Superstar Shakib Khan এর Upcoming Movie গুলোর লিস্ট

হিরো: দ্যা সুপারস্টার ছবিটি মু্ক্তি পাওয়ার পর থেকে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ঘোষিত ছবিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম:
১. প্রিয়া রে :
ছবিটি পরিচালনা করার কথা ছিল শামীম আহমেদ রনীর এবং শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল শবনম বুবলীর, আর এই ছবির মাধ্যমেই বাংলা চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল শবনম বুবলীর, কিন্তু ছবিটির শুটিং আজও হয়নি আর ভবিষ্যতেও হবে না।
২. প্রিয়তমা
ছবিটি পরিচালনা করার কথা ছিল হিমেল আশরাফের এবং শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল শবনম বুবলীর, কিন্তু ছবির ঘোষণার ৫ বছর পার হয়ে গেলেও ছবির শুটিং এখনো শুরু হয়নি আর হওয়ার সম্ভাবনাও খুব কম।
৩. পাসওয়ার্ড
ছবিটি পরিচালনা করেন মালেক আফসারী এবং শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী, ছবিটি ২০১৯ সালের ঈদুল ফিতরে মু্ক্তি পেয়েছিল।
৪. বীর
ছবিটি পরিচালনা করেন কাজী হায়াৎ এবং শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী, এই ছবিটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মু্ক্তি পেয়েছিল।
৫. পাসওয়ার্ড ২ :
ছবিটি পরিচালনার কথা ছিল মালেক আফসারীর এবং শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল শবনম বুবলীর, কিন্তু এই ছবির শুটিং আজও শুরু হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
৬. হ্যাকার:
ছবিটি পরিচালনা করার কথা ছিল মালেক আফসারীর এবং শাকিব খানের বিপরীতে কোয়েল মল্লিকের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু এটির কাজও শুরু হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
৭. ফাইটার:
ছবিটি পরিচালনা করার কথা ছিল বদিউল আলম খোকনের এবং শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা ছিল শবনম বুবলীর, কিন্তু এটিও শুধু ঘোষণাতেই আটকে থাকে ভবিষ্যতে হওয়ারও সম্ভাবনা নেই।
৮. কবি :
ছবিটি পরিচালনার কথা হাসিবুর রেজা কল্লোলের এবং শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন তা চূড়ান্ত হয়নি তবে এটির কাজ আদৌ হবে কিনা সন্দেহ।
৯. রাজকুমার :
ছবিটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের এবং শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির, তবে এটির কাজ কবে শুরু হবে তা কারো জানা নেই।
১০. মায়া :
ছবিটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের এবং এই ছবির জন্য শাকিব খান সরকারি অনুদানও পেয়েছেন তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে পূজা চেরীর, তবে ছবির কাজ কবে শুরু হবে কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না।
১১. প্রেমিক :
ছবিটি পরিচালনা করার কথা রায়হান রাফীর এবং শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন এটা এখনো চূড়ান্ত হয়নি, ছবির কাজও হবে হবে না এর মাঝে দাঁড়িয়ে আছে।
১২. শের খান :
ছবিটি পরিচালনা করার কথা সানী সানোয়ারের এবং শাকিব বিপরীতে কে থাকবেন এটা এখনো চূড়ান্ত হয়নি, ছবির কাজ শুরু হওয়ার কথা ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে।
হিরো: দ্যা সুপারস্টার ছবিটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নাম সহ ১২টি ছবির ঘোষণা দিয়েছেন এবং কিছু ছবির নাম ছাড়াও ঘোষণা দিয়েছেন যেগুলোর পরিচালকের নাম জানা গিয়েছে।
এর মধ্যে থেকে শুধুমাত্র পাসওয়ার্ড ও বীর নামের ২টি ছবি কাজ শেষ করে মু্ক্তি দিয়েছেন। তাছাড়া বাকি ছবিগুলোর মধ্যে কিছু ছবির কাজ আর হবে না কিছু ছবির কাজ হওয়ার সম্ভাবনা কম কিছু ছবির কাজ হওয়া না হওয়ার মাঝে দাঁড়িয়ে এবং কিছু ছবির কাজ সামনে হবে।
এবার দেখা যাক শাকিব খান আমাদের জন্য সামনে কি কি চমক এবং ধামাকা নিয়ে আসেন।