NjA2-MzUx-NDE3-OTk4-ODYx-NjM2-Mw==?R2ls-YSBN-b3Zp-ZQ==
Notifikasi
Tidak ada notifikasi baru.
×
সবার আগে নতুন মুভি পেতে টেলিগ্রাম জয়েন করুুন Join Telegram Officials ||শেয়ার করুুন আপনার বন্ধুূদের কাছে

The Silence (দ্যা সাইলেন্স) Bengali Binge HD Download Link

The Silence (2023) Bengali Binge Natok WEB-DL – 480P | 720P | 1080P – x264 – 1.7GB – Download & Watch Online | দ্যা সাইলেন্স ডাউনলোড

 

The Silence (2023) Bengali Binge  Series S01 Complete   WEB-DL – 480P | 720P | 1080P – x264 – 1.7GB – Download & Watch Online | দ্যা সাইলেন্স ওয়েবসিরিজ  ডাউনলোড



Name : The Silence (দ্যা সাইলেন্স)

StarCast:Mehazabien Chowdhury ,Shamol Mawla ,Azizul Hakim ,Bijori Barkatullah

Director: Vicky Zahed

Assistant Director :Zewel Sheikh 

Tahsin Borno :Monir Babu 

Ahnaf Sabit :Executive Producer "Masudul Mahmud Ruhan

Production Designer :Alvira Tasnim

Art Director :Rinku

Costume :Bithy Afrin

Make-up :Md. Khairul

Gaffer :Younus Sanai

Sound :Md. Kamruzzaman Sobuj Vokto

Publicity Design :Sajjadul Islam Sayem

Production Manager :Md. Hasib Mia

Edit & VFX :Aurnob Hasnat

Sound :Shaiba Talukder

Color :Ashraful Alom

Cinematography :Bidrohi Dipon

Script :Vicky Zahed & Nazim Ud Daula

Produced By: Binge

StoryLine:

Screenshort:



লোভ মানুষের আদিমতম রিপুগুলোর একটি, এই লোভকে ঘিরেই চক্রাকারে ঘোরে ভালোবাসা, ঘৃণা, ভয় এবং দুঃসাহস। এই লোভকে ঘিরে কতোকিছু হয়, তার সবকিছু কী আমরা জানতে পারি? নাকি কিছু ঘটনা থেকে যায় নীরব, নিঃশব্দ? 


‘দ্যা সাইলেন্স’ আসছে Binge-এ। অদ্ভুত এই গল্পের চক্রে আছেন মেহজাবীন, শ্যামল মওলা, আজিজুল হাকিম এবং বিজরি বরকতুল্লাহ। চোখ রাখুন Binge-এর ফেইসবুক পেইজে। 



লোভ মানুষের আদিমতম রিপুগুলোর একটি, এই লোভকে ঘিরেই চক্রাকারে ঘোরে ভালোবাসা, ঘৃণা, ভয় এবং দুঃসাহস। এই লোভকে ঘিরে কতোকিছু হয়, তার সবকিছু কী আমরা জানতে পারি? নাকি কিছু ঘটনা থেকে যায় নীরব, নিঃশব্দ?


ওয়েব সিরিজ ‘দ্যা সাইলেন্স’ আসছে Binge-এ। অদ্ভুত এই গল্পের চক্রে আছেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম এবং বিজরী বরকতউল্লাহ্ । চোখ রাখুন Binge-এ।

দ্য সাইলেন্স (স্পয়লার বিহীন রিভিউ) :


"অর্থ উপার্জনের জন্য ভাগ্য খুব জরুরি, তারচাইতেও জরুরি ভাগ্যের সঠিক ব্যবহার!" 


অয়ন ও রুবি বেশ উচ্চাভিলাষী এক দম্পতি। যেকোনো উপায়ে তারা অনেক অর্থের মালিক হতে চায়, পরিবর্তন করতে চায় নিজেদের ভাগ্য। ভাগ্য পরিবর্তনের খেলায় এক পার্টিতে পরিচয় হওয়া জামান ও আফরোজা দম্পতি একটি শর্ত রাখেন অয়ন ও রুবির সামনে, শর্ত পূরণে থাকবে ১০ কোটি টাকা পুরষ্কার!শর্তটি হল পুরো ১টি বছর কোনো কথা বলা যাবে না অয়ন ও রুবিকে, থাকতে হবে একদম সাইলেন্স! কিন্তু কি করে তা সম্ভব? তারা কি শেষপর্যন্ত পারবে শর্তটি পূরণ করতে? 


