Rorschach Hindi Full Movie Bangla Review

মুভি-ঃ RORSCHACH (2022)
জনরাঃএ্যাকশন,মিস্ট্রি,থ্রিলার
পরিচালক-ঃ নিসাম বশীর
অভিনয়েঃমামুট্টি,আসিফ আলী ও প্রমুখ
রানটাইম-ঃ ২ ঘন্টা ৩০ মিনিট | আইএমডিবি-ঃ ৭.৫/১০
নো স্পয়লার :
টেকনিক্যালি স্ট্রং প্লটের মুভি ররশাচ।সাউথের বেশীরভাগ স্টারের মুভিতে যেখানে থিয়েটার দর্শকখড়ায় ভুগছে,সেখানে মামুট্টি বিপরীত।
ইদানিং যেরকম কন্টেন্ট নিয়েই তিনি হাজির হচ্ছেন
সেখানেই মালায়ালি দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছে।
৩ বারের ন্যাশনাল এ্যাওয়ার্ড জয়ী অভিনেতা দর্শকদের হতাশ ও করছেন না,একের পর এক দিয়ে যাচ্ছেন ভালো মানের সিনেমা।এই মুভি নিয়ে অডিয়েন্স রিভিউ একটু ভিন্নধরনের।বেশীরভাগ
দর্শকদেরই দাবি মলিউড সাধারনত যে ধরনের
মুভি নির্মান করে সেই ধারনার বাইরে গিয়ে পরিচালক এই ফিল্ম তৈরি করেছেন।
দুবাই থেকে ব্যবসায়ী লুক এন্টনি তার গর্ভবতী স্ত্রীকে
নিয়ে ভারতের কেরালায় ছুটিতে আসেন।জঙ্গলের পথে যাওয়ার সময় তারা দুর্ঘটনার স্বীকার হয়।লুক এন্টনি জ্ঞান হারিয়ে ফেলে।জ্ঞান ফেরার পর সে দেখে তার স্ত্রী সেখানে নেই।সে স্থানীয় পুলিশ স্টেশনে রিপোর্ট করে,কিন্তু পুলিশের তদন্তে সে সন্তুষ্ট হতে পারে না,তাই সে নিজেই শুরু করে অনুসন্ধান এবং বেড়িয়ে আসে একের পর এক রোমাঞ্চকর তথ্য।
মুভির গল্প স্লো পেসড।কিন্তু মুভির ডার্ক হিউমার
এবং প্রেজেন্টেশন আমাকে অভিভূত করেছে।ব্যাকগ্রাউন্ড স্কোর,গান,সাউন্ড মিক্সিং সবকিছুই ছিলো গল্পের সাথে মানানসই।
এক্টিং এর কথা বলতে গেলে মামুট্টির এক্টিং বিশ্লেষন করার যোগ্যতা আমার নেই।এই লোক ভারতের সেরা অভিনেতাদের একজন।আসিফ আলি তার রোলে আলো ছড়িয়েছেন।
তবে এই মুভি সবাইকে দেখার জন্য বলবো না।যারা স্লো পেসড মুভি দেখে অভ্যস্থ তারাই দেখতে পারেন।
Happy watching