Theeran (থিরান) Bangla Dubbed Movie Review HD Download

Theeran থিরান
প্লট: সত্যি ঘটনার উপর নির্মিত।
মাস্টারপিস কপ থ্রিলার মুভিটা এর আগেও দেখেছি। তবে এবার বাংলা ডাবিংয়ে চরকিতে আবার দেখলাম।
১৯৯৫ সালের ঘটনা! একদল ডাকাত একটি বাড়িতে আক্রমন করে বাড়ির সকলকে মেরে সোনাদানা লুট করে নিয়ে যায়। তারপর আবার ২০০১-২০০৫ এর মধ্যে আরো ৪ বার একইভাবে তারা সোনাদানা লুট করে। অথচ পুলিশ তাদের কিছুতেই ধরতে পারছে না।
এমনকি পুলিশের কাছে কোন ক্লুও নেই।
থিরান কেস টি তদন্তের ভার নেয়। শুধুমাত্র আংগুলের ছাপ থেকে সে তদন্ত শুরু করে এবং গ্যাংটির চিহ্নিত করে। তারপর শুরু হয় গ্যাংটির সদস্যদের ধরার পালা যা কি না ইতিহাসে "অপারেশন বাওয়ারিয়া" নামে পরিচিত।
সে সময়ের একদল পুলিশ অফিসার ও সেনা কর্মকর্তাদের কঠোর অধ্যবসায় এবং অভিনব নানান পদ্ধতি দ্বারা হাওয়ারিয়ানস দের মূল ডাকাত দলকে নির্মূল করতে দিনরাত ভারতের নানান রাজ্যে ঘুরে বেড়ায় এদের দমনের জন্য।
সিনেমার মূল প্লট বেড়ে উঠে এই বাস্তব ঘটনা আদলে।
ডাকাত দলের নির্মম নৃশংসতা পর্দায় যেভাবে ফুটে উঠেছে যেন চোখজোড়া ক্ষণে ক্ষণে হতচকিত হয়ে যাচ্ছিলাম তাদের বাস্তবতা চিন্তা করে। কারণ পর্দায় তা জীবন্ত হয়ে উঠেছে।
গল্পের থিরান পুলিশ অফিসারের চরিত্রকে পরিচালক আদর্শ নীতিবান দুধর্ষ পুলিশ অফিসার হিসেবে ফুটিয়ে তুলেছে। কাজের প্রতি তার ডেডিকেশান পর্দায় অভিনব ভাবে ফুটে উঠেছে।
সিনেমার একশান ওয়ার্ক এক কথায় অসাধারণ। সিনেমার নানান সিকুয়েন্স রক্তহিম করা মুহূর্তের জানান দিয়েছে পুরো সিনেমা জুড়ে। ডাকাত দলের ইতিহাসটা যেভাবে রূপায়ন দিয়েছে সিনেমায়, তা সিনেমাতে মজে থাকবে বাধ্য করবে দর্শকদের।
অবশ্যই মাস্টওয়াচ কন্টেন্ট নির্ভর একটা সিনেমা থিরান💥
Note : This Movie Review Post ,I am Not Viloating Copyright any Law.
#allpost