Smile Hollywood English Movie Bangla Review

মুভি-ঃ 𝗦𝗺𝗶𝗹𝗲 [ 𝟮𝟬𝟮𝟮]
ধরন-ঃ হররর, মিস্ট্রি, থ্রিলার
রানটাইম-ঃ ১ ঘন্টা ৫৫ মিনিট
NoSpoiler :
𝗦𝗺𝗶𝗹𝗲 এই বছর রিলিজ হওয়া আমেরিকান সাইকোলজিক্যাল হরর সিনেমা।
ডাঃ রোজ কর্টার একজন সাইকোলজি থেরাপিস্ট। তার ক্লিনিকে একদিন লরা নামের এক ভার্সিটি পড়ুয়া মেয়ে আসে ; যে মেয়ের সামনে তার ভার্সিটি টিচার হাতুড়ি দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যা করেছে। এই ঘটনা লরার চোখের সামনে ঘটে এবং এই ঘটনার পর থেকে লরা মানসিকভাবে অসুস্থ হয়ে পরে। ডাঃ রোজ কার্টার এই ঘটনা নিয়ে তার ক্লিনিকে আলোচনা করার সময় লরা হঠাৎ ভয়ঙ্কর কিছু দেখতে পেয়ে ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ পর ডাক্তার রোজ কর্টারের সামনেই লরা কাচের টুকরো দিয়ে গলা কেটে আত্মহত্যা করে।
মূলত তারপর থেকেই সিনেমার মূল গল্পের শুরু...
সিনেমার গল্প বেশ ইন্টারেস্টিং কিছুটা 'ইট ফলোজ' এবং 'ট্রুথ এন্ড ডেয়ার' সিনেমার মতো। তবে এই সিনেমার মেকিং এবং এক্সিকিউশন দারুণ। কিছু কিছু দৃশ্য আসলেই ভয়ংকর ছিলো। হঠাৎ ধপ করে একটা দৃশ্য চলে আসে!
ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা কি বলবো ; কিছু দৃশ্যে তো ব্যাকগ্রাউন্ডই ভয় পাইয়ে দেয়। সিনেমার সিনেমাটোগ্রাফি দুর্দান্ত লেভেলের। কিছু কিছু দৃশ্যে লাইটের কারসাজি দারুণ।
সোসি ব্যাকনের অভিনয় অনবদ্য। পুরোটা সিনেমায় তার অভিনয় উপভোগ করেছি। তার সঙ্গে ক্যাইথলিন স্টেসি (যাকে পোস্টারে দেখতে পারছেন), কেইল গালনার এবং জেসি টি. উষারও ভালো অভিনয় করেছে।
সিনেমার নির্মাতা হচ্ছেন 'পার্কার ফিন'। এই নির্মাতার প্রথম সিনেমা এটি। প্রথম সিনেমাতেই 'পার্কার ফিন' বাজিমাত করে দিয়েছে বলতে হবে। তার ভিজ্যুয়াল সেন্স দারুণ।
যায়হোক, সিনেমাটি এক বসাতেই দেখে শেষ করার মতো। তার সঙ্গে কিছু দৃশ্য তো ভয় পাইয়ে দিবে যে কাউকে। আর সবচেয়ে বড় কথা, এই সিনেমা দেখার পর কয়েকদিন কাউকে হাসতে দেখলে ভয় লাগতে পারে🙂
Happy watching 🙂
The Runtime may vary depending on Release Type.
Disclaimer : – All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW. If You thik something is VIOLATING the LAW, Please Notify US via Contact So That It Can Be Removed as soon as possible.