আইসক্রিম (Icc Cream) Full Movie Download HD Review

মুভি-ঃ আইসক্রিম (২০১৬)
ধরন-ঃ ড্রাম, রোমান্স
পরিচালক-ঃ রেদোয়ান রনি
অভিনয়-ঃ শরিফুল রাজ, নাজিফা তুসি, উদয়
রানটাইম-ঃ ২ ঘন্টা ৫ মিনিট
নো স্পয়লার
একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় আইসক্রিম।তাপমাত্রা এদিক সেদিক হলেই নষ্ট হয়ে যায় আইস্ক্রিম! সম্পর্কটাও ঠিক তেমনি! আইস্ক্রিম এর তাপমাত্রার মতোই নার্সিং করতে হয়, পরিচর্যা করতে হয়! এদিক সেদিক হলেই সম্পর্কে ফাটল ধরে! পরিচালক রেদোয়ান রনি আধুনিক সমাজের সম্পর্কের অনুভূতি নিয়েই অন্যরকম এক ভালোবাসার গল্প লিখেছিলেন 'আইসক্রিম মুভিতে!
সত্যি কথা বলতে কি মুভিটা যখন ফার্স্ট ২০১৬ তে দেখি অন্যরকম একটা ফীল হইতো! এবং তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকেরেই এই মুভি রেকোমেন্ডেড করি! বিডি সিনেমা হিসেবে আলাদা একটা গল্প বুনেছেন রেদোয়ান রনি!মুভিতে গান, অভিনয়, সিনেমাটোগ্রাফি সব কিছুই অসাধারণ ছিল!
✅নাম শুনেই বুঝতে পারছেন একটা কিউট কিছু ব্যাপার স্যাপার৷ মুভিটা গড়ে উঠেছে আমাদের চারপাশের ভালবাসা মানুষ গুলোকে নিয়ে। মুভিটি দেখার সময় আপনি অনেক কিছুর সাথেই আপনি খুব সহজেই রিলেট করতে পারবেন। স্টোরিটি এই মনে হবে আপনার সাথে ঘটে যাওয়া কিছু মুহুর্ত কিংবা খুব কাছের মানুষ এর সাথে ঘটে যাওয়া কিছু অভিব্যক্তি৷ অনেক কিছু শিখবেন জানবেন নতুন ভাবে ভাবতেও পারবেন।
একটা সম্পর্ক হলো ঠিক আইসক্রীমের মতোই যতক্ষন সেটা একটা পরিমিত তাপমাত্রায় রাখবেন গলবে না একটু অবহেলা একটু তাপমাত্রা কমাতে থাকলেই গলতে শুরু করে৷ আবার, যদি একটা গাছের সাথে তুলনা করেন। গাছটা ততক্ষন পর্যন্ত বেচে থাকে যতক্ষণ আগাছা না জন্মায়। আগাছা নিয়মিত না কাটলে আগাছাকে আগাছা না ভাবলে হয়ত সেই আগাছাই আপনাকে শেষ করে দেবে৷
কথা দিচ্ছি রেদওয়ান রনি খুব একটা হতাশ করেনি৷ খুব ভালো করে ইয়াং জেনারেশনের আবেগ বাস্তবিক ভাবেই উপস্থাপন করেছেন, সাথে দিয়েছেন অনেক অনেক ভিতরে লাগার মতো লেসন।
ভালবাসার মানুষকে নিয়ে ছুটির দিনে পপকরন খেতে খেতে দেখে ফেলাই যায় বাংলাদেশি সিনেমা আইসক্রিম।
হ্যাপি ওয়াচিং 🥰