বীরত্ব বাংলা মুভি ডাউনলোড | Birotto Bangla Movie HD Download Link

BIROTTO (2022) Bangla full Movie HDRip- 1080P | 720P | 480P Download |বীরত্ব বাংলা ফুল মুভি ডাউনলোড রিভিউ
রিভিউঃ
বেশ আশাজাগানিয়া ট্রেলার!
সম্প্রতি ইমরান ও পূজার একটি গান দেখে মুগ্ধ হয়েছিলাম। গানটি ছিলো আপকামিং সিনেমা 'বীরত্ব'র। এর আগে বেশ কিছু পোস্টার দেখে মোটামুটি নিশ্চিত হয়েছিলাম এর কাস্টিংএর ব্যপারে। তবে আজকে 'বীরত্ব' ট্রেলার দেখে বেশ ভালো লেগেছে। দেখার মতো একটা সিনেমা পেতে যাচ্ছি বলে মনে হচ্ছে।
প্রথমেই বলবো ইন্তেখাব দিনারের কথা। এক কথায় তার লিজেন্ডারি এক্সপ্রেশন মুগ্ধ করেছে। ইমন বেশ শান্ত একটি চরিত্রে অভিনয় করেছে, আহসান হাবিব নাসিমের লুক ভালো লেগেছে। নবাগত অভিনেত্রী সালওয়া কে স্নিগ্ধ লেগেছে। জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তারকে ভিন্ন রকম একটি চরিত্রে লক্ষ্য করলাম। এছাড়া একঝাক শক্তিমান অভিনেতা এক ঝলক করে ট্রেলারে হাজির হয়েছিলো। ট্রেলার দেখার পর ঐ সব চরিত্রগুলো সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয়েছে।
সাইদুর রহমান রানা পরিচালিত এটা প্রথম সিনেমা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্মাতা নিজেই। নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে এগিয়েছে বীরত্ব-এর গল্প। ট্রেলারের লোকেশন, সিনেমাটোগ্রাফি, বিজিএম ভালো ছিলো তবে ট্রেলারটি আরও একটু ছোট করা যেত বলে মনে হয়েছে। 'বীরত্ব' সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ১৬ সেপ্টেম্বর।