রানটাইম-ঃ ১ ঘন্টা ৫০ মিনিট
ভাষা-ঃ
আইএমডিবি-ঃ ৭/১০
স্পয়লার নেই :
এখানে এমন একটি পৃথিবী যেখানে সবকিছু হয় সময় দিয়ে! টাকা পয়সা যেখানে মূল্যহীন! ধরূন আপনি কোথাও যাবেন আপনাকে আপনার জীবনে থেকে সময় দিতে হবে টাকার বদলে! এমনি এক কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি!
এখানে ২৫ এর পর বয়স আর বারে না তাই সবার চেহারা যুবক যুবতীর মতো! এখানে ২৫ বছর পর আর এক বছর সময় দেওয়া হয় যেই এক বছরের মধ্যে বিভিন্ন কাজ করে সময় বাড়ানো সম্ভব! পৃথিবীর মতো সেখানেও ছিলো ধনী গরীব বৈষম্য
মুভির প্লট:
মুভির শুরুতে উল সালাসকে দেখানো হয়! তার মায়ের আজকে জন্মদিন ছিলো সে তার মাকে উইশ করে তার কাজে চলে যায়! কাজ শেষে এক ক্লাবে যায় যেখানে একজন লোক থাকে যার কাছে ১০০ বছরের মতো সময় থাকে!
তার এই সময়গুলো চুরি করতে একদল লোক আসে যারা সময় চুরি করে অন্যের থেকে! তো সালাস তাকে বাঁচিয়ে নেয় এবং এক জায়গায় রাতে আশ্রয় নেয় তখন সেই লোকটি সালাসকে কিছু কথা বলে এবং তার সময়গুলো সালাসকে দিয়ে দেয় আর এই সময়গুলো সঠিক ব্যাবহার করতে বলে যায়! সময় শেষ হওয়ার পর সেই লোকটি মারা যায়! সালাসের কাছে এত সময় থাকা সত্ত্বেও তার মা সময়ের অভাবে মারা যায়, এবং মুভির কাহিনী এগিয়ে যেতে থাকে।
মুভিটা ভিন্ন কনসেপ্টের অসাধারণ সব সিনেমাটোগ্রাফি দিয়ে তৈরি। সাথে আছে যথেষ্ট পরিমাণ থ্রিল আর অ্যাকশন। অনায়াসে আরামসে একবারের জন্য দেখে নেওয়ায় যায়। সময় লস হবার সুযোগ নেই, খুব এনজয়বেল একটা মুভি।
হ্যাপি ওয়াচিং 🥰
Note :This Only Movie review Post .