NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

কাগজ বাংলা ফুল মুভি | Kagoj Bangla Full Movie HD Download

Kagoj Bangla Full Movie HDRip– 480P | 720P | 1080P – x264 – 500MB | 1.6GB | 2.6GB – Download & Watch Online

কাগজ বাংলা  ফুল  মুভি ডাউনলোড  | Kagoj Bangla Full Movie HD -1080P | 580P | 480P | 720P Download |Review |Watch Online 



 ❝ কাগজ ❞ (স্পয়লার নেই)


আজ মুক্তি পেয়েছে  নির্মাতা জুলফিকার জাহেদীর প্রথম চলচ্চিত্র ‘কাগজ’। 

তাই দেরি না করে  ফাস্ট শোতে দেখে নিলাম ঢাকার অদূরে বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জের ‘লায়ন সিনেপ্লেক্স’–এ। সিনেমাটি দেশজুড়ে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে । 



থ্রিলার-অ্যাকশন-রোমান্টিকধর্মী গল্পের সিনেমা ‘কাগজ’। জন্ম থেকে মৃত্যু, বিত্ত থেকে বৃত্ত, উচ্ছেদ থেকে আবাসন, দৃশ্যমান কিংবা অদৃশ্যভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক অমোঘ নিয়ামকের নাম কাগজ। আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বৈপ্লবিক পরিবর্তনের সূচনাই হয় কাগজের হাত ধরে। কাগজের বহুবিধ ও বহুমুখী ব্যবহার রয়েছে। আমাদের জীবনের প্রতিটা মুহুর্তে কাগজ কিভাবে জড়িয়ে আছে তা দেখানো  হয়েছে কাগজ সিনেমায়। জুলফিকার জাহেদী  তার গল্পে  কাগজ কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে তারই একটি গল্প তুলে ধরেছেন তিনি গল্পের পাশাপাশি  প্রেমের গল্পও টেনেছেন। যার ফলে সব মিলিয়ে কাগজ গল্পটা সত্যিই অদ্ভুত সুন্দর রকমের প্রশংসনীয় একটা কাজ । 


বীরত্ব"  সিনেমায় দারুণ অভিনয় করার পর থেকেই ইমন  দর্শকমহলে প্রশংসিত হয়েছিলেন।কাগজ সিনেমায়  মামনুন ইমন অভিনয় করেছেন বিখ্যাত লেখক চরিত্রে। বিরতির পূর্ব অবস্থা পর্যন্ত গল্পটি খুব দ্রুতই চলে যেতে থাকে। এই সময়ে ইমনকে দেখা যায়  নামি-দামি একজন লেখক হিসাবে। তার পাশাপাশি তার জীবনের কিছু অতীত স্মৃতির ভালোবাসার গল্প।এখানে গল্পটা  ধীরগতি মনে হয়েছে। 

কিন্তু বিরতির পর থেকেই  শুরু হয় গল্পের ভেতরের আরো অনেক  গল্প। গল্পের  প্রতিটি ভাঁজে ভাঁজে জড়িয়ে আছে কাগজ। কাগজ কিভাবে মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে সক্ষম তা বুঝতে পারবেন এই অংশে। তারপরও পরিচালক গল্পটিকে দুই অংশে ভাগ করেছেন। যার জন্য অনেক বিষয়ই মনে অনেক প্রশ্ন রেখে দিয়েছে। সেটি ক্লিয়ার হবে পরবর্তী অংশ প্রকাশের পরে। তারপরও কাগজের মাঝে রয়ে যাওয়া এই গল্পটা মনে ডাক কেটে রইলো।

ইমনের পাশাপাশি আইরিন সুলতানার অভিনয়ও  ছিলো অতুলনীয়। তাকে প্রতিটি অভিনয় এবং ডায়লগে অনেক ন্যাচারাল  লেগেছে। মাইমুনা মম এবং  শহিদুজ্জামান সেলিমও  অভিনয় ছিলো দুর্দান্ত । সিনেমাটিতে  আরও অভিনয় করছেন  শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ।


গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করছেন নির্মাতা জুলফিকার জাহেদী নিজেই।


তবে কাগজ সিনেমার চিত্রনাট্যের কাজ এবং সংলাপগুলো অনেক প্রশংসনীয় । আর বিশেষ করে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু থেকেই ছিলো মন কাড়ার মতন যা এখনো মনে গেঁথে রয়েছে। সিনেমাটোগ্রাফি ছিলো অসম্ভব সুন্দর। তবে সিনেমাটোগ্রাফিতে একটু একটু ক্ষুদ্র  ভুল ত্রুটি আছে আশা করি তা পরবর্তী অংশে আর আসবে না।

সবকিছু মিলিয়ে জুলফিকার জাহেদীর প্রথম  চলচ্চিত্র "কাগজ" এর গল্পটা সকলের মন কাড়তে সক্ষম হবে।

সিনেমাঃ ‘কাগজ’ (নো স্পয়লার)

গল্প, চিত্রনাট্য ও পরিচালনায়ঃ আলী জুলফিকার জাহেদী

অভিনয়েঃ মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা, মাইমুনা ফেরদৌস মম, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, শশী আফরোজ, মুন, ইমি, আশরাফ কবির, ফারহান খান রিও প্রমুখ। 


গতকাল ছুটির দিনের অবসরে চট্টগ্রামের সুগন্ধা সিনেমাহলে দেখে ফেললাম আলী জুলফিকার জাহেদী পরিচালিত প্রথম সিনেমা ‘কাগজ’। যাপিত জীবনের আড়ালে একজন লেখকের অতীত, বর্তমান এবং ভবিষ্যত এর গল্প উঠে এসেছে এই সিনেমাতে। তিনি কিভাবে কোন পরিবেশে থেকে কিভাবে বিখ্যাত লেখক হলেন, কিভাবে বর্তমানকে পরিচালিত করছেন, ভবিষ্যতে কি হবে সবকিছু নিয়েই এই সিনেমার গল্প। গল্পের ভেতরের গল্পই নির্মাতা তুলে ধরতে চেষ্টা করেছেন। পার্সোনালি গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। আমার মনে হয়েছে আরও দুর্দান্ত একটা সিনেমা হতে পারতো। ‘কাগজ’ মূলত একজন লেখকের গল্প, একটি পরিবারের গল্প, আবার প্রেমের গল্পও। সবমিলিয়ে একবার দেখাই যায় সিনেমাটি।


গল্পটা থ্রিলার-রোমান্টিকধর্মী। সিনেমাটিতে দর্শক দেখতে পাবেন নতুন একটি গল্প। যাপিত জীবনের আড়ালের এক জীবনের গল্প নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে একজন বিখ্যাত লেখকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মামনুন হাসান ইমন। মূলত ইমনকে ঘিরেই গল্প সাজানো হয়েছে। সিনেমাতে তিনি ইমন আহমেদ চরিত্রে অভিনয় করেছেন। এর আগে ইমনের ‘বীরত্ব’ দেখে মুগ্ধ হয়েছিলাম। এবারও তিনি ভাল অভিনয়ে মুগ্ধ করলেন। গল্প নির্ভর সিনেমাতে ইমনকে দারুণ লাগে। একদম পারফেক্ট। এছাড়া এই সিনেমায় মাইমুনা ফেরদৌস মম এবং আইরিনকেও ভালো লেগেছে। তাদের অভিনয় সাবলীল ছিল। অন্যান্যদের মধ্যে শহিদুজ্জামান সেলিম ভালো অভিনয় করেছেন। 


‘কাগজ’ জুলফিকার জাহেদীর প্রথম সিনেমা। আমার মনে হয় তিনি প্রথম সিনেমা দিয়ে বেশ ভালভাবেই উতরে গেলেন। হয়তো এই সিনেমা খুব বেশি ব্যবসা করবে না। তবে ক্রিটিক্সদের প্রশংসা পাবে। ইতিমধ্যে কয়েকটা পুরস্কারও এই সিনেমার ঝুলিতে রয়েছে। আশা করি নির্মাতা জুলফিকার জাহেদী সামনে আরও সুন্দর ও গল্প নির্ভর সিনেমা দর্শকদের উপহার দিবেন। শুভ কামনা রইল এই নির্মাতার জন্য। 


সিনেমার গানগুলি খুব সুন্দর ছিল। গানের লিরিক্স, সুর ও গায়কী মন ছুঁয়ে গেছে। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক মানানসই। এই দুটি দিক আমার খুব ভালো লেগেছে। এছাড়া অন্যান্য টেকনিক্যাল দিক মোটামুটি ভালই ছিল। চাইলে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখে নিতে পারেন। আশা করি নিরাশ হবেন না। 


ধন্যবাদ ❤️


Download Link Below :

One Click Download Download 720P-HEVC-1.GBDownload 480P-500MBDownload 1080P -2.5GB
Request Movies and Series
Bangladeshi Movies
Coldeyes
Coldeyes
No. 1 Bengali Movie Downloading Site.It is a Free Website that provides you Bangladeshi Movies,Indian Bengali Movies,Bangla Natok, Bengali Series,Bengali Webflim, Bangla Dubbed Movies And Other Premium Content for free.Everyday New Movie Upload here
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.