Srikanto (শ্রীকান্ত) Bengali Hoichoi Series Review HD Download

"একটি ১৮+ ওয়েব সিরিজ সাবধানে দেখবেন "
ওয়েব সিরিজ-ঃ শ্রীকান্ত (২০২২)
ধরন-ঃ ড্রামা, রোমান্স
পরিচালক-ঃ সানী ঘোষ রায়
অভিনয়-ঃ ঋষভ বসু, সোহিনী সরকার, মধুমিতা সরকার
সিজন-ঃ ১ | এপিসোড-ঃ ৯
আইএমডিবি-ঃ ৭.৩/১০
হালকা স্পয়লার আছে :
" সেদিন তুমি তুমুল যৌবনের মহড়ায়,
আমিও ছিলাম শৈশবের বাধ্য সৈনিক,
আজ তুমি মুখােশহীন রঙ্গীন নেশায় মাতাল,
আমিতাে সামান্য এক ব্যার্থ প্রেমিক 💔"
বয়স বেড়েই চলেছে। পাল্লা দিয়ে কাগজের নোট এর পিছনে দৌড়ানো ছাড়া আজকাল জীবনে বেশি কিছু নেই। এই নেশায় পড়েছ কি তুমি শেষ। আবার এমনি জিনিস এই কাগজের নোট যেটা না থাকলেও সমস্যা। যাই হোক দিনে দিনে আমার পাল্লা দিয়ে সখ আহ্লাদ বেড়েই চলেছে।
আজ শ্রীকান্ত ওয়েব সিরিজটা দেখেছিলাম । ছোট বয়স এর প্রেম। ওই বয়স এ সবাই পড়েছি প্রেমে কম বেশি। বেশ লাগত তখন প্রেমে পড়তে।যত বয়স বাড়ছে বেশ বুঝি বয়সন্ধির প্রেম টাই বুঝি আসল সেখানে শুধু অনুভূতি আবেগে পূর্ণ এক অশেষ ভালোবাসা। কোনো কিছুর বিনিময়ে বা কিছু পাওয়ার জন্য ভালোবাসা না , জাস্ট প্রেমে পড়ে যেতাম, কেনো পড়লাম বুঝতে পারতাম না।কিন্তু বয়স যত বেড়েছে ততই ঠিক ভুল খারাপ ভালো দাড়িপাল্লা র মত মেপে কি প্রেম এ পড়া যায়।তাই সবটাই সাজানো। সেখানে প্রেম ব্রাত্য। আসলে প্রেম বড্ডো অবুঝ।এই সমাজের জটিল হিসেব সে বোঝে না, সে বুঝতে চায় না খারাপ ভালো, বয়সের বাধা অথবা নোটের বান্ডিল কিম্বা শরীর এর গঠন সবটাই তার কাছে অপ্রাসঙ্গিক। তাই তো আজও না জানি কত শ্রীকান্ত এখনও রাজলক্ষী র অধীর অপেক্ষায়।❤️
হইচই অরিজিনাল এর এই সিরিজটির চিত্রনাট্য মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর "রাজলক্ষ্মী ও শ্রীকান্ত" অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এই সিরিজের স্টোরি টা খুবই ভালো এবং সিরিজের গল্প অনুযায়ী সোহিনী সরকার এবং নবাগত রিসাব বসু দুজনের পারফরম্যান্সই ছিলো অসাধারণ। বিশেষ করে সোহিনী এই সিরিজে সবমিলিয়েই একটা চোখ ধাধানো অভিনয় করেছেন। এছাড়া হইচই এর বাকি সব ওয়েব সিরিজ গুলোর সাথে ভিজুয়ালি সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং ওয়াইজ খুবই দারুণ ছিলো৷ তবে সিরিজ এর ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ছিলো সিরিজের প্রতিটি গান যেগুলো সত্যি খুবই দারুণ। বিশেষ করে আমার 'রাধে রাধে' গানটা খুবই ভালো লেগেছে। নিসন্দেহে মাস্ট ওয়াচ একটি ছিলো এই শ্রীকান্ত।
ধন্যবাদ।
Note : This Movie Review Post ,I am Not Viloating Copyright any Law.