Icon Man (আইকন ম্যান ) Bengali Full Natok HD Download

Icon Man | আইকন ম্যান | Apurba, Nusraat Faria Bangla Natok HD Download & Watch Online
"আই এম ফাহাদ বেগ"
দ্যা আইকন ম্যান।
ফিচার ফিল্ম:আইকন ম্যান
পরিচালনায়:সঞ্জয় সমাদ্দার
অভিনয়ে:অপূর্ব,নুসরাত ফারিয়া ও আরো অনেকে।
লিংক: DeeptoPlay ওটিটি প্লাটফর্ম। প্লে স্টোর থেকে DeeptoPlay এপস টা নামিয়ে ৫৯ টাকায় ১ মাসের সাবস্ক্রিবশান করে এক্ষুণি দেখে নেন দুর্দান্ত এই ফিচার ফিল্ম টা।পয়সা উসুল যাকে বলে।
কথায় আছে অপেক্ষার ফল মিষ্টি হয়।এক কথায় দুর্দান্ত,অনবদ্য একটি ফিচার ফিল্ম।অপূর্ব এগেইন তার অভিনয়ের আরেকটি কারিশমা দেখালো।এই ক্যারেক্টার টা অপূর্ব ছাড়া আর অন্য কাউকে মনে হয়না এত সুন্দর করে ম্যাচ করতো।পারফেক্ট অভিনয়।একজন মোটিভেশানাল স্পিকার।যার লাইফ টা একটা রহস্যে ঘেরা।
বর্তমান সময়ের সাথে সঙ্গতিপূর্ণ,বর্তমান সমাজের এক বাস্তব প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।বর্তমান সমাজ ব্যাবস্থার সিস্টেম কে একটা বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে।কারো পিছনে না টেনে সমাজ ব্যাবস্থাকে আগে আমাদের ঠিক করতে হবে।নিজ নিজ জায়গা থেকে সে চেষ্ট্রাটা আমাদের নিজেকেই করতে হবে।তাহলেই আমরা হতে পারি আমাদের নিজ নিজ জায়গা থেকে এক একজন আইকন ম্যান।
সেই সাথে আমাদের সমাজ টা ও বদলে যাবে।অকালে কেউ আর আত্মহত্যার পথ বেছে নেবেনা কিংবা সৎ মানুষরা ও আর এভাবে হারিয়ে যাবে না।
সব মিলিয়ে পয়সা উসুল।সঞ্জয় সমাদ্দদারে আরেকট মাইন্ডব্লোয়িং সৃষ্টি।আশা করি সবারই ভালো লাগবে।সবাই দেখে নেন লিগ্যাল ওয়েতে তাহলে এই রকম কাজ করতে পরিচালকরা আরো উৎসাহিত হবে।
Related Posts
The Runtime may vary depending on Release Type.
Disclaimer : – All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW. If You thik something is VIOLATING the LAW, Please Notify US via Contact So That It Can Be Removed as soon as possible.