এমনই এক গল্পে ভিকি জাহেদ বানিয়েছেন তার নতুন সিরিজ 'দ্য সাইলেন্স', যা আজ প্রচারিত হচ্ছে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে। ৬ পর্বের এই সিরিজে ঈশ্বর থেকে ইবলিশ, ক্রোধ থেকে অলসতা, লোভ থেকে ধূর্ততা, সবই এসেছে। মানুষের সাতটি মহা পাপের বর্ণনাও তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। 


সিরিজ টিতে অয়ন এবং রুবি চরিত্রে যথাক্রমে শ্যামল মাওলা ও মেহজাবীন চৌধুরী দূর্দান্ত অভিনয় করেছেন। সংলাপ ছাড়া শুধুমাত্র এক্সপ্রেশনের মাধ্যমে দুজনের অভিনয় দারুণ। তবে মুগ্ধ করেছে বিজরী বরকতউল্লাহ্! আফরোজা চরিত্রকে যেন নিজের মধ্যে ধারণ করে নিয়েছিলেন, যখনই পর্দায় উপস্থিত হয়েছেন মুগ্ধতা ছড়িয়েছেন। আজিজুল হাকিম, অনিন্দিতা মিমি, সাইফ ইমাম, গীতশ্রী চৌধুরী, কাজী দেলোয়ার হেমন্ত প্রমুখ, সবাই নিজেদের চরিত্রে ভালো করেছেন। হ্যাঁ, একটি বিশেষ চরিত্রে একজন অভিনেতার উপস্থিতি পরিস্থিতিকে আরো রহস্যময় করেছে, তাকে না'হয় সিরিজেই দেখুন! 


ভিকি জাহেদের 'দ্য সাইলেন্স' এর গল্প ভাবনায় যেমন নতুনত্ব রয়েছে তেমনি এর দৃশ্যধারণে রয়েছে ভিন্নতা। নাজিম উদ দৌলার সাথে ভিকি জাহেদের চিত্রনাট্যর পাশাপাশি বিদ্রোহী দীপনের চিত্রগ্রহণ ও মনোমুগ্ধকর। ড্রোন শট, প্রস্থেটিক, আর্ট ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফলির কাজগুলো সুন্দর ছিল। 


'দ্য সাইলেন্স' দেখার পর এটুকু বলতে পারি, ভিকি জাহেদের সেরা কাজগুলোর মধ্যে এটি একটি। যারা ঘন ঘন টুইস্ট এন্ড টার্নসের অপেক্ষায় থাকেন তাদের জন্য এ কাজটা অবশ্যই রেকোমেন্ডেড।


ধোঁকা ইবলিশের কাজ!
আর মানুষের কাজ হচ্ছে, 
ধোঁকা খাওয়া, ধোঁকা দেয়া নয়! 

"The Silence" (নো স্পয়লার)

আজ মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'দ্য সাইলেন্স'। সাইকো থ্রিলার জনরার এই সিরিজটির চিত্রনাট্য করেছেন লেখক নাজিম-উদ-দৌলা ও ভিকি জাহেদ। ছয়টি পর্বে সাজানো সিরিজটির প্রতি পর্বের দৈর্ঘ্য ২৯ থেকে সর্বোচ্চ ৪৪ মিনিট যা ঘন্টার হিসেবে প্রায় ৩ ঘন্টা। বেশ বড় লেন্থের সিরিজ হলেও দেখতে বোরিং লাগার সুযোগ নেই। প্লট গুলো স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে সুনিপুণ ভাবে। শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য ধরে রাখতে পেরেছে সিরিজটি যেটা ছিলো সব থেকে বড় প্লাস পয়েন্ট।  

সামান্য করে গল্প সম্পর্কে যদি আভাস দেই তাহলে গল্পটিতে লোভ, লালসা যেমন ছিলো ঠিক তেমনই ছিলো অন্যরকম একটি ভালোবাসার গল্প। যদিও মাঝে মনমালিন্য দেখা দিবে যেটার পেছনেও আছে বড় রকমের রহস্য।

 সাইলেন্স মূলত একটা খেলা। যেই খেলার খেলোয়াড় ছিলেন অয়ন ও রুবি। কিন্তু কেমন খেলা সেটি বোঝা যাবে পুরো সিরিজটি দেখার পর। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে সিরিজটি দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রী-তে। খেলাটি শুরুর আগে থেকেই তাদের মধ্যে ছিলো একরকম লোভের মনোভাব যার কারণে খুব সহজেই তারা অংশগ্রহণ করে ফেলেন খেলাটিতে। পরিচালক ভিকি বরাবরের মতোই সহজ জিনিস দেখিয়েছেন টুইস্টের মধ্যে দিয়ে। একটা বিশাল টুইস্ট আছে সিরিজে যেটার আভাস ট্রেলারে থাকলেও ধরার উপায় ছিলো না। 

এবার একটু অভিনয়ের দিকে যদি আসি তবে সব থেকে বেশি ভালো লেগেছে বিজরী বরকতউল্লাহকে। তাকে দেখতে যতটা অসাধারণ লাগছিলো ঠিক তার ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন সব কিছুই যেনো বার বার তাঁর দিকে আকর্ষণ কেড়ে নিচ্ছিলো। খুবই দুর্দান্ত ছিলেন। অন্যদিকে আজিজুল হাকিমও ছিলেন চোখে লেগে থাকার মতো। প্রতিটি সিকোয়েন্স দারুণ লেগেছে। বিশেষ করে বিজরী বরকতউল্লাহ'র সাথে যতবার স্ক্রিন শেয়ার করছিলেন দেখার মতো লাগছিলো। আর প্রশংসা করতেই হবে মেহজাবীন চৌধুরী ও শ্যামল মাওলার। তাদের নিয়ে বেশি কিছু বলবো না। যারা দেখবেন তারাই বুঝবেন কতটা পরিশ্রম করেছেন চরিত্রের জন্য। আগেই বলেছি ভিকি জাহেদ বিশাল টুইস্ট রেখেছেন সিরিজে। আর সেই টুইস্ট পুরো সিরিজকে শেষ পর্যন্ত পরিচালনা করেছে। আর এই টুইস্ট চরিত্রটিতে আছেন আমাদেরই পরিচিত একজন যাকে দেখলে অবাক তো বটেই তার অভিনয় এবং এক্সপ্রেশন দেখে আরও অবাক লাগবে।  

ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং এবং সাউন্ডের কাজ ভালো লেগেছে। মিস্ট্রি মিস্ট্রি একটা ভাব ছিলো ব্যাকগ্রাউন্ড মিউজিকে। তাছাড়া এপিসোড গুলোকে কাঁটা হয়েছে একে অপরের সাথে সামঞ্জস্য রেখে যেটা  ভালো লেগেছে। 

আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস সিরিজে আছে। কয়েকটি জায়গা অবাক করার মতো ছিলো। বিশেষ করে সিরিজ যত শেষদিকে যাচ্ছিলো জটিলতা ততই বাড়ছিলো। একটা সময় এমন মনে হচ্ছিলো সমাধান আদৌ হবে কি না! এই সুক্ষ্ম জিনিস গুলোকে স্ক্রিনে ইন্টারেস্টিং করে তুলতে পেরেছেন পরিচালক। আর শেষের কিছু গুরুত্বপূর্ণ উপাদানের জন্য তো একটি বড়সড় ধন্যবাদ প্রাপ্য ভিকি জাহেদের। আশাকরি ভিকি জাহেদ সামনে আরও অনেকে ভালো ভালো কাজ নিয়ে উপস্থিত হবেন দর্শকদের সামনে। সেই প্রত্যাশা রাখছি। 

হাইলি রেকোমেন্ডেড সিরিজ "The Silence"।

সবার আগে ডাউনলোড লিংক পেতে জয়েন করুুন টেলিগ্রামে  থেকে ডাউনলোড করুুন। 

Download Link Below :


মুভি ডাউনলোড করতে না পারলে টেলিগ্রাম জয়েন করে ভিডিও দেখুন


The Silence" (2023)

Available On : Binge (Free No Subscription)
এর মোট এপিসোড ৬ টি
Episode 1: Infestation (সংক্রমণ)
Episode 2: Obsession (ঘোর)
Episode 3: Oppression (নিপীড়ন)
Episode 4: Possession (দখল)
Episode 5: Domination (অধিকার)
Episode 6: Colonization  (উপনিবেশ)

The Runtime may vary depending on Release Type.

Disclaimer : – All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW. If You thik something is VIOLATING the LAW, Please Notify US via Contact So That It Can Be Removed as soon as possible.

Request Movies and Series
Bangladeshi Movies
Coldeyes
Coldeyes
No. 1 Bengali Movie Downloading Site.It is a Free Website that provides you Bangladeshi Movies,Indian Bengali Movies,Bangla Natok, Bengali Series,Bengali Webflim, Bangla Dubbed Movies And Other Premium Content for free.Everyday New Movie Upload here
Join the conversation
Post a Comment
To avoid SPAM, all comments will be moderated before being displayed.
Don't share any personal or sensitive information